March 21, 2023, 8:37 am
এম এ আলিম রিপন, সুজানগরঃ পাবনার সুজানগরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মোমরাজপুর গ্রামে শ্রী দিপংকর হালদারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে বৃহস্পতিবার পুকুরে ১০ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। শ্রী দিপংকরের পিতা শ্রী দিলীপ হালদার অভিযোগ করে বলেন, প্রতিবেশি সাবেক ইউপি সদস্য রঘুনাথ হালদারের সঙ্গে জমি ও পুকুরে মাছ চাষ নিয়ে পূর্ব বিরোধ ছিল তাদের। এ বিরোধকে কেন্দ্র করেই রঘুনাথ হালদার বিষ ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আমার এ পুকুরের ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। পুকুরে রুই,কাতলা সহ দেশীয় বিভিন্ন জাতের দেড় শতাধিক মণ মাছ ছিল। অভিযোগ অস্বীকার করে রঘুনাথ হালদার বলেন, ওরা কি অভিযোগ করেছে আমি জানিনা। তবে এ ঘটনার সঙ্গে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে থানার ওসি আব্দুল হাননান জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।