March 21, 2023, 8:32 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক,জুয়া,ছিনতাই, চুরি-ডাকাতিসহ
বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই-ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
এদের মাঝে এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভাটিকাশর এলাকা থেকে অপহরন মামলার আসামী রাজিম ওরফে উসমান ও মাজহারুল ইসলাম শুভ, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ট্রাফিক বক্সের সামনে থেকে ডাকাতির চেস্টা পুরাতন মামলার আসামী মোঃ ইমরান মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আবুল কাশেম ও আনিছুর রহমান, এসআই আল মামুন এবং এএসআই আমিরুল ইসলাম পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মেরাজ, ইসমাইল খাঁ, মোঃ আব্দুল হক ও মোঃ হারুন অর রশিদ। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
ওসি শাহ কামাল আকন্দ জানান- মাদক,ছিনতাই,
চুরি,-ডাকাতি, সন্ত্রাসমুক্ত নগরী গঠনের মাধ্যমে জনতার জন্য নিরপরাধ ও বসবাস যোগ্য নগরী উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে তিনি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।