January 15, 2025, 2:38 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সংগঠন এর সদস্যবৃন্দদের উপস্থিতিতে মানবাধিকার লংঘন জনিত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সময় সংগঠন এর সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বাদশা কুমার ত্রিপুরা।
এই সময় সদস্যবৃন্দদের মধ্যে মতিউর রহমান,
কল্যাণ দেব,অপূর্ব ত্রিপুরা, জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মিঠুন সাহা,সুশীল ত্রিপুরা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাসিক মিটিংয়ের আলোচনা সভায় পানছড়িতে আইনশৃঙ্খলার অবনতি (ভারতীয় পণ্য বাজারে বিক্রি,মাদক বিক্রি ও সেবন)সিএনজি,অটোরিকশা ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে,বালু মহলের ইজারা না থাকায় অবৈধভাবে বালু উত্তোলন,অতিরিক্ত টোল আদায়,গুচ্ছগ্রামে রেশন বিতরণে অনিয়ম এর বিষয়সহ বিভিন্ন মানবাধিকার লংঘন এর বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য রাখা হয়।