March 28, 2024, 12:54 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত সুজানগরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাংবাদিক রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ… এমপি রশীদুজ্জামান নড়াইলে ওয়ারেন্টভূক্ত আসামি তরিকুল ইসলাম গ্রেফতার নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে হারানো ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল, প্রতারণা করে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের নিয়ম না মানার অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খু*ন
সুজানগরে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল করল বিএনপি

সুজানগরে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল করল বিএনপি

এম এ আলিম রিপন,সুজানগর ঃ স্মরণকালের বিএনপির বৃহত্তম মিছিল দেখলো সুজানগরবাসী। নবগঠিত সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। ২০০৮ সালে আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার(০১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বের হওয়া মিছিলটি এবারে প্রথমবারের মতো পৌর বাজার সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রফেসরপাড়া চত্বরে গিয়ে শেষ। এ সময় মিছিলে স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা প্রকম্পিত করে তোলে সুজানগরের রাজপথ। মিছিলটি দেখে রাস্তার দুপাশের পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন বাসাবাড়ীর মানুষজন করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। এর আগে সকল বাধা অতিক্রম করে মিছিলে যোগ দিতে দুপুর ২টা থেকেই স্থানীয় পৌরসভার ভবানীপুর এলাকায় জমায়েত হতে থাকেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী । এ সময় থানা পুলিশ সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। মিছিল শেষে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, সেলিম আহমেদ, আশিক খান, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, বিএনপি প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সুজানগর বিএনপি। এ সময় বক্তারা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সুজানগরের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকেও ধন্যবাদ জানান। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর গত ২৩ অক্টোবর সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহ্বায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহ্বায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হন রফিকুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ওবাইদুল হক, হাজারী হারুনর রশিদ ও মিজানুর রহমান জালাল, সদস্য হিসেবে রয়েছেন এ.কে.এম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আজম আলী বিশ্বাস, হাজারী জাকির হোসেন চুন্নু, ব্যারিষ্টার সাইফুর রহমান, আব্দুল হালিম সাজ্জাদ, মাহাতাব আলী মৃধা, নুরুল ইসলাম মাসুম চৌধুরী, শামসুর রহমান শামস, শফিউল্লাহ মনি, আব্দুস সালাম মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, আবুল কালাম ফকির ও আহম্মদ আলী শেখ দুলাল। নতুন ঘোষিত সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হয়েছেন মঞ্জু শেখ, আব্দুস সালাম মোল্লা, তোরাপ আলী ও ইয়াকুব আরী প্রামানিক, সদস্য মোশাররফ হোসেন বাদশা, কাজী মনছুর, এস্কেন প্রাং, নাদের হোসেন মোল্লা, আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাদের শেখ, মেহেদী হাসান স্বপন, সাফা, ইদ্রিস সরদার, সালাম মৃধা, হযরত আলী, হানিফ,রুবেল খন্দকার ও রশিদ সরদার। দলীয় সূত্রে জানা যায়, কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসান এর আগে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলার রাণীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক ১ নং ভাইস প্রেসিডেন্ট, পাবনা জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । কমিটির নতুন সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর আগে সুজানগর উপজেলা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এর আগে জনগণের ভোটে একাধিকবার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবং আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি ও সেই সকল মামলায় কারাবরণের পাশাপাশি নির্যাতনের স্বীকার হন তিনি। চালানো হয় তার বাড়িতে একাধিকবার হামলা-ভাঙচুর ও লুটপাট। পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া কামরুল হুদা কামাল বিশ্বাস এর আগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুজানগর পৌরসভা গঠনের পর সর্বপ্রথম নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। কমিটিতে সদস্য সচিব হিসেবে স্থান পাওয়া জসিম বিশ্বাস সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সুজানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD