January 21, 2025, 11:44 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে সুজানগর উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো, উড়েছিলো বিজয়ের পতাকা। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ জানান, ১৯৭১ সালের ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল দুলাল, নুরুল ইসলাম, আবু বকর পাক হানাদার বাহিনীদের হাতে শাহাদাত বরণ করেন। যুদ্ধ পরিচালনার পর ১৪ ডিসেম্বর ভোর পৌনে ৭টার দিকে পাকিস্তানী হনাদার বাহিনী পালিয়ে যায়। এসময় আমাদের হাতে ৫ পাকিস্তানি হানাদার নিহত হয় এবং জনতার হাতে ধরা পড়ে বিচ্ছিন্ন ভাবে আরো প্রায় ১৫-১৬ জন মারা গেলে ১৪ ডিসেম্বর সুজানগর উপজেলা হয় পাক হানাদার মুক্ত। এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।