February 15, 2025, 4:12 pm
মোঃ হায়দার আলী, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক ২৬ হাজার ২ শ ২৯ টি ভূমিহীন -গৃহহীনপরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।
গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবু বাশির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারন অশোক কুমার চৌধুরী প্রমূখ।
বক্তাগণ বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৮ টি বাড়ীর দলিলপত্র হস্তান্তর করা হয়। আগামীতে গোদাগাড়ীতে ৪শ ৪ টি এধরনের গৃহ নির্মান করা হবে। এ প্রকল্পের কাজটি সুন্দর, দুর্নীতিমুক্তভাবে কাজটি করা যায় এলাকার এমপি, চেয়ারম্যান, এলাকাবাসী সহযোগিতা করেছেন বলে বক্তাগণ মনে করেন।
কাউসার আলী, জোসেফ, বাসন্তি সরেন, হারেসা বেগম, আজম আলী খান, শিল্পি খাতুন, কাজলী হেমরুন, লক্ষিমনি কিংকু, মিলন আলীসহ ১৮ জনকে বাড়ীর দলিলপত্র দেয়া হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।