May 30, 2023, 9:36 pm
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনর্বাসন/সাহায্য প্রদান উপলক্ষে ২৬ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
৩ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
এসময় ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, ৫ নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৭নং মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ৮নং ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করেন প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম।