March 18, 2025, 1:54 pm
আরিফ রববানী,ময়মনসিংহ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ- সাধারন মানুষের মাঝে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন এবং একই সময়ে তিনি সকলকে বিদুৎ, গ্যাস, পানি বিষয়ে অপচয় রোধে সর্বদায় সর্তক থাকার পরামর্শ দেন।
শুক্রবার (২২শে জুলাই) তিনি তার নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদর -৪ আসনের দাপুনিয়া ইউনিয়নের পশ্চিম বাজার আহলে হাসিদ জামে মসজিদে জুন্মার নামাজ আদায়কালে খুৎবাপূর্ব উপস্হিত মুসল্লিদের উদ্দ্যেশে এসব পরামর্শ দেন। পরে তিনি দাপুনিয়া বাজার ঘর মালিক ও ব্যাবসায়ী সমবায় সমিতির কার্যলয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রীর চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা: এ আজিজ ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন- সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানা তিনি । তিনি বলেন-আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরতে আপনাদের ভূমিকা রাখতে হবে ।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন দাপুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফ রব্বানী,ডা: হোসাইন আহম্মদ গোলন্দাজ, জেলা যুবলীগ যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সদ্য সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মিলন আকন্দ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রতন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা এম এ কদ্দুছ, আব্দুল শহিদ, বারেক, রাজ্জাক, ইউপি মেম্বার আনিসুর রহমান কাজল, সাবেক যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ, যুবলীগ ইউনিয়ন সহ-সভাপতি শামীম আহমেদ, যুবলীগ যুগ্মসম্পাদক ঘাগড়া ইউনিয়ন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান আনোয়ার, ৮ নং ওয়ার্ড ইউপি মেম্বার মাসুদ রানা সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্হিত ছিলেন।