June 7, 2023, 12:04 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পাইকগাছায় ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বঙ্গবন্ধুর একান্ত সহচর শহীদ এমএ গফুর এর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত পাইকগাছায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এলএসডি’র সংক্রমণে প্রায় অর্ধশত গরুর মৃত্যু, লাভবান হচ্ছে অদক্ষ পল্লী চিকিৎসকরা নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার প্রখর রোদ ও গরমের মধ্যে র্শিশুদের দিয়ে মাটি টানার কাজের ভিডিও ভাইরাল পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতায় সেরা মুকুট জয় করলেন কোটচাঁদপুরের মেয়ে চঞ্চলা ধারা বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ উদ্ধার, গ্রেফতার ২ দ্বিতীয় বারের মত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন
সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের একগুচ্ছ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের একগুচ্ছ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক গুচ্ছ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ে ২৩/১১/১৯৯৯ ইং তারিখে সহকারী শিক্ষক হিসেবে মোঃ সোহরাব আলী যোগ দান করেন। কিন্তু ব্যানবেইজ সংক্রান্ত কাগজ পত্রাদিতে জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করায় জেলা অফিসার তাকে সরকারি অংশের টাকা গ্রহণ না করার জন্য ২০/০৮/২০০১ ইং সালে পত্র প্রেরণ করেন। পাশাপাশি উক্ত সরকারি অংশের টাকা ফেরত দেয়ার জন্য তাকে নির্দেশ দেন। টাকা ফেরত না দেয়ায় তৎকালীন প্রধান শিক্ষককে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশের জবাব না দেয়ায় ১২/১০/২০০৯ সালে সহকারি শিক্ষক সোহরাবকে চাকরি থেকে চুড়ান্ত ভাবে বহিষ্কার করেন। পরে সোহরাব আলী চাকরি ফেরত পেতে গাইবান্ধা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। যার নং ৪৪/২০১০ইং। বিজ্ঞ আদালত ০১/১১/২০১৬ ইং তারিখে মামলাটি খারিজ করে দেন। ইতিমধ্যে প্রধান শিক্ষক হরে কৃষ্ণ বর্মন অবসরে যায়। তখন চাকরিচ্যুত সহকারী শিক্ষক সোহরাব আলী বেআইনি ভাবে প্রধান শিক্ষকের পদ দখল করে নেয়। ১৬/০৬/২০০৯ ইং তারিখে প্রজ্ঞাপন “৭(২) অনুযায়ী কোন শিক্ষক কিংবা শিক্ষক শ্রেণির সদস্য ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হতে পারবেন না। অথচ পাশ্ববর্তী কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে বিধি বহির্ভূত ভাবে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেন। ওই অবৈধ কমিটি অনিয়ম তান্ত্রিক ভাবে বহিষ্কারকৃত সহকারী শিক্ষক সোহরাবকে প্রধান শিক্ষক বানায়। যা সরকারি বিধি মোতাবেক বৈধ নয়। যার হাইকোর্টের রিটপিটিশন নং ১৩৬৬০/২০১৭। এত কিছুর পরেও শিক্ষা কর্মকর্তাদের প্রভাবিত করে সরকারি অংশের টাকা উত্তোলন করেন। অবৈধ ভাবে প্রধান শিক্ষক হয়ে নিজের ভাই, শ্বশুরসহ পছন্দের লোকজনদের কমিটিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে কমপক্ষে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেন। প্রমাণ হিসেবে অফিস সহকারী কাম-কম্পিউটার নিয়োগ দিয়ে সোহরাব আলী প্রার্থীর পিতার নিকট থেকে নিজ স্ত্রীর নামে জমি দলিল করে নেয়। আবারও বরাবরের ন্যায় পকেট কমিটি গঠন করার চেষ্টা করলে ২২/০৫/২২ ইং সালে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৩০ জুন ২০২২ ইং তারিখে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে তিনি দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভোটার না করে ভূয়া ভোটার বানিয়ে কমিটি করতে চান। এনিয়ে সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ১৫৬/২০২২ মামলা দায়ের করেন। যার কারণে আদালত নির্বাচন স্থগিত করেন। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য ২০/০৯/২২ ইং তারিখে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিনে তদন্ত করেন। এলাকাবাসী ও অভিভাবকগণ সঠিক তদন্তের মাধ্যমে ধূত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD