December 7, 2024, 7:45 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
ঐক্য,শিক্ষা,সংস্কৃতি, প্রগতি এই স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও পানছড়ি উপজেলা শাখার আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১১টার সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা,সুরেশ মোহন ত্রিপুরা।এতে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা।।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,পানছড়ি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনকে আরও গতিশীল করতে আগামীতে বিভিন্ন উদ্যোগ ও কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন সকলে।