December 7, 2024, 9:20 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওয়াতায় ‘কারিগরি প্রশিক্ষণ একাডেমী’ ৪৫ তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষানার্থীদের কোর্স সমাপনী শেষে বিদায়ী অনুষ্ঠান হয়েছে।
গতকাল বুধবার পৌর শহরের মুন্সিপাড়া রোড গ্রামীনফোন টাওয়ারের পূর্ব পার্শ্বে বি,সি,ই এর আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে এ বিদায় অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি নুরুন নবী রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক শাহানাজ আক্তার, সাংবাদিক তারেক বাঁধন, সবুজ আহম্মেদ, ভবন মালিক রানী বেগম, প্রতিষ্ঠানের প্রশিক্ষক রবিউল ইসলাম, লাভলী আক্তার, মৃত্রিকা দাস, ছাত্র কাউসার আহম্মেদ, সাবিনা প্রমুখ। পরে অতিথিদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে রেজিষ্ট্রেশন কার্ড ও পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। তাই বাধ্যতামূলক ভাবে সকলের কম্পিউটার শিক্ষা গ্রহণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। চাকুরী, ব্যবসা বাণিজ্য, লেনদেন সকল ক্ষেত্রেই আজ কম্পিউটার ব্যবহৃত হয়ে আসছে তাই আজকের এই সময়ে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প হতে পারে না।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও