September 10, 2024, 4:41 pm
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধ্বন মৌজায় হতে বিশেষ অভিযান চালিয়ে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোক্তারুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মোঃ হারুন অর রশিদ, এসআই/ হামিদুল ইসলাম, সহযোগিতায় এসআই/ ওয়ালিউর রহমান, এসআই/ফরমান আলী, এএসআই /আশরাফুল ইসলাম, এএসআই/হাফিজুর রহমান, এএসআই /শাহ আলম, ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন মহিষখোচা ইউনিয়নের গোবর্ধ্বন মৌজায় বিশেষ অভিযান পরিচালন চালীয়ে পলাতক আসামী মোঃ মিজানুর রহমান, এর বসত বাড়ী থেকে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ মিজানুর রহমান, ঘটনার স্থান থেকে সু কৌশলে পালিয়ে যায়।
পলাতক আসামী হলে মোঃ মিজানুর রহমান, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।পলাতক আসামী বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা নং-২৭, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৯ (ক) রুজু করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোক্তারুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ইউনিয়নের গোবর্ধ্বন মৌজায় হতে বিশেষ অভিযান চালিয়ে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।