November 5, 2024, 4:25 am
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোটে সভাপতি পদে শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল সহ প্যানেলের ৪টি পদের মধ্যে ৩টি তে নির্বাচিত হয়েছে। ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ভোট অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলরদের গোপন ব্যালটের সভাপতি পদে স্বাধীন কুমার কুন্ড (দেওয়াল ঘড়ি) পান ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ভিপি মজনুর রহমান মজনু (আনারস) পান ২০৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ জুয়েল (মোরগ) ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি ভিপি মোস্তাফিজার রহমান নিলু (ফুটবল) পান ২৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ আপেল (রিক্সা) ৩০১ ভোট এবং এ্যাড.আমিনুল ইসলাম শাহীন (আম) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।