April 25, 2024, 1:16 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নড়াইলে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার বিতরণ স্বরূপকাঠিতে ধর্ষনের অভিযোগে চেয়ারম্যানের ভাগনে গ্রেফতার গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় প্রভাবশালী দলের দুই যুবক গ্রেপ্তার মরনবাধ ও ভারতের বৈরী আচরণের প্রভাবে মহানন্দা নদীর বেহাল দশা বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম খালেদ হোসেন স্বপন এর সমার্থনে সভা নলছিটিতে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নে শত্রুতা করে ফসলের ক্ষতি করার অভিযোগ তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষের পাশে ভালুকার ওসি কামাল সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কেশবপুরে বিএনপি নেতা পৌর কাউন্সিলর ব্যক্তিগত উদ্যোগে ৪ হাজার পিচ স্যালাইন বিতরণ
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

হেলাল শেখঃ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া (৭৬)। তিনি গতকাল বুধবার (২৭ জুলাই ২০২২ইং) দিবাগত রাত ১২ টার দিকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার জানাযা পরান মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, এ সময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারসহ আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের মৃত চাঁন মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া। মৃত মোতালেব মিয়া তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়ার একমাত্র ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩), মেয়ে মোছাঃ ডলি ও মোছাঃ সাথী জানান, তাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন, বাবার কাছ থেকে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো।
আশুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের সঙ্গীয় ফোর্স ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ সম্মান প্রদর্শন করা হয় মৃত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়াকে। গত রাতে এই বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যুর পর শত শত মানুষ তাকে শেষ দেখা দেখতে আসেন এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রান মসলমানগণ দোয়া করেন, আজ জানাযা শেষে তাঁকে স্থানীয় মানিকগঞ্জ পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD