December 3, 2024, 8:53 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান। এছাড়া বিভিন্ন অফিসের কর্ম কর্তাবৃন্দ, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।