মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সামিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের পাশে বাঁশ কাটছিল সামিউল। এক পর্যায়ে কাটা বাঁশটি বিদ্যুতের তারে সঙ্গে লেগে গেলে সামিউল বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বাঁশের সাথে আটকে থাকতে দেখে সেখান থেকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Blog
-
বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
-
পঞ্চগড়ে ক্ষণজন্মা নায়ক রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের কিংবদন্তীতুল্য ক্ষণজন্মা নায়ক রহমান
বাংলাদেশের চিত্র জগতের ঝড়ের মত নায়ক রহমানের উদ্দ্যাম প্রবেশ। তিনি শুধু চিত্র নায়কই ছিলেন না, সফল
পরিচালকও ছিলেন। শৈশবে চঞ্চল মতি সম্পন্ন ছিলেন তিনি । শৈশবেই নাটক,থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিলেন
তিনি।এই প্রথিতযশা নায়কের ১৯৩৭ সালে আটোয়ারী থানার রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামে জন্ম। রসেয়া
প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে ঠাকুরগাও হাই স্কুলে ভর্তি হন। ঠাকুরগাও থেকে তিনি
মেট্রিক পাশ করেন। তারপর তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। দিন্জপুরে তাকে ভাল
লাগেনি পরে তিনি পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হন। তার বাবার নাম ছিল হাফেজ উদ্দীন আহম্মদ।হাফেজউদ্
দীন আহম্মদ অত্যন্ত রাগী লোক ছিলেন। পুত্রের সংগে প্রায়ই বনিবনা হতো না। পিতার সাথে কথা কাটাকাটি
করে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন। চাকুরী নিলেন ঢাকার শাহবাগ হোটেলে। শাহবাগে একটি বছর
কেটে গেল। তারপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর আব্দুল মজিদ(এস.