May 13, 2025, 7:38 am
শহিদুল ইসলাম।
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১নং এস’বি’কে ইউপির হাট খালিশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিশ্বাস পাড়ার মৃত মান্দার বকস্ এর ছেলে মোঃ আব্দুল মোতালেব ও একই গ্রামের কাজী পাড়ার মোঃ মনজের কাজী, মালেক কাজী, মোঃ আব্দুল খালেক কাজী, আমিরুল কাজী, আনারুল কাজী, ইনছাদুল কাজী গং দয়ের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে মহেশপুর থানার অন্তর্গত ১৩৭ নং হাট খালিশপুর মৌজার ১৯২ নং আর’এস খতিয়ানের সাবেক দাগ ৭১৬ ও হালদাগ নং ৬৮৪ এর ৯৩.৫০ শতক জমির মধ্যে উত্তর পার্শের ১৪ শতক নালিশি জমি জবর দখলের অভিযোগে ঝিনাইদহ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেছেন মোঃ আব্দুল মোতালেব মিয়া।
তিনি আরো জানান-পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া তফসিল বর্নিত জমিতে ফলজ গাছ রোপন করিয়া দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছি। আমার তফসিল বর্নিত ৯৩.৫০শতক জমির মধ্যে উল্লেখিত বিবাদীগন তাহাদের নামে ক্রয় ও রেকর্ডিও সুত্রে জমির মালিক দাবী করে উত্তর পার্শের ১৪ শতক জমির লাগানো গাছ জোর পুর্বক কেটে ফসলের ক্ষতি সাধন করে জমিটি দখল করে নিয়েছে এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিবাদীগন দলিল অনুযায়ী ৬ দাগে জমি ক্রয় করেছে।
উক্ত ১৪শতক নালিশি জমিতে গত ২৭-৯-২০২২ ইং তাং- আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি থাকা সত্তেও বিবাদীগন জমিটি দখল করায় ৯৯৯ তে ফোন করলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল আসে এবং উভয় পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ প্রদান করেন।
বিষয়টি নিয়ে উভয় পক্ষের মাঝে উক্তেজনা বিরাজ করায় আব্দুল মোতালেব মিয়া আবারও আদালতে স্বরণাপুর্ন হয়ে উক্ত নালিশি জমির উপর ১৮৮ ধারা জারি করেছেন।
অপর দিকে বিবাদী পক্ষের মোঃ আনারুল কাজী জানান-উপরে উল্লেখিত ৯৩.৫০শতক জমির মধ্যে ক্রয়সূত্রে আমাদের নামে ১৪শতক জমির দলিল এবং হাল রেকর্ডের কাগজ পত্র রয়েছে, উক্ত জমির দলিল ও রেকর্ড অনুযায়ী আমরা ঐ অংশে ১৪শতক জমির মালিক, সেই সুত্রে আমরা ভোগ দখল করেছি।
বর্তমানে বিরোধপুর্ন জমিটি নিয়ে দু’পক্ষের মামলা আদালতে চলমান থাকলেও উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এলাকা ও গ্রাম বাসী জানান দ্রত সমাধান না হলে যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
এবিষয়ে দু’পক্ষই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইন প্রশাসনের নিকট সঠিক বিচার কামনা করছে।