Blog

  • ঝিনাইদহ  মা-দকের এক অঘো-ষিত রাজধানী

    ঝিনাইদহ মা-দকের এক অঘো-ষিত রাজধানী

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ভারত থেকে চোরাইপথে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও কোকেন ঢুকছে প্রতিনিয়ত। শুধু শহর নয়, এখন গ্রাম-গঞ্জের চায়ের দোকান, হাট-বাজার এমনকি স্কুল-কলেজের আশপাশেও পৌঁছে গেছে এসব নেশাদ্রব্য। ভারতীয় সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক প্রবাহ ঠেকানো কঠিন হয়ে পড়েছে। ঝিনাইদহ জেলা যেন মাদকের এক অঘোষিত রাজধানীতে পরিণত হয়েছে।

    ভারতীয় সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের সড়ক পথ ব্যবহার করে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় মাদক প্রবেশ করছে। মাদক কারবারিরা অভিনব কৌশলে মাদক পাচার করছে। কখনো খাদ্যে সামগ্রীর বস্তার ভেতরে, কখনো শাক-সবজির চালানে, আবার কখনো মোটরসাইকেলের বিশেষ গোপন চেম্বারে।জেলা পুলিশের তথ্যমতে, গত এক বছরে মাদক সংক্রান্ত মামলার সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৫০০ জনের বেশি। তবে শাস্তি পেয়েছে হাতে গোনা কয়েকজন। জানা গেছে, ঝিনাইদহের ৬টি উপজেলায় অন্তত চার শতাধিক মাদকের স্পট রয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ স্পটই বেশি।

    বিকেল থেকে ওই সকল স্পটে মাদকসেবীদের মোটরসাইকেল মিছিল শুরু হয়। জমজমাট মাদকের আসর চলে মধ্যরাত পর্যন্ত। সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হাত বাড়ালেই এখন পাওয়া যায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, দেশি-বিদেশি মদ ও চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক।
    সম্প্রতি এ সকল মাদক সহজলভ্য হওয়ায় কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরা তা গ্রহণ করছে। এমনকি বেশি টাকা খরচ করলে হোম ডেলিভারি পাওয়া যায় মাদকের।

    জেলাজুড়ে শক্তিশালী হয়ে উঠেছে মাদক সরবরাহকারী চক্রের সদস্যরা। মাঝে মধ্যে খুচরা কারবারিরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও রাঘব বোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
    সূত্র জানায়, জেলা শহরের চাকলাপাড়া, মহিষাকুণ্ডু, আরাপপুর, পবহাটি, ষাটবাড়িয়া, উদয়পুর, ভুটিয়ারগাতী, হামদহ, ব্যাপারীপাড়া, কাঞ্চনপুর, পাগলাকানাই, আদর্শপাড়া, মর্ডাণ মোড়, বাইপাস মোড়, আলহেরাপাড়াসহ অন্তত ৩০টির বেশি স্পটে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা। জেলা শহরের পাশাপাশি সদর উপজেলাসহ পুরো জেলায় বেড়েই চলেছে মাদকের স্পট। স্থানীয় বাসিন্দারা জানান, আইন-শৃঙ্খলা বাহিনী ও কতিপয় রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদে চলছে মাদকের কারবার। তারা চাইলে এগুলো বন্ধ করতে পারে।

    সুজনের জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, ‘মাদকের থাবা থেকে ঝিনাইদহকে বাঁচাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক প্রতিরোধ ও কঠোর আইনি প্রয়োগ জরুরি হয়ে পড়েছে। নইলে তরুণ প্রজন্মের বড় একটা অংশ নেশার অন্ধকারে হারিয়ে যাবে। যার ক্ষতি শুধু এই জেলার নয়, গোটা দেশে এর প্রভাব পড়বে।’জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক চন্দ্র মজুমদার বলেন, ‘মাদকসেবীদের মধ্যে এখন কিশোর ও তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। অভিযান চালিয়ে তাদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘নিয়মিত অভিযানের পরেও মাদক কারবারিদের মূল সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না। প্রশাসনের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘মাদক নির্মূলে পরিবার, সমাজ ও স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।’

