September 14, 2024, 11:46 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টর।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় গত ৫ই জানুয়ারি ২০২৩ ইং তারিখে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।গত ৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে জেলা রিটার্নিং কার্যালয়ে বাছাই পর্বে এক জন ব্যক্তির ঋনের জামিনদার থাকার কারনে প্রার্থীতা বাতিল করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার।এ বিষয়ে উক্ত লোন গ্রহিতার সূদে আসলে সকল টাকা পরিশোধ করে।হাইকোর্টে সংসদ সদস্য পদপ্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আবেদন করলে রিট আবেদন খারিজ হয়ে যায়।এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে পূনরায় প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য রিট আবেদন করলে ২২শে জানুয়ারি ২০২৩ আদালতের রায়ের নির্দেশে মোটরগাড়ি(কর)প্রতীকে প্রার্থীতা ফিরে পান অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।
প্রার্থীতা ফিরে পেয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে মুঠোফোনে ভোটার মাঝে পৌঁছে যায় সে খবর।এ খবর পেয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় তোলপাড় শুরু হয় আলোচনার ব্যাপক ঝর।ভোটার ও সমর্থকদের মাঝে মোটরগাড়ি (কার) মার্কার উত্তাল তরঙ্গের ঢেউ উঠে আসে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পক্ষে।নির্বাচনের মাঠে শুরু হলো চারিদিকে গোপাল চন্দ্র রায়ে মটরগাড়ি মার্কার ব্যাপক প্রচারণার সুর।অনেকের মুখে শোনা যায় এবার ভোট দেওয়ার জায়গা খুঁজে পেলাম।
এবিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ২৩ জানুয়ারী -২০২৩ নিজ নির্বাচলী এলাকায় পথ সভা করবেন।