Blog

  • মোংলায় দুর্বৃত্তরা গলায় দাঁ ধরে ও চেতনাশক স্প্রে করে লুটে নিয়েছে স্বর্ণালংকার ও টাকাসহ মালামাল

    মোংলায় দুর্বৃত্তরা গলায় দাঁ ধরে ও চেতনাশক স্প্রে করে লুটে নিয়েছে স্বর্ণালংকার ও টাকাসহ মালামাল

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে ও ধারালো অস্ত্র ধরে লুটে নিয়েছে একটি সংখ্যালঘু পরিবারের স্বর্ণাংকার, টাকাসহ অন্যান্য মালামাল। ঘটনার রাত সাড়ে তিনটা থেকে এখনও পর্যন্ত অচেতন রয়েছেন ওই পরিবারের চার সদস্য।
    উপজেলার চিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখাল এলাকার বাসিন্দা ভুক্তভোগী হরেন রায় ও তার ভাই শ্যামল রায় জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের খাবার পেয়ে বাড়ীর কর্তা হরেন রায় পাশ্ববর্তী তার চিংড়ি ঘেরে চলে যান। এরপর রাত সাড়ে তিনটার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা তার স্ত্রী মনোরমা রায়, ছেলে অলোক রায়, রতন রায়, রতন রায়ের স্ত্রী লিনা রায়কে ঘুম থেকে ডেকে সজাগ করেন। এরপর তারা ঘরের লোকজনের গলায় দাঁ ধরে নাকে-মুখে স্প্রে করেন। স্প্রেতে অচেতন হওয়া আগেই দাঁয়ের মুখে জিম্মি করে ঘরে থাকা আড়াই লাখ টাকা মুল্যের রুলি, চেইন, কানের দুল, হাতের শাখার বাঁধানো স্বর্ণের গহনা, ল্যাপটপ ও নগদ কয়েক হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পরে শুক্রবার ভোরে হরেন ঘরে এসে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তারপর হরেন তার ভাই শ্যামলকে সাথে নিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দেখে বাড়ী নিয়ে যাওয়ার জন্য বলেন। হরেন ও শ্যামল বলেন, হাসপাতালের চিকিৎসক বলেছেন, এর কোন চিকিৎসা নেই, তাদেরকে চেতনানাশক স্প্রে করায় ঘুমেরভাব রয়েছে। চেতনাশকের ক্রিয়া কেটে গেলে ঘুমের রেশও কমে যাবে, তখন এমনিতেই তারা চেতন ফিরে পাবেন। এরপর সকালেই হাসপাতাল থেকে আমরা তাদেরকে বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাদের চেতন হয়নি, এখনও চারজনই অচেতন রয়েছেন। ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি মেম্বর মোঃ ইলিয়াছ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে, ওই বিষয়ে পরে কথা বলবো বলে ফোন রেখে দেন।
    মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানায়নি, কোন অভিযোগও দেয়নি। ভুক্তভোগীরা জানালে কিংবা অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ১০ বছরে বাঘ বেড়েছে আটটি – শরীফ জামিল

    সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ১০ বছরে বাঘ বেড়েছে আটটি – শরীফ জামিল

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    বাঘের বংশ এমনি এমনি বেড়ে যাবে না। সুন্দরবন যদি ভালো না থাকে তাহলে বাঘ বেড়ে গেছে বললেও গ্রহণযোগ্য হবে না। সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাজেই বাঘের সংখ্যা বেড়েছে কী বাড়েনি সেটা সুন্দরবন দেখলেই বোঝা যায়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বাঘ বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ প্রতিপাদ্যে বাঘ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার দাবিতে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রদর্শিত হয় গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা। ছিল সুসজ্জিত বাদকদল। র‍্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকা থেকে আগত পরিবেশ ও জলবায়ু বিষয়ক তরুন গবেষক ইভান টিমস, বাপা’র কেন্দ্রিয় নেতা তোফাজ্জেল সোহেল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, জিটিভি’র সিটি এডিটর রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন রুমা, সমাজ কল্যান ও উন্নয়ন সংস্থার জেসমিন প্রেমা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবনের মৎস্যজীবি বেলায়েত সরদার, বাপা নেতা ইস্রাফিল বয়াতি, কমলা সরকার, প্রমূখ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, ‘সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিগত ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা থাকলে তা হয়নি। ১০৬ টির জায়গায় বেড়ে হয়েছে ১১৪টি। ১০ বছরে বাঘ বেড়েছে আটটি, যা হওয়ার কথা ২১৬টি। নিয়মিত বংশ বৃদ্ধির কারণে আটটা হতে পারে। আবারও জরিপের ফলাফলেও অভিন্নতা আসতে পারে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বাঘ দিবস পালিত হয়েছে। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

