June 7, 2023, 8:02 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯শে আগষ্ট)সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ২৫২ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। উক্ত ভিজিডি কর্মসূচীর আওতায় সুষ্ঠু ভাবে ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে জুলাই ও আগষ্ট ২(দুই) মাসের বরাদ্দ প্রতি মাসে ৩০ কেজি করে দুই মাসের চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ বলেন- আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর, আমি দায়িত্বে বসার পর থেকেই সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত থাকার চেষ্টা করে যাচ্ছি । আপনাদের সেবায় আমি আগামী দিনেও নিয়োজিত রাখবো। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বইলর ইউনিয়ন কে একটি আধুনিক এলাকা হিসাবে গড়তে আমি আপনাদের সার্বিক সহযোগীতা চাই।
এসময় উপস্হিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ তরফদার,ইউপি সচিব জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।