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অ-ভিযান প-রিচালনা

    বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অ-ভিযান প-রিচালনা

    বানারীপাড়া প্রতিনিধি।।
    ”পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক” এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

    সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন।এসময়ে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ছাত্রনেতা সাব্বির হোসেন,সাংবাদিক মাসুদ হাওলাদার,বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় এডমিন প্রতিনিধি জায়েদ ইরফান সহ স্বেচ্ছাসেবীরা। পরে বিডি ক্লিনের সদস্যদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন।

    পরে সংগঠনটির সদস্যরা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

    জায়েদ ইরফান বলেন,”আমরা নিজে থেকে স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।

  • আশুলিয়ায় বিশেষ অ-ভিযানে বৈ-ষম্যবিরোধী হ-ত্যা মাম-লার চার আ-সামিসহ ১৯ জনকে গ্রে-ফতার

    আশুলিয়ায় বিশেষ অ-ভিযানে বৈ-ষম্যবিরোধী হ-ত্যা মাম-লার চার আ-সামিসহ ১৯ জনকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী হত্যা মামলার চার আসামিসহ বিভিন্ন মামলার ১৯ জনকে গ্রেফতার থানা করেছে পুলিশ।

    সোমবার (১১ আগস্ট ২০২৫ইং) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

    পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার আশুলিয়ার জামগড়া ও চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামী।

    এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসিম (২২), মোঃ মাহফুজুর রহমান (৩০) মোঃ বাদল হোসেন (৩০) মোঃ আব্দুর রহিম (৩৫), মোঃ রায়হান (২৫), মোঃ সিহাদ (২০), মোঃ আল আমিন (২১), মোঃ রাজু আহমেদ (৩৫), মোঃ স্বপন (৩২), মোঃ নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মোঃ আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মোঃ সোহেল (৪১), ও মোঃ সোহাগ পেদা (২৬)।

    পুলিশ জানায়, গত রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪জন নেতাকর্মী গ্রেফতার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী হত্যা মামলার ৪জন আসামীসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • সাংবাদিক তুহিনকে হ-ত্যার প্র-তিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্র-তিবাদ সভা দো-য়া মহাফিল

    সাংবাদিক তুহিনকে হ-ত্যার প্র-তিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্র-তিবাদ সভা দো-য়া মহাফিল

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

     রাজশাহীর পুঠিয়ায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবর (১১ই আগস্ট) বিকাল ৫ টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে পুঠিয়া সাংবাদিক সমাজের  সভাপতি দৈনিক ইনকিলাবওদৈনিক বার্তা পত্রিকার পুঠিয়া উপজেলা  প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া সাংবাদিক সমাজের সহ সভাপতি দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাজেদুর রহমান জাহিদ, সহ সভাপতি দৈনিক  সানশাইন পত্রিকার মেহেদী হাসান, পুঠিয়া সাংবাদিক সমাজের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ভরের ডাক প্রত্রিকার

     মফিজুল ইসলাম ডলার, কোষাধ্যক্ষ  দৈনিক গণধ্বনি পত্রিকারএস, এম, আব্দুর রহমান, নির্বাহী সদস্য দৈনিক কালবেলা প্রত্রিকার ইউনুছ আহাম্মেদ শিশির, সদস্য দৈনিক আমার সংবাদ পত্রিকারও ৭১ সংবাদের মাজেদুর রহমান (মাজদার) সদস্যদৈনিক যশোর সংবাদ মারসিফুল ইসলাম সুইট। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারিদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়। সভার শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী ।।

  • সাংবাদিক তুহিন হ-ত্যার আ-সামীদের ফাঁ-সির দাবি-তে রায়গঞ্জে মা-নববন্ধন

    সাংবাদিক তুহিন হ-ত্যার আ-সামীদের ফাঁ-সির দাবি-তে রায়গঞ্জে মা-নববন্ধন

    অভিজিৎ কুমার দাস বিশেষ প্রতিনিধি:
    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

    সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস ও জাতীয় দৈনিক মাতৃজগত সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব,  আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক আমার দেশের প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুজ্জামান সজল, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ।

    এ সময় রায়গঞ্জ প্রেস ক্লাব, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত সকলে উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে ‘সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিসহ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিক হত্যাকারী এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

  • সাংবাদিক তুহিন হ-ত্যা ও আনোয়ার’কে হ-ত্যা চেষ্টার প্র-তিবাদে মা-নববন্ধন ও বিক্ষো-ভ

    সাংবাদিক তুহিন হ-ত্যা ও আনোয়ার’কে হ-ত্যা চেষ্টার প্র-তিবাদে মা-নববন্ধন ও বিক্ষো-ভ

    মোঃ মিজানুর রহমান, (কালকিনি)
    মাদারীপুর প্রতিনিধি

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপারে ডাসার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এ সময় মাদারীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন চাঁদাবাজির নিউজ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংসভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।

    এতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রতিষ্ঠিত করে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই বাস্তবায়ন করতে হবে।

    এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি গাউসুর রহমান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, এশিয়ান টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি শাহজালাল, দৈনিক কালবেলা কালকিনি প্রতিনিধি নৃপুন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার বি এম হানিফ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মাসুদ হোসেন কাইউম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিমদ্দিন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, এস এম আজাদ হোসেন মুরাদ, এছাড়াও উপস্থিত ছিলেন, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবুল খায়ের বাবু, ইসমাইল খান হৃদয়, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি,আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম ভারপ্রাপ্ত সম্পাদক চঞ্চল তালুকদার, কাজী মনির হোসেন, আশরাফুল ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীব,সহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে রায়গঞ্জে মান-ববন্ধন ও প্র-তিবাদ স-মাবেশ

    সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে রায়গঞ্জে মান-ববন্ধন ও প্র-তিবাদ স-মাবেশ

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

    আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন,রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব, আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী,দৈনিক আমার দেশ এর প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা,দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির,দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুজ্জামান সজল প্রমুখ।
    এ সময় রায়গঞ্জ প্রেস ক্লাব,রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কর্মসূচিতে অংশ নেন।
    মানববন্ধনে বক্তারা অবিলম্বে ‘সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিসহ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যাকারী এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • তারাগঞ্জে আলোচিত রুপলাল হ-ত্যার ঘটনায় আ-টক ৪

    তারাগঞ্জে আলোচিত রুপলাল হ-ত্যার ঘটনায় আ-টক ৪

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে আলোচিত হত্যার ঘটনায় এখন পর্যন্ত চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল (১০ আগস্ট) রাতে বুড়ির হাট এলাকায় নিজ নিজ বাড়ী থেকে তাঁদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন- মোঃ আলেফ উদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম(৪৫), আজিজুল ইসলামের ছেলে এবাদত আলী(৩৫), মোঃ জাফর আলীর ছেলে রফিকুল ইসলাম(৪০)- সর্ব সাং- সয়ার ইউনিয়নের বুড়ির হাট বালাপুর ও ডাঙ্গাপাড়া এবং কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর খাঁন সাহেব পাড়ার আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান(২৬)।

    তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা মামলায় অজ্ঞাত আসামীর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১১ আগস্ট) তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হচ্ছে। গণপিটুনির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেস্টা চলছে এবং উপজেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা জোড়দার করা হয়েছে।

    উল্লেখ্য যে, গতকাল (৯ আগস্ট) শনিবার উপজেলার বুড়িরহাট বটতলীতে চোর সন্দেহে রুপলাল ও তার ভাগিন জামাই প্রদীপ দাস গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এই হত্যার কান্ডের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে (১০ আগস্ট) শ্রীমতি মালতী ওরফে ভারতী রাণী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নম্বর- ৪/৯৪।

  • সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে সিরাজগঞ্জে মান-ববন্ধন

    সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে সিরাজগঞ্জে মান-ববন্ধন

    এম এ সালাম,

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকরা একই সঙ্গে সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয়।আজ
    সোমবার (১১ আগষ্ট) বেলা ১১টায় মুজিব সড়কে অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

    বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোন সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

    সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের স্টার রিপোর্টার হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সভাপতি হিরক গুণ, কার্য্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি এস.এম তফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ।

    এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইছি, আপ্যান বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবির, আজকালের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌড়, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রাইজিংবিডি.কম এর জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, যুগের কথার বার্তা সম্পাদক হুমায়ুন কবির সুমন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • কয়রা উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন

    কয়রা উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন

    শেখ তৈয়ব আলী, খুলনা।।

    খুলনা কয়রা উপজেলার উদ্দোগে সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাত ইউনিয়েনের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
    জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু। প্রায় ঘন্টাব্যাপী উপজেলার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    প্রধান অতিথি এস এম বায়জীদ হোসেন বাচ্চু বলেন, আমি দীর্ঘ ১৮ বছর নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন করি। নিউইয়র্ক থেকে খুলনা জেলা বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রামের ও সভা সমাবেশে সহযোগিতা করে আসছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়রা- পাইকগাছায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করলে কয়রা ও পাইকগাছায় গত ২৫ বছরে কোন এমপি কয়রা ও পাইকগাছায় যে উন্নয়ন না করতে পারেনি। দীর্ঘ দিন যাবত কয়রা ও পাইকগাছা বাসী নদী ভাংগনসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। দল ( বিএনপি) মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হলে অনুন্নত কয়রা ও পাইকগাছার মানুষের জন্য উন্নয়ন মুলক কর্মকান্ড করবেন। অবহলিত কয়রাকে আধুনিকায়নের কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। আঠারো মাইল থেকে কয়রার সড়কের সম্প্রসারনসহ উন্নয়ন কাজ করা হবে। কয়রার সাত উপজেলায় নারীদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। বিএনপি নেতা বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনিত করলে এতো দিন জামাত- আওয়ামী লীগর এমপিদের কাছে যে প্রত্যাশা পুরন না হয়েছে তিনি একে একে তাদের সকল প্রত্যাশা পুরন করবেন বলে আশ্বস্ত করেন। কয়রার সাত ইউনিয়েনের সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্ত ভাবে তাকে খুলনা -৬ আসনে ধানের শীষের কান্ডারী হিসাবে দেখতে চায়। তিনি কয়রা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ অতি সত্বর প্রত্যাহারের জন্য বিএনপির নিতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। সর্বপরি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কয়রার সকল শ্রেনীপেশার মানুষের প্রানপ্রিয় মানুষ বাবুলকে দলের স্ব পদে বহালের জোর দাবি জানিয়েছেন।
    তিনি আরো বলেন, কয়রা ও পাইকগাছার কিছু কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে বাবুলকে দলের উর্ধতন নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন বলে অভিযোগ করেন। যাদের কারনে অত্র এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে বক্তারা।
    নিউইয়র্ক বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৭ বছর তারা বিদেশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে রেমিট্যান্স বন্ধসহ সকল আন্দোলনে নানা ভাবে অংশ নিয়েছিলেন। দেশে এবং খুলনা জেলা বিএনপির সকল সভা সমাবেশে আর্থিকসহ নান সহযোগিতা করেছেন বলে উল্ল্যেখ করেন।
    পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়েজীদ হোসেন বাচ্চু। তিনি সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে অতি সত্বর উপজেলা বিএনপির নুরুল আমিন বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে অধিষ্ঠিত করার জোর দাবি জানান। তিনি কয়রা ও পাইকগাছা উপজেলার প্রান্তিক কৃষক, শ্রমিক, জনতার দাবি কয়রার কৃতি সন্তান হিসাবে এস এম বায়েজীদ হোসেন বাচ্চুকে ধানের শীষের পক্ষে মনোনয়নের দাবি জানানো হয়।