February 5, 2025, 12:58 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির কাউন্সিল ২০২২ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ৩টার সময় উপজেলা বিএনপি দলীয় কার্যালয় সম্মুখে কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,জেলা বিএনপি নেতা – ক্ষেত্র মোহন রোয়াজা,এড. আঃ মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা,এড. বেদারুল ইসলাম, মোহাম্মদ হোসেন বাবু।এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন,স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে শেষে, উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি মো বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম কে করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি কমিটি ঘোষণা করেন।