Blog

  • নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুনের  মতবিনিময় সভা। থানা হবে দালাল মুক্ত

    নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুনের মতবিনিময় সভা। থানা হবে দালাল মুক্ত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে নবাগত পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেছেন, পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস), নড়াইল জেলার চারটি থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা, থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, থানা হবে দালাল মুক্ত। পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সকলের জন্য উন্মুক্ত। রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে নড়াইল জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ কর্মকর্তা হিসাবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা। কোন কাজের জন্য অপনাদেরও কোন দালের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নিবো।
    মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় জেলার কর্মরত প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটারদের আস্থাভাজন প্রার্থী আরজুনা কবীর

    ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটারদের আস্থাভাজন প্রার্থী আরজুনা কবীর

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী ১৭ই অক্টোবর ২০২২ইং তারিখে দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা ইতিমধ্যে শুরু করে দিয়েছে গণসংযোগ।

    ময়মনসিংহ জেলা পরিষদের (সদর,তারাকান্দা, গৌরীপুর ) সদস্য পদে পদপ্রার্থী হিসাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন সদস্য বিদায়ী জেলা পরিষদ সদস্য আরজুনা কবীর। তিনি সদস্য থাকাকালিন সময়ে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির, ঈদগাহ, স্কুল-কলেজসহ এলাকাবাসীর উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। যে কারণে আসন্ন নির্বাচনে আবারও তাকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভোটাররা।

    এছাড়াও এর আগে একবার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাবস্তায় তিনি সর্বদায় মানুষের পাশে থাকায় সমগ্র জেলায় আরজুনা কবীরের রয়েছে ব্যাপক সুনাম। দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে বই,গরীব-দুঃখীদের সহযোগীতা হাত বাড়িয়ে দিয়ে সাহায্য-সহযোগিতা পরায়ন মানুষ হিসাবে সুনাম কুড়িয়েছেন আরজুনা কবির। তাছাড়া আরজুনা কবির এর শশুর আব্দুল কাদির (কাদু চেয়ারম্যান) ময়মনসিংহের একজন সনামধন্য ব্যক্তি।যার অনেক গুণাবলি রয়েছে।জেলাব্যাপী সকলেই তাকে চিনেন।যিনি সদর উপজেলার সাবের বয়ড়া ও কেওয়াটখালী ইউনিয়নের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। শাশুড়ী রোকসান কাদের ১৩নং বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। স্বামী হুমায়ূন কবির ভুট্টো ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩নং বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে এবং ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন।

    জেলা পরিষদে গত মেয়াদে সদস্য থাকাকালীন সময়ে আরজুনা কবির তার নিজ এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন। একাধিক ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আরজুনা কবির একজন সৎ ও পরোপকারী মানুষ। তিনি আমাদের ইউনিয়নের জন্য জেলা পরিষদের পক্ষ হতে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন। আমরা আবারও তাকে জেলা পরিষদের সদস্য হিসাবে দেখতে চাই।

  • বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বানারীপাড়ার কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিসার মেডিকেলে পড়ার খরচ দেওয়ার ঘোষনা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও হারিছাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ভ্যান চালকের কন্যা হারিছার লেখা পড়ার খরচ মেটাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। প্রধান শিক্ষক আবু বকার ছিদ্দিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, সাংবাদিক কলামিষ্ট সোহেল সানি, বিটিভির সাংবাদিক সুজন হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম, সংবর্ধিত মেডিকেল ছাত্রী সাদিয়া আফরিন হারিছা প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • শালিখায় প্রাইম ব্যাংকের কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

    শালিখায় প্রাইম ব্যাংকের কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

    এইচ,এম রাজিব।

    মাগুরা শালিখা উপজেলার প্রাইম ব্যাংকের আড় পাড়া শাখায় কৃষি লোনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টার সময় আড়পাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাইম এজেন্ট ব্যাংকিং আড়পাড়া শাখার প্রোপাইটার মোঃ শহীদুজ্জামান শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান নাজির প্রাইম এজেন্ট ব্যাংকিং খুলনা বিভাগীয় প্রধান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সেলিম রেজা আড়পাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, মোঃ মুস্তাক মুন্সী আড়পাড়া প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিক ম্যানেজার প্রমূখ৷ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রাইম ব্যাংক শাখার গ্রাহকরা।

