Blog

  • জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে তারাগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভা

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে তারাগঞ্জে পোনা অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভা

    খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
    আজ কাল রবিবার ২৪শে জুলাই সকালে উপজেলা মৎস্য অফিস কর্তৃক তারাগঞ্জ উপজেলা পরিষদের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক
    সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার, সহকারি মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক প্রমূখ।

    এতে প্রায় শতাধিক মৎস্য চাষি অংশ নেয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

  • শেরপুরের ঝিনাইগাতী কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার

    শেরপুরের ঝিনাইগাতী কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার

    মোঃ তারিফুল আলম তমাল
    শেরপুর,জেলা,প্রতিনিধিঃ

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া বাজারের পূর্ব পার্শে সাইদ মিয়ার রাস্তার পাশের পুকুর থেকে রোববার বেলা সাড়ে ১২টার সময় এক কিশোরীর বস্তাবন্ধী লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ ।
    জানা গেছে এলাকাবাসী পুকুরে লাশ ভাসমান দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনা স্থলে পুলিশ পৌছে পুকুর থেকে বস্তাবন্ধী লাশ উদ্ধার করে । প্রথমে লাশটি চিহ্নিত না করতে পারলেও বিকাল সাড়ে তিনটার দিকে লাশটির পরিচয় মিলে । বাঁকাকুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোমিন মিয়ার ৫ম মেয়ে মোছা: মিম (১৪)কে দূর্বৃত্তরা হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলে রাখে । তার পারিবারিক সূত্রে জানা গেছে গত শুক্রবার ২২ শে জুলাই সন্ধার সময় বাড়ি থেকে বাঁকাকুড়া বাজারে আসলে আর বাড়িতে ফিরে যায়নি । মিমের পিতা মোমিন মিয়া জানায় মেয়েটির কিছুটা মানসিক সমস্যা আছে । খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর রহস্যের কারন জানার জন্যে পুলিশের তদন্ত হচ্ছে জানিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান । লাশটি দেখার জন্যে উৎসুক জনতার ভির জমে শোকের ছায়া বইছে । মিমের আত্বীয় স্বজনরা সঠিক বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন।

  • লালমনিরহাটে প্রফিট ফাউন্ডেশন শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত হলেন

    লালমনিরহাটে প্রফিট ফাউন্ডেশন শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত হলেন

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।

    লালমনিরহাটে শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে ২০২১-২০২২ অর্থবছরে নির্বাচিত হয়েছে কালীগঞ্জের‘ প্রফিট ফাউন্ডেশন’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের পুরস্কারের চেক দিয়েছে।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লালমনিরহাট জেলার প্রফিট ফাউন্ডেশনকে শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে তাদের ৫০ হাজার টাকার পুরস্কারের চেক নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর হাতে তুলে দেয়া হয়।

    এদিন দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা্সহ ঢাকা বিভাগের ১৬৫ যুব সংগঠনকে অনুদানের চেক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে মোট ৮৯০টি যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল অনুদান চেক দেয়া হয়েছে।লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ চেক গ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১), আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।
    অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসক ও অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন।

    কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন।

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কতৃর্ক আয়োজিত, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন, গত ২৩ জুলাই কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ – ২৯ জুলাই) উদযাপন এর প্রতিপাদ্য বিষয় ” নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এর উপর ব্যাপক আলোকপাত করে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। লিখিত বক্তব্য পাঠ করেন, কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।লিখিত বক্তব্যের উপর সাংবাদিকরা প্রস্ন করলে,উপজেলা মৎস্য কর্মকর্তা উওর দেন।

    মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুই বছর পরে কুমিল্লায় এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” এ মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের মতই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ।

    সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপনের তারিখ ও কর্মসূচি হলো – ১ম দিন ২৩ জুলাই -সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন, ২য় দিন ২৪ জুলাই – বর্নাঢ় রালী,পোনা মাছ অবমুক্তকরন,মৎস্য চাষ সম্প্রসারন ও সংরক্ষন এবং আত্ম – কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি,মৎস্যচাষী,মৎস্যজীবি,শিক্ষক,মাছ ব্যবসায়ী,সরকারী – বেসরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তা – কর্মচারীগন,মিডিয়া ব্যাক্তি বর্গের অংশ আলোচনা সভা, ৩য় দিন ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন ২৬ জুলাই অরৈধ জালের বিরুদ্ধে মোবাইল র্কোট অভিযান পরিচালনা, ৫ম দিন ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রর্দশন,৬ ষ্ঠ দিন ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষন/বিভিন্ন উপকরন বিতরন (বৈধ জাল,এআইজি,বিকল্প কর্মসংস্থানের উপকরন মৎস্য খাদ্য, উপাদন উপকরন ইত্যাদি)। ৭ম দিন ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। তবে পরিবেশ পরিস্থিতির কারনে কালীগঞ্জ উপজেলায় মাছের চাহিদার চেয়ে ১ শ ৬৫ মেঃ টন মাছ উৎপাদনে ঘাটতি আছে। কালীগঞ্জে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত করার জন্য মাছ উৎপাদন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন।এ সময় অন্যানের মধ্যে কাকিনা উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,মঞ্জুরুল ইসলাম,ফারুক হোসেন,হাসমত উল্লাহ,সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট সিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • তারাকান্দায় দিনব্যাপী ইউএনও’র ব্যাপক কর্মতৎপরতা

    তারাকান্দায় দিনব্যাপী ইউএনও’র ব্যাপক কর্মতৎপরতা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহর তারাকান্দায় রবিবার দিন ভর ব্যাপক কর্মতৎপরতায় কাটিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত । এদিন সকাল থেকে সারাদিন বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এবং ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক এনামুল হক এর নির্দেশনায় তারাকান্দা উপজেলার শহীদ মিনার চত্বরের ফল ব্যবসায়ীদের উচ্ছেদ পরবর্তী পুনর্বাসনের লক্ষে জায়গা পরিদর্শন করেন ইউএনও মিজাবে রহমত।এসময় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের তার সাথে উপস্থিত ছিলেন।

    এছাড়াও, তিনি একই দিনে শহীদ মিনার চত্বরের বাইরের অংশে বৃক্ষ রোপনের লক্ষে পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাকে নির্দেশনা দেন।

    পরে তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে এমন পরিস্থিতি সমাধানের লক্ষে সরেজমিনে পরিদর্শণ সহ বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। মূলত কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসায়িক কর্মকাণ্ড কে এগিয়ে নিতে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেন। এসময় তার সাথে কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আজাহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সম্মানীত সকল ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে স্বচ্ছতার সহিত প্রকল্পের কাজ সম্পন্ন করে জনপ্রশাসনকে জনকল্যাণে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নব গঠিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    রবিবার ২৪শে জুলাই সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নাম্বারে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মি নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

    পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এ সময় ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন সহ নব গঠিত উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, কেউ যদি দূর্নীতি, অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেন না। বিগত ১৯বছর পর সম্মেলনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে। বিগত দিনের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দূর্নাম মুছতে টেন্ডারবাজ, হাইব্রীড মুক্ত কমিটি গঠন করার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। আগামী দিনে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা উন্নয়নের মহা-কারিগর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে দলকে সুসংগঠিত করতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কমিটিতে স্থান করে দেওয়া হবে।

  • ত্রিশালে বঙ্গবন্ধু ও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে উপজেলা  আ’লীগের মিলাদ ও দোয়া।।

