January 21, 2025, 12:52 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
পুরাতনের বিদায় নূতনের আগমন এটাই চিরায়িত নিয়ম। অতীতের সকল হাসি কান্না সুখ দুঃখ হতাশা ব্যর্থতা ভুলে নূতন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে টাঙ্গাইলের মধুপুরে পৌর ছাত্রলীগ জমকালো আয়োজনে আনন্দ উল্লাসে নেচে গেয়ে আনুষ্ঠানিকভাবে ইংরেজী নববর্ষকে স্বাগতম জানিয়েছে। মধুপুর শহরের রায়পাড়া মোড়ে মহাসড়কের ধারে বর্নিল আয়োজনে একাধিক কর্মসূচীর মাধ্যমে মহাধুমধামে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করে থার্টিফাষ্টনাইট। শৈত্যপ্রবাহের হার কনকনে শীতে ঘন কুয়াসা উপেক্ষা করে শত শত নেতাকর্মী উৎফুল্লভরে অংশগ্রহন করে। অনুষ্ঠানে মধুপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খঃ আলমগীর হোসেন শিমুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাত ১২.১ মিনিটে কেক কাটার মাধ্যমে নববর্ষকে স্বাগতম জানান। শুভ চৌহানের সঞ্চালনায় অতিথি ছিলেন ,উপজেলা যুবলীগ নেতা মোঃ আঃ লতিফ আকন্দ, পৌর যুবলীগ নেতা লাভলু আকন্দ, পৌর যুবলীগ নেতা আইয়ুব আকন্দ, মোঃ সাব্বির হোসেন,মধুপুর সরকারী কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান, সুজন, শাকিল, আকাশ,সাগর,রুদ্র, শুভ সরকার সপ্তম,সজিব,আওয়ামী ছাত্র পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদুয়ান সরকার আমান, প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি খঃ শিমুল তার বক্তব্যে- বিদায়ী বছরের সব সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ, হাসি কান্না, দ্বিধা দ্বন্ধ, হিংসা বিদ্বেশ ভুলে সকল হতাশা, অপ্রাপ্তির হিসাবের খাতা বন্ধ করে নূতন বছরে নূতন উদ্যমে সুস্থ্য রাজনীতি, প্রগতির ধারায় দেশ প্রেমের সাথে উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করতে নেতাকর্মিদের প্রতি আহবান জানান। তিনি দেশের উন্নযন সম্বৃদ্ধি ও বিশ্বে যুদ্ধ ধ্বংসের অবশানে শান্তি কামনা করেন। পরে বর্নাঢ্য র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। মধুপুর থানা কর্তৃপক্ষ আইন শৃংঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা করে।