    প্রধান অতিথির বক্তব্যে ইমরান নাজির বলেন,এই প্রথম আড়পাড়াতে প্রাইম ব্যাংক নিয়ে এলো সবচেয়ে কম সময়ে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষিজীবীদের জন্য এগ্রি লোন- কৃষক। এখন খুব সহজে প্রাইম ব্যাংকের যেকোনো এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেই পাওয়া যাবে এই সুবিধা। বিভিন্ন ফসল, শাকসবজি, ফল ইত্যাদি উৎপাদনের লক্ষ্যে জমি চাষ,সার, কীটনাশক,সেচ,বীজ ইত্যাদি খরচ বহন জন্য কৃষক এবং বর্গা চাষীদের জন্য এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে অর্থায়ন। আপনারা আমাদের এজেন্ট ব্যাংকে আসবেন এবং একটা একাউন্ট খুলে লেনদেন করবেন৷ আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া।

    এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার শহীদুজ্জামান শহীদ বলেন, আমরা কৃষকের দুঃখ কষ্টের পাশে থাকতে চাই। এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কৃষকদের এগ্রি লোন দেওয়া হবে। এই লোন হবে খুবই সীমিত।আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আমাদের এজেন্ট ব্যাংকিং শাখায় আসবেন৷ আমরা আপনাদের লোন দিব। এই লোন পাবে যে সকল কৃষক তাদের মধ্যে এই গুণাবলি থাকতে হবে ৷ যেকোনো প্রকৃত কৃষক বয়স ২৫-৬০ বছরের মধ্যে৷ লোনের মেয়াদ শেষ হওয়ার সময় লোন গ্রহীতার বয়স অনুর্ধ ৬০ হতে হবে৷ স্থায়ীভাবে এজেন্ট আউটলেটের এলাকার মধ্যে বসবাসকারী অন্যান্য নিয়ম অনুযায়ী যা প্রযোজ্য। তিনি আরো বলেন,
    ব্যাবসায়ীদের জন্য সবচেয়ে কম সময়ে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য এমএসএমই লোন দেওয়া হবে। এখন খুব সহজে প্রাইম ব্যাংকের যেকোনো এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেই পাওয়া যাবে এই লোন সুবিধা।

  • নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে

    নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলা বড়তারা ইউনিয়ন পরিষদ নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
    প্রথম দিন ১ ২ ৩ নং ওয়ার্ড বাসি নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে।
    দেশের নাগরিক হিসেবে নিজেকে গড়ায় বিভিন্ন গ্ৰাম থেকে ছুটে আসেন, অনেক তরুণ তরুণী।
    তারা বলেন আমরা এই দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই আমার ভীষণ খুশি।
    নির্বাচন কমিশন বলেন আজকের মত আমাদের কাজ শেষ।
    বিগত দুদিন আমরা ৪ ৫ ৬ ৭ ৮ ৯ নং ওয়ার্ড কাজ শেষ করবো।
    অত্র ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান নতুন ভোটার হালনাগাদ সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করছি।
    তিনি আরো বলেন শৃঙ্খলা বজায় রাখতে অত্র ইউনিয়ন পরিষদে গ্ৰাম পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।
    প্রথমদিন অনেক বড় লাইনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা ভোটার হালনাগাদ ও ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
    চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন এই তরুণ তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ।
    সেখানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ ৯ ইউনিয়নের পুরুষ ও মহিলা মেম্বাররা।
    তারা দৈনিক নতুনবাজার পত্রিকা প্রতিনিধিকে জানান আমরা এই তিন দিনে , ভোটার হালনাগাদ কাজ শেষ করবো।
    সেখানে গিয়ে দেখা যায়, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা তরুণ তরুণীরা বলেন, হয়তো এই গরমের মাঝে দাঁড়িয়ে থাকা একটু কষ্টদায়ক তবু ও আমরা অনেক খুশি,
    বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাই।

  • কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা

    কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    ১৯ দিনের ধর্মঘটের পর রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।

    গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর আজ রোববার (২৮ আগস্ট) সকালে কাজে ফেরেন হবিগঞ্জের একটি বাগানের চা-শ্রমিকেরা।

    এদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন। হবিগঞ্জে মোত চা বাগানের সংখ্যা ২৩টি।

    স্থানীয় শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।’

  • লালমনিরহাটে মোটরসাইকেল ও গাঁজাসহ গ্রেফতার এক

    লালমনিরহাটে মোটরসাইকেল ও গাঁজাসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এস আই/মোঃ মশিউর রহমান,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম হইতে রংপুরগামী মহাসড়কের উপর হইতে মোঃ সরওয়ার জাহান সাগর,এর হেফাজতে থাকা ০২(দুই) কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং রানার মোটর সাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং-৪৯ ধারা – ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হতে মোটরসাইকেল ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না,  আওয়ামীলের লীগের  সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন

    দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, আওয়ামীলের লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন

    মোঃ হায়দার আলী, রাজশাহীঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলি তার সুফল ভোগ করতে শুরু করেছেন।

    ঘর এবং জমি নেই এমন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১ জন। অপরদিকে জমি আছে, ঘর নেই এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি। সর্বমোট আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে পর্যায়ক্রমে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বাড়ীর মালিকানা পাওয়া কাউসার আলী, জোসেফ, বাসন্তি সরেন, হারেসা বেগম, আজম আলী খান, শিল্পি খাতুন, কাজলী হেমরুন, লক্ষিমনি কিংকু, মিলন আলীসহ ২০ জনের দলিলপত্র দেখেন এবং কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গোদাগাড়ীর কুখ্যাত  মাদক ব্যবসায়ী  নবীন কোটি টাকার হেরোইনহ সিরাজগঞ্জে গ্রেপ্তার।

    গোদাগাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী নবীন কোটি টাকার হেরোইনহ সিরাজগঞ্জে গ্রেপ্তার।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ীর অহিদ আলী নবীনকে ১ কেজি ৩ শ ৫০ গ্রাম হেরোইন ও ১ টি মাইক্রোবাসসহ সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম, পিপিএম।
    এর আগে ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী অহিদ আলী নবীন (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা।
    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। রোববার ভোররাতে রাজশাহী থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ, ২২-৩৪৩৭) প্রাইভেট কারটির গতিরোধ করা হয়।

    এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে। পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি অহিদ আলী নবীনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত অহিদ আলী নবীন দীর্ঘ ৭ বছর যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২/৩ বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্থাবে সরবরাহ করে আসছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, টাংগাইলসহ বিভিন্ন থানায় হেরোইন ও ইয়াবার মামলা রয়েছে।
    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সদর সার্কেল জসিমউদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • মোংলায় চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে শোক দিবস পালন

    মোংলায় চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে শোক দিবস পালন

    বায়জিদ হোসেন, মোংলা প্রতিনিধিঃ
    নির্বাচন আসুক, আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ পাবে। তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কত উঁচুতে। আমাদের প্রমাণ করতে হবে না, টের পাবেন। আপনাদের দলের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদেরই আস্থা নেই। আপনাদের দলের অনেকেই তো আমাদের কাছে আসে। বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগে যোগ দিতে চায়। আওয়ামী লীগের দরজাটা খুলে দিলে দেখা যাবে যোগদানের লাইন কত বড়। শুক্রবার (২৬ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার চাঁদপাই ইউনিয়ন আ’লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভিপতি ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভিপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাছান ছোটমনি, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, পৌর আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমরান বিশ্বাস, পৌর সভাপতি মিজান তালুকদার, পৌর মহিলা যুবলীগ এর সভাপতি সুমীলীলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন হাওলাদার, ইউপি সদস্য রোকন উদ্দিন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, দুলাল ফকির, মোয়াজ্জেম মোড়ল, ইউপি সদস্য মো. সেলিম শেখ, চানমিয়া হাওলাদার, মিঠুন হাওলাদার, হেলাল ফকির, প্রমূখ। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তারা বলেন, ১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট সালভাদোর আয়েন্দে হত্যার পর বঙ্গবন্ধু কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি অনেকের কাছে উচ্চারণ করেছিলেন একটি বুলেট আমাকে পিছু তাড়া করছে। কিন্তু তার আত্মবিশ্বাস ছিল অনেক উঁচু। তিনি অনেকের কাছে বলেছিলেন এরা আমার সন্তান, এরা আমাকে মারবে না। এই হত্যাকাণ্ডের পর মঞ্চের খুনিদের আমরা চিনলাম। কিন্তু যারা পেছনে থেকে সাহস দিয়েছিলেন, কুশীলব ছিলেন তাদের ব্যাপারে জানা যায় না। সেদিন অনেকের সঙ্গে বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলেছিলেন। তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ছাড়া কেউ এগিয়ে আসেনি। এত বিশ্বস্ত বন্ধু, এতো নেতাকর্মী দলের সেদিন কাউকে দেখা গেলো না। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানন বক্তারা। এ সময় আওয়ামীলীগের উপজেলা, পৌর এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।