March 25, 2025, 10:00 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনা নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার তালতলী উপজেলার পাঁচ জন ও বেতাগী উপজেলার একজন নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারমানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এতে তালতলী উপজেলার পচাকোড়ালীয়া, ছোট বগী, কড়ইবাড়ীয়া,বড় বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আলহাজ আঃ রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মোতালেব মৃধা প্রমুখ।