December 3, 2024, 9:40 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর ২কেজি করে কুরবানী গরু ও ছাগলের গোস্ত ৭৫৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
গ্লোবাল ওয়ান এর অর্থায়নে প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবার ও রংপুরে বিহারী ক্যাম্পে ঈদুল আযহা উপলক্ষে কুরবানী প্রকল্প বাস্তবায়ন নিমিত্তে দলগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর ২ কেজি করে কুরবানী গরু ও ছাগলের গোস্ত ৭৫৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
গোস্ত বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) টিএম এ মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, গ্লোবাল ওয়ান সিনিয়ার লজিস্টিক অফিসার মোঃ রমজান আলী, পিএফ এর সভাপতি মোতাহারা বেগম । বিতরণ অনুষ্ঠানে পিএফ এর টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম, ভলান্টিয়ার মোঃ রেদোয়ান রনি, ফারজানা আক্তার ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উপকারীভোগি খোরশেদ আলম বলেন, যে আমি খুব অসুস্থ ও অসহায় এই কুরবানীর গোশত পেয়ে খুব খুশি আমি অনেকদিন ধরে গরুর মাংস খাইনি। গোস্ত বিতরণ শেষে অসহায়, দুঃস্থ ও গরিব পরিবারের যাহারা উপস্থিত হতে পারেন নাই তাদের বাড়ি বাড়ি গিয়ে পিএফ এর কর্মকর্তা ও ভোলান্টিয়ারা গোস্ত পৌছিয়ে দেন।
হাসমত উল্লাহ।।