November 12, 2024, 10:49 pm
ষ্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব, বিএম ডিনসি এর চেয়ারম্যান, ময়মনসিংহ সদর আসন এলাকার সর্বস্তরের জনতার প্রিয়মুখ চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেছেন-‘বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার( ২৫ জানুয়ারি) বিকাল ৩টায় ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে আলোচনা সভা শেষে তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় প্রায় ৩শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ময়মনসিংহ সহ সারাদেশে সকল সেক্টরে উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ গণ মানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে। আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। নিতে নয়, দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ডাঃ আজিজ বলেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে মতভেদ থাকতে পারে না। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।
স্থানীয় সমাজ সেবক লিয়াকত আলী মুন্সীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃএইচ এ গোলন্দাজ তারা,বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক,মেডিকেল কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, যুবলীগ নেতা একে আকাশ,রাজীব সরকার,আসাদুজ্জামান, প্রমুখ।ভাবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আরিফ রববানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগ বাবুল মিয়া,জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানা শাখার সদস্য আল আমিন,ভাবখালী ইউনিয়নের আহবায়ক জুয়েল মিয়া,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,আব্দুর রাজ্জাক বুলি,আজগর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।