    ত্রিশালে বঙ্গবন্ধু ও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে উপজেলা আ’লীগের মিলাদ ও দোয়া।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামীলীগের সকল প্রয়াত নেতাদের স্বরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    ২৩জুলাই বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের
    উদ্যোগে স্থানীয় সরকারি নজরুল কলেজ গেইট দরিরামপুর মার্কেট এর দ্বিতীয় তলা দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,উপজেলা আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন খোকন, হারুন অর রশিদ,আব্দুল বাতেন,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম পারভেজ, উপজেলা কৃষকলীগ সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইব্রাহীম খলিল নয়নসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছেন তাই ত্যাগী নেতাদের খোঁজে বের করে তাদেরকে মূল্যায়ন করবো। সভাপতি আবুল কালাম তাঁর বক্তব্যে বলেন, আমি অতীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আপনাদেরকে নিয়ে দল পরিচালনা করেছি দীর্ঘদিন । দল আমাকে যাচাই -বাচাই করে সভাপতি নির্বাচিত করেছেন।আমি আপনাদের সহযোগীতা চাই। আগামী দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে ত্রিশালে একটি সু-সংগঠিত আওয়ামীলীগ গড়ে তুলার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন পুরণে বাংলার মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, মানবতার ফেরিওয়ালা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।

  • কেন্দুয়ায় এই প্রথম পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স

    কেন্দুয়ায় এই প্রথম পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    কাঠ, কয়লা পুড়িয়ে ইট তৈরিতে পরিবেশের জন্য
    দুর্ষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশে জন্য পরিবেশবান্ধব হতে পারে কংক্রিট ব্লক ইট। তাই নেত্রকোনার কেন্দুয়ার আশুলিয়া ইউনিয়নে এই প্রথম ইটের বিকল্প পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স নামের একটি প্রতিষ্ঠান।

    শনিবার বিকালে পরিবেশ বান্ধব এই কারখানা পরিদর্শ করেছেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।

    এ সময় তিনি পুরো কারখানা ঘুরে দেখেন এবং এ কারখানা আরও সমৃদ্ধ করার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

    আশুজিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে আনোয়ার হোসেন উজ্জল নামে এক ব্যবসায়ী গড়ে তুলেছে এডভান্স ইকো ব্রিকস কারখানা।

    এমপি অসীম কুমার উকিল পরিবেশ বান্ধব ব্রিকস কারখানা পরিদর্শন করায় কারখানার সিও মোঃ আনোয়ার হোসেন খুবই আনন্দিত হন এবং সংসদ সদস্যকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    বালি, সিমেন্ট,নূড়ি পাথর ও ক্যামিক্যাল মিশিয়ে উন্নত মেশিনের মাধ্যমে তৈরী হচ্ছে বিভিন্ন সাইজ ও আকৃতির হলো ব্লক। একটি ব্লক সমান পাঁচটি ইট। এতে নির্মান কাজে সময় অনেক কম লাগে। শ্রমিক ও খরচ কম হয়। এই ব্লক লাল ইটের তুলনায় ওজনে কম হওয়ায় ভবনের ওজন ৮% পর্যন্ত কম হয়। হলো ব্লক দিয়ে তৈরী ভবনের ওজন কম হওয়ায় নির্দিষ্ট মাত্রায় ভুমিকম্প সহনীয় হয়। এর প্রধান বৈশিষ্ট হলো স্থায়িত্ব বেশী, কম নির্মান খরচ,দ্রুত নির্মান, ও পরিবেশ বান্ধব।

    সম্পূর্ন অটোমেটিক মেশিন দ্বারা উচ্চ চাপ ও ভ্রাইবেশনের মাধ্যমে হলো ব্লক,কনক্রিট হলো ব্লক,সিমেন্ট ব্রিকস তৈরী করা হচ্ছে ।
    ফলে ইটের চেয়ে অনেক শক্তিশালী হয়। তাছাড়া অগ্নি তাপ ও শব্দ দুষন রোধ করে। একটি ব্লক সমান পাঁচটি ইট,ফলে নির্মান খরচ ৩০% অথবা ;;৪০% কম হয়। তাছাড়াও প্লাস্টার ছাড়াও হলো ব্লক দিয়ে তৈরী বাড়ির দেয়াল সুন্দরভাবে স্থাপত্য সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। এতে নান্দনিকতা অনেক গুণ বৃদ্ধি পায়।

