January 22, 2025, 12:56 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন আরা সুলতানা। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃসাজেদুর রহমান।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ আহসান হাবীব,সিনিয়র সায়েন্টিফিক অফিসার ইনস্টিটিউট অব ন্যাশনাল এনাইটিক্যাল রিচার্স এন্ড সার্ভিস ( আই এনএআরএস) বিসিএসআইআর ড.মোঃ হুমায়ন কবির।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , উপজেলা মৎস্য কর্মকর্তা,কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।