April 19, 2025, 9:01 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বেতমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২ শূন্য গোলে হারিয়ে পাথরঘাটা নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এবং ট্রাইবেকারে এক শূন্য গোলে কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে হারিয়ে বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
২৭ জুলাই বুধবার সন্ধে সাড়ে ৬টায় বিজয়ী দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল বাশার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এস এম জসিম, প্রাইমারি ইন্সটক্টর প্রকাশ মন্ডল ও সহকারী শিক্ষা কর্মকর্তাগণ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
লাল সবুজের বর্ণিল রঙে রাঙিয়ে পুরো ফুটবল মাঠের চারপাশ দৃষ্টিনন্দন করেছেন আয়োজক শিক্ষা অফিসার শাহ আলম এবং তার সহযোগীরা। রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসংখ্য ফেস্টুন ব্যানার ও প্লাকার্ড। মাঠের চারপাশ জুড়ে ব্যান্ড পার্টির সানাইয়ের সুরে ব্যাপক আনন্দমুখর পরিবেশে চলছে ফুটবল টুর্নামেন্টটি।
পুরো আয়োজন সফল হওয়ায় ব্যক্তি উদ্যোগে আয়োজিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম কে ধন্যবাদ জানান অতিথি এবং উপস্থিত সুধীমহল ।
অমল তালুকদার।।