September 15, 2024, 1:03 am
মোঃ রাসেল সরকার: কলেজে ভর্তি হতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র মো. ইসরাফিল (১৭) মারা গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরে চর লরেন্স এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর হয় ইসরাফিল।
সে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।
তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাফিল কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে।