March 31, 2023, 6:13 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
ঈদের সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচলে আরোপ করা বিধিনিষেধ অপসারণের দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি দিয়েছে বাইকাররা।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেন পঞ্চগড় বাইকার্স ক্লাব এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের কয়েকজন বাইকার।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- যৌক্তিক কারণ ছাড়াই মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা সারাদেশের বাইকারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঢাকা শহর থেকে ঈদ উদযাপনের জন্য ঘরমুখী অনেকেই নিজস্ব পরিবহণ ব্যবহার করে থাকে; এর মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যাই অধিক। কিন্তু এই বিধিনিষেধের কারণে লাখো বাইকার পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে সমস্যার সম্মুখীন হবে বলেও উল্লেখ করা হয়।
ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব’ এর এডমিন রাফাত সাদিফ বলেন, হেলমেট এবং আনুষাঙ্গিক নিরাপত্তা উপকরণ ব্যবহারসহ ট্রাফিক মেনে চললে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সুতরাং বৈধ কাগজপত্র থাকার শর্তসাপেক্ষে হলেও আগামী ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হোক।
ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম ‘পঞ্চগড় বাইকার্স ক্লাব’ এর এডমিন রেজাউল করিম রাজু বলেন, এই বিধি নিষেধে নিজের জেলাতেও বিরম্বনার শিকার হতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, আমার বাড়ি পঞ্চগড়ে হলেও চাকুরির সুবাদে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাটোরে করেছি। এখন আমার মোটরসাইকেলে সেখানকার নম্বর প্লেট লাগানো। এই বিধিনিষেধেতো নিজ এলাকাতেও আমি মোটরসাইকেল চালাতে পারবোনা। অনতিবিলম্বে এই বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান তিনি।
এসময় পঞ্চগড় ইয়ামাহা রাইডার্স ক্লাব গ্রুপের মোডারেটর তাহমিদ সাকী, পঞ্চগড় বাইকার্স ক্লাব গ্রুপের মোডারেটর রিপন রায় এবয় কায়সার ইসলাম দিপু উপস্থিত ছিলেন।