December 6, 2024, 11:29 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারালো মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই আপন ভাই-বোন। মৃত দুই ভাই বোন শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।
স্থানীয়রা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, শিশুদের বাবা আব্দুল হান্নান নতুন বাড়ির কাজের জন্য ভ্যানে করে দূর থেকে ইট নিয়ে আসছিলেন। একসময় ওই দুই শিশু ফাঁকা ভ্যান পেয়ে বাবার ভ্যানে চড়ে ইট পয়েন্টে যায়।
এদিকে কাজের ফাঁকে বাবা হান্নান ছেলে-মেয়ের কথা ভুলে গিয়ে কাজ শেষে বাড়িতে ভ্যান রেখে পাশের বাজারে যান। হঠাৎ তাদের কথা মনে পড়লে বাড়িতে গিয়ে খবর নেন।
ছেলে মেয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার সময় ইট পয়েন্টের পাশে থাকা পুকুরে খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় দুই ভাইবোনকে দেখতে পেলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান।