February 5, 2025, 10:50 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামের পুর্বপাড়ায় আদিবাসী সম্প্রদায়ের চলাচলের একমাত্র রাস্তা কাউন্সিলর বাবলু ও মেয়র সাইদুরের নির্দেশে সন্ত্রাসী কায়দায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদিবাসি পল্লীর পক্ষে গত ২৭ সেপ্টেম্বরে তারিখে স্বপন তির্কী উপজেলা নির্বাহীর নিকট লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে সাইদুর ও তার ভাই ময়েনকে বিবাদী করা হয়েছে। বেড়া দেওয়ায় এলাকার মানুষ চলাচল করতে পারছেনা। অথচ সম্প্রতি ওই আদিবাসী পল্লীতে কারাম উৎসবে স্থানীয় সংসদ ওমর ফারুক চৌধুরী যান। ওই সময় তারা মাটির রাস্তাটি পাঁকা করার দাবি তুলেন। এর প্রেক্ষিতে এমপি প্রতিশ্রুতি দেন এবং রাস্তার মাপজোগও করা হয়। কিন্তু মেয়র সাইদুর ও ওই ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র বাবলুর নির্দেশে পুরো রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন।
১৫ দিন থেকে ঘর বন্ধি জীবন যাপন করছেন ওই পল্লীর লোকজন। জানা গেছে, গত মাসে উপজেলার চুনিয়াপাড়া গ্রামের পুর্বপাড়ায় আদিবাসি পল্লীতে কারাম উৎসবে আসেন সংসদ ফারুক চৌধুরী। পল্লীতে যেতে গাড়ী নিয়ে যেতে পারেন নি । রাস্তার এমন করুন অবস্থা দেখে এবং আদিবাসী পল্লীর জনসাধারনের চলাচলের মাটির রাস্তাটি পাঁকা করে দেওয়ার নির্দেশ দেন ওমর ফারুক চৌধুরী এমপি। সে মোতাবেক রাস্তাটি মাপজোগ করা হয়। তারপরেই চুনিয়াপাড়া গ্রামের ময়েন ও তার ভাই আতাউর বাহিনী সন্ত্রাসী কায়দায় পুরো রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চুনিয়াপাড়া গ্রামের পুর্বপাড়া সরকারী কবরস্থান পার হলেই আদিবাসি পল্লী। সেখানে যুগযুগ ধরে বসবাস করছেন প্রায় অর্ধশতাধিক পরিবার। তাদের পাড়ায় যেতে হত সরুরাস্তা বা আইল দিয়ে। কিন্তু মুন্ডুমালা পৌরসভার প্রথম মেয়র প্রয়াত বিএনপি নেতা শীশ মোহাম্মাদ কবরস্থান সংলগ্ন জমির মাটি কেঁটে যাতায়াতার রাস্তা করে দেন। এরপর আর কোন কাজ হয়নি।
সেখানে যাওয়া মাত্রই ছুটে আসেন আদিবাসী পল্লীর বয়োজ্যেষ্ঠ মহিলা পুরুষসহ অনেকে । এসেই বলা শুরু করেন দীর্ঘ ১৫ দিন ধরে চরম কষ্টে দিন পার করছি। রাস্তাটি কি কারনে বাঁশের বেড়া দিয়েছে, জানতে চাইলে তারা জানান গত মাসে কারাম উৎসবে এমপি এসে রাস্তা করার নির্দেশ দেন। সে অনুযায়ী মাপজোক করার পরেই চুনিয়াপাড়া গ্রামের মৃত গোবরার পুত্র এলাকার ময়েন ও তার ভাই সাইদুর বাহিনী বাঁশের খুঁটি দিয়ে এমন ভাবে মজবুত করে ঘিরেছে কোনভাবেই চলাচল করা যায় না এবং বেড়া ভাঙ্গা হলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এজন্য আমরা ভয়ে কিছু করতে পারছিনা।
এব্যপারে মেয়র সাইদুরকে ফোন দেওয়া হলে তিনি জানান, আমি এঘটনা জানিনা, রাস্তায় বেড়া দেওয়ার কোন অধিকার নেই, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে বাড়িতে এসেছি, তারপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
মোঃ হায়দার আলী,
রাজশাহী।