March 21, 2023, 8:52 am
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামের ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নিহত হয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পদ্মা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।এসময় তাকে আহত অবস্থা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করে।
এদিকে যুবলীগ কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে তাতক্ষণিকভাবে সদর হাসপাতালে ছুটে যান লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুসহ আরও অন্যান্য নেতার্কমী।তাঁরা হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানান।
উল্লেখ্য নিহত আলাউদ্দিন বসিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম জিহাদীর চাচাতো ভাই।