July 3, 2025, 5:25 am
শহিদুল ইসলাম।
মহেশপুর প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে এক গৃহবধূ শ্লীলতাহানি ঘটনায় অভিযোগ দায়েরের ১৮ দিন পার হলেও আসামী রয়েছে ধরা ছোয়ার বাইরে। আসামীর ভয়ে ঐ গৃহবধূ তাহার সন্তানয়াদী নিয়ে নিরাপত্তা হীনতায় জীবন যাপন করছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামের লাটা গাড়ি চালক হাকিমুল ইসলাম বাড়িতে না থাকায় একই গ্রামের আব্দুল জলিল এর ছেলে আজাদ হোসেন (৩৫) গত ১৫ই নভেম্বর গভীর রাত্রে হাকিমুলের স্ত্রী আলেয়া খাতুন (২৭) এর ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে ধস্তাধস্তি করা সহ জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে,এমতাস্থায় গৃহবধূর ডাক চিৎকার করলে লম্পট আজাদ খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। আলেয়া আরো জানান লম্পট আজাদ তাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এঘটনায় আলেয়া খাতুন বাদী হয়ে গত ১৬ই নভেম্বর মহেশপুর থানায় লম্পট আজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার না করায় আসামীর ভয়ে বাদীপক্ষ তার সন্তানাদি ও পরিবারকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় জীবন যাপন করছে। এবিষয়ে বাদী পক্ষ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। অপর দিকে আসামী আজাদকে খুজে না পাওয়ায় তাহার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।