September 10, 2024, 6:59 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় দু’দিনের পরিবহন ধর্মঘটে যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়েছে। গত শুক্রবার ও শনিবার বাস মালিক শ্রমিক সমিতির পক্ষ থেকে দুই দিন পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘটে দূরপাল্লার নৈশ পরিবহন চলাচল করলেও পাইকগাছা-কয়রা-খুলনা রুটে কোন বাস চলাচল করেনি। ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। অনেকেই ধর্মঘটের বিষয়টি না যেনেই বাসা থেকে বেরিয়েই বিপাকে পড়েন। অনেকেই গন্তব্যে পৌছাতে না পেরে পুনরায় বাড়িতে ফিরে যান। অনেকেই আবার ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র সহ অন্যান্য যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করেন। গজালিয়া গ্রামের গৃহবধু ফাতেমা বেগম জানান, মা’কে নিয়ে জিরোপয়েন্টে এসে দেখি পরিবহন ধর্মঘট। পরে ইঞ্জিন ভ্যানের মাধ্যমে মাকে খুলনায় পাঠায়। মোটর সাইকেল চালক নজরুল ইসলাম বলেন, পরিবহন ধর্মঘটের কারণে রোডে মানুষের চলাচল কম ছিল। এ জন্য অন্যদিনের তুলনায় ধর্মঘটে যাত্রী কিছুটা কমছিল। কানাখালী গ্রামের নিমাই চন্দ্র জানান, আমি কাজের সন্ধানে এলাকার বাইরে যাওয়ার জন্য জিরোপয়েন্ট আসি। পরে দেখি পরিবহন ধর্মঘট চলছে। তখন বাধ্য হয়ে আবার পুনরায় বাড়িতে চলে যায়। দুই দিনের ধর্মঘটে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি জিয়াউর রহমান জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।