March 21, 2023, 8:50 am
মো আরিফ রববানী ময়মনসিংহ ।।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সফল করার লক্ষে বর্ধিত সভা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
শনিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে উক্ত বর্ধিত অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন সফল করতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন উপকমিটি গঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় বর্ধিত সভায় ও কার্যকরী কমিটির সভায় গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, ফারুক আহমেদ খান, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, এডভোকেট পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট বদর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, কৃষি গবেষণা সম্পাদক অধ্যাপক এ কে এম আব্দুর রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল গফুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, শিক্ষা ও মানব সন্পদ বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব আ খ ম শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য৷ আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব এমদাদুল হক মন্ডল, এডভোকেট ইমদাদুল হক সেলিম, এডভোকেট জিয়াউল হক সবুজ, নিলুফার আনজুম পপি, লুতফুল নেচ্ছা লাকী, নাজনীন আলম, দুলাল উদ্দিন আকন্দ দুলাল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আগামী ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর জৈষ্ঠ পুত্র ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপির স্বামী প্রয়াত মাহবুবুল হক শাকিল এর মৃত্যুবাষিকী থাকায় সম্মেলনের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।