December 7, 2024, 12:12 am
রিদয় হোসেন জয়পুরহাট সদর প্রতিনিধি।।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট সদর থানা এলাকা হতে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা এলাকায় অদ্য ০৬-০৭-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত রূপনগর গুচ্ছগ্রাম (বুলু পাড়া) গ্রামস্থ মোঃ জামিরুল ইসলাম, পিতা-মৃত ফকির মন্ডল এর বসতবাড়ীর ভিতর হতে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী ১। মোঃ সুজন(২৪), পিতা-মোঃ জামিরুল ইসলাম, ২। মোছাঃ সুজাতা বেগম(৪২), স্বামী-মোঃ জামিরুল ইসলাম, উভয় সাং-রূপনগর গুচ্ছগ্রাম (বুলু পাড়া), থানা ও জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রিদয় হোসেন সদর, প্রতিনিধি, জয়পুরহাট