    আশুজিয়া এডভান্স ইকো ব্রিকসের ডিরেক্টর মোঃ তোফাজ্জল হোসেন তপু রোববার (২৪জুলাই) দুপুরে জানান, ইকো ব্রিকস কারখানায় বর্তমানে ১৪ জন স্টাফ কাজ করছে।

    এ প্রতিষ্ঠানের ইন্জিনিয়ার মামুন জানান, প্রতিঘন্টায় ২০০ হলো ব্লক,সিমেন্ট ব্রিকস উৎপাদন করতে পারে। অতি দ্রুত এসব উৎপাদিত পরিবেশ বান্ধব ব্রিকস বিক্রয় কাজ শুরু হবে।

    এডভান্স ইকো ব্রিকসের সিও মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে আলাপকালে জানান,এ কারখানায় দক্ষ ইন্জিনিয়ার দ্বারা মান নির্ণয় করার মাধ্যমে পরিবেশ বান্ধব ইট উৎপাদন করা হচ্ছে। বর্তমান সরকার পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রীর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান “বাংলাদেশ হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট” এর সার্বিক সহায়তায় পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রী প্রস্তুত কল্পে কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে এডভান্স ইকো ব্রিকস কারখানা গড়ে তুলে যাত্রা শুরু করেছি।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোন থেকে।

  • বরগুনার তালতলীতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

    বরগুনার তালতলীতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে গভীর রাতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ।

    শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে । সেখান থেকেই আশপাশের আরও ৭টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাালতলী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ভোর ৫ টার দিকে। তবে এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের রাত আনুমানিক আড়াইটার দিকে জব্বার নামের এক স্টিল সিলভার ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আরও ৭টি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানালে তারা প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসে ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    এই আগুনে একটি সিলভারের শোরুম, দুটি মুদি দোকান, দুটি ফার্মেসি, একটি বয়লারের মুরগী , একটি ফার্নিচারের দোকানসহ মোট ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য টুকু সিকদার।

    এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার দুই ঘণ্টায়ও তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে পারেনি ফায়ার সার্ভিস। যেখানে তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাগে। ফায়ার সার্ভিসের লোকজন যদি সময় মতো ঘটনাস্থলে আসতো তাহলে আমাদের এতো ক্ষয়ক্ষতি হতো না।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জব্বার হাওলাদার বলেন, ‘সব সহায়সম্পত্তি বিক্রি ও ঋণ করে বছরখানেক আগে একটি সিলভারের শোরুম ও দোকান দেই। রাতে আগুন লেগে দোকানটি পুড়ে গেছে। এতে আমার শেষ সম্বলটুকু এখন ছাই হয়ে পড়ে আছে। আমি পথে বসে গেলাম। তিনি আরও বলেন, আমার প্রায় ৭৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

    তালতলী ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আহসান হাবিব বলেন, আমরা ৩টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই সাড়ে ৪টার দিকে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। এ ছাড়াও স্থানীয়দের ও ব্যবসায়ীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহীন। তবে ৮টি দোকান পুড়ে গেছে।

  • জেলায় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান

    জেলায় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান

    মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মধুপুরের পুন্ডুরা গ্রামের কৃতিসন্তান রোকনুজ্জামান রন্জু। তিনি মা ও প্রসুতী সেবায় পেশাদারিত্বে বিশেষ অবদান রাখার জন্য টাগাইল জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চাকুরীরত আছেন। তিনি বিশ্ব জনসংখ্যা দিবসে এ পুরুস্কার পান। পুরস্কার হিসেবে তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। রোকনুজ্জামান রনজু টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মধুপুর পৌরসভার প্রথম মহিলা কাউন্সিলর মিসেস রোকেয়া বেগম ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সাবেক ল্যাবটেকনোলজিষ্ট) মরহুম আব্দুল হাকিম এর বড় সন্তান। তার এ সফলতায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।