May 30, 2023, 10:10 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (গ্রাম পুলিশ) বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৬৫জন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তর করা হয়। ২৫ জুলাই সোমবার দুপুর ১টায় বানারীপাড়া উপজেলা চত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (গ্রাম পুলিশ) সাইকেল পেয়ে আনন্দের সাথে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।