December 5, 2023, 3:00 pm
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার মছলিয়া ছড়া থেকে গলাকাটা মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম আব্দুর রাজ্জাক বাচ্চু বলে জানা গেছে। বাচ্চু ব্যাপারীটারী বদিজামাপুর এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।
বহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মাটিচাপা দেয়া মরদেহের একটি অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এর আগে গত সোমবার সকালে পাশ্বের জমিতে নিজেদের পাটক্ষেত কাটতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল বাচ্চু।
পরিবারের অভিযোগ পাট কাটতে গেলে মুছা নামের এক ব্যক্তি বারবার তাকে পাট কাটতে নিষেধ করেছিল। তারাই তাকে হত্যা করতে পারে। তবে পুলিশ বলছে, হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত করতে কাজ করছেন তারা।
নাগশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আমরা মরদেহ উদ্ধার করছি। এখনও ঘটনাস্থলে আছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।