  • পানছড়িতে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পানছড়িতে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আয়োজনে আগামী সেপ্টেম্বর মাসে নবগঠিত কমিটির পরিচিতি সভাকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৯ জুলাই ) বেলা সাড়ে ৪টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় পানছড়ি আওয়ামী মৎসজীবী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি অরুণ কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ।

    এই সময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিমাই দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক মানজয় ত্রিপুরা, কৃষি বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক কাখারাং ত্রিপুরা,দপ্তর সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা,অর্থ বিষয়ক সম্পাদক তাপস কান্তি চাকমা,সাংবাদিক মিঠুন সাহা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎসজীবী লীগের সদস্য অপু সেন,মহিলা বিষয়ক সম্পাদক গীতা কর্মকার সহ উপজেলা আওয়ামী মৎসজীবীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করা, আগামী ১৫ আগষ্টকে যথাযথ ভাবে পালন এর জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বিশদ বক্তব্য রাখেন বক্তারা।

  • মির্জাপুরের ঐতিহাসিক শাহী মসজিদ

    মির্জাপুরের ঐতিহাসিক শাহী মসজিদ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সমসাময়িক কালে এ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণ কাজ শেষ করেন মর্মে জানা যায়। মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে । ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোঘল সম্রা্ট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির দেওয়ালের টেরাকোটা ফুল এবং লতাপাতার নক্সা খোদাই করা রয়েছে। মসজিদের সন্মুখভাগে আয়তাকার টেরাকোটার নক্সাসমুহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে – একটির সাথে অপরটির কোন মিল নেই, প্রত্যেকটি পৃথক পৃথক। মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট, প্রস্থ ২৫ ফুট এবং এক সারিতে ০৩ (তিন) টি গম্বুজ আছে। মসজিদের নির্মাণ শৈলীর নিপুনতা ও দৃষ্টিনন্দন কারুকার্য এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে।
    কিভাবে যাওয়া যায়:রাজধানী ঢাকা হতে ডে/নাইট কোচ যোগে সরাসরি আটোয়ারী উপজেলা বাস ষ্ট্যান্ড। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ। রাজধানী ঢাকা’র কমলাপুর রেল ষ্টেশন হতে সরাসরি পঞ্চগড় ষ্টেশন বা কিসমত (আটোয়ারী) রেল ষ্টেশন হয়ে বাস/রিক্সা/ভ্যানযোগে ১০/৬কিলোমিটার আটোয়ারী উপজেলা। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১ কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ।

  • জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ২ য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সবুজনগর এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম টুকু, এ্যাড. হারুনুর রশীদ, আলী মতুর্জা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম রিপন, জাহাঙ্গীর আলম, মাশরুফ হোসেন, আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত হোসেন, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ হাই, রুহুল আমিন প্রমুখ।

    এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

  • পাংশায় প্রতিবন্ধী পরিবারের পাশে We Are Bangladesh

    পাংশায় প্রতিবন্ধী পরিবারের পাশে We Are Bangladesh

    রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামে বাসিন্দা মোঃ রেজাউল করিম তার পরিবার ৬ জন সদস্যর মধ্যে ৩ জন‌ই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর যাই বা ছিল একটু বৃষ্টি হলেই ঘর দিয়ে ঝড়তো পানি। দুঃখ ও কষ্টে জীবনযাপন করছিলেন এই পরিবারটি।

    এই অসহয় পরিবারের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন We Are Bangladesh (WAB) নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন।

    এই সংগঠনের পক্ষ থেকে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটা নতুন অটোভ্যান,শিশু প্রতিবন্ধী মিথিলার জন্য একটি হুইলচেয়ার,থাকার জন্য একটা ঘর নির্মান করে দিয়েছেন এই মানবিক সংগঠনটি।

    শুক্রবার সকালে ওয়াবের এডমিন র‍্যাব কর্মকর্তা কবিরুল সাগর এই অসহায় পরিবারকে অটো ভ্যান,হুইলচেয়ার ও ঘর বুঝিয়ে দেন।

    এ সময় মোঃ রেজাউল করিম বলেন, আমার পরিবারে ৬ জন সদস্য তার মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর খুবই অসহায় জীবনযাপন করতে হতো আমাদের।We Are Bangladesh নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন আমার ও আমার পরিবারে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে আমাকে অটো ভ্যান,থাকার ঘর ও আমার ছোট প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার উপহার দিয়েছে। এখন থেকে আমি এবং আমার পরিবার সুন্দর ভাবে চলতে পারবো। যারা আমার এবং আমার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা।

    এ সময় ওয়াবের এডমিন কবিরুল সাগর জানান, We Are Bangladesh (WAB) বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন ও কর্মসংস্থান, ভিক্ষুকদের পূর্নবাসন, মসজিদ/মাদ্রাসা/এতিমখানা সংস্কার, আইনগত পরামর্শ প্রদান, রক্ত সংগ্রহ, অসহায়দের মাঝে খাবার বিতরন সহ নানাবিধ সামাজিক কাজ করে থাকি। আমরা এই সামাজিক ও মানবিক কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো।

    এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামে একটি পরিবারের সন্ধান পাই আমি। জানতে পারি এই পরিবারের ছয় জন সদস্যের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। পরে ওয়াব গ্রুপের মাধ্যমে তাদের কর্মসংস্থানের দায়িত্ব নেই। পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটা নতুন অটোভ্যান, উনার প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার ও থাকার জন্য একটা ঘর নির্মান করে দেয়া হয়।

    এ প্রসঙ্গে ওয়াবের প্রতিষ্ঠাতা এসএস আকবর জানান, ০৬ জনের পরিবারের ০৩ জন প্রতিবন্ধী এমন পরিবারকে পরিপূর্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এই পরিবারকে একটা ভ্যান, একটা থাকার ঘর একটা সেলাই মেশিন ও একটা হুইলচেয়ার উপহার প্রদান করে আলোর পথে আনতে পেরেছি বলে আনন্দিত।

  • মুন্সীগ‌ঞ্জে সিরাজ‌দিখা‌নের পলাশ পুর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    মুন্সীগ‌ঞ্জে সিরাজ‌দিখা‌নের পলাশ পুর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশ পুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    মুন্সীগঞ্জ জেলা সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশ পুর‌ে নিউ ঢাকা ইন রি‌সোট এলাকায়
    লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার
    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও লিও ক্লাব অফ ঢাকা এর যৌথ উদ্দ‌্যে‌গে ,
    আজ ২৯‌শে জুলাই ( শুক্রবার ) সকা‌লে ১১টায় সিরাজ‌দিখানের পলাশপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    সারা‌দিন ব‌্যা‌পী এই কর্মসূচির আওতায় ৫০০‌ টি বি‌ভিন্ন জা‌তের গাছ র‌োপন করা হয় ।

    এই সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দে‌লোয়ার হো‌সেন রাজা,সা‌বিয়া আহম্ম‌দে ক‌লি,ইপ্ত‌েখার উদ্দ‌িন,শাহাদত হো‌সেন, জো‌বেদা নাজ‌নিন চৌধুরী,লায়ন শিল্প‌ি,সা‌য়েম জামান এবং লিও ক্লাব অফ ঢাকা এর সভা‌পতি তাস‌ফিয়া আজাদ ও সাধারন সম্পাদক সা‌কিবুর রহমান সহ এলাকা গন‌্যমান‌্য ব‌্যাক্ত‌িবর্গ উপস্হ‌িত ছি‌লেন ।

  • শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব।

    শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব।

    এইচ,এম রাজিব।।

    মাগুরার শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব। শালিখা উপজেলা ছাত্রলীগে এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় তিন ডজন প্রার্থীর দৌঁড়ঝাপ দেখা যাচ্ছে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিহাদ আল হাসান সাকিব প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে রয়েছে। ছাত্রত্ব, বয়স, দলীয় শৃঙ্খলা ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকাসহ বিভিন্ন দিক বিবেচনায় নেতৃত্বের যোগ্য হিসেবে জিহাদ আল হাসান সাকিব গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

    খোঁজ নিয়ে জানা গেছে,জিহাদ আল হাসান সাকিব শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্যার ছোট ছেলে। তার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্য আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
    তিনি এসএসসি ২০১৪ ব্যাচ,এইচএসসি ২০১৬ এবং অনার্স ৪র্থ বর্ষ ব্যবস্থাপনা(চলমান ) বিভাগ,মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ,মাগুরায় বর্তমান পড়াশোনা করছেন।

    ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বলে জানা যায়।

    জিহাদ আল হাসান সাকিব উপজেলার শতখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে সততার সাথে কাজ করে আসছেন বলে জানান শতখালী ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্র রাজনীতির পাশাপাশি এই ছাত্রনেতা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছে ও তিনি ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে কারা বরন করেছিলেন বলে জানা যায়।

    জিহাদ আল হাসান সাকিব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাকে অনুপ্রাণিত করে। যেকারণে ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতি পছন্দ করি, এখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে জেলার নেতাদের নির্দেশ মতে রাজপথে সামনের সারিতে থেকে তৃণমূল কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আর দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা পালন করে আমি ছাত্রলীগের রাজনীতি করে যেতে চাই।

  • রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

    হেলাল শেখঃ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া (৭৬)। তিনি গতকাল বুধবার (২৭ জুলাই ২০২২ইং) দিবাগত রাত ১২ টার দিকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার জানাযা পরান মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, এ সময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারসহ আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন।
    জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের মৃত চাঁন মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া। মৃত মোতালেব মিয়া তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়ার একমাত্র ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩), মেয়ে মোছাঃ ডলি ও মোছাঃ সাথী জানান, তাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন, বাবার কাছ থেকে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো।
    আশুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের সঙ্গীয় ফোর্স ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ সম্মান প্রদর্শন করা হয় মৃত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়াকে। গত রাতে এই বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যুর পর শত শত মানুষ তাকে শেষ দেখা দেখতে আসেন এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রান মসলমানগণ দোয়া করেন, আজ জানাযা শেষে তাঁকে স্থানীয় মানিকগঞ্জ পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

  • পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জি এম কামরুল হাসান, শিবানন্দ রায় ও গপ্ফার খাঁ, যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমান ও জি এম বাশারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক কিনু, সুজন রায়, এস এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ, সাংবাদিক বি সরকার, অমল রাজ মন্ডল, পঙ্কজ বিশ্বাস, পলাশ রায়, উজ্জল মন্ডল, সমারেশ বিশ্বাস, মনোজ কুমার মন্ডল, বাশারুল ইসলাম বাচ্চু, গৌতম রায়, শেখ মোস্তফা আল-তারিক, অসিত কুমার মন্ডল, সঞ্জিব মন্ডল, নিউটন মিস্ত্রী, মোঃ কামরুজ্জামান, তেজেন মন্ডল, ডাঃ সমীরন সরদার, মোছাঃ শাহানারা, যতিন্দ্র নাথ সরদার, জগন্নাথ, মোঃ রফিকুল, সুকান্ত গাইন, দিবস রায়, শেখ আকবর হোসেন, বাসুদেব সরদার, শিহাব হোসেন বাবু, বাবু মন্ডল, ইউনুছ আলী, জয়দেব, গপ্ফার। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্র্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিনের কেক কাটা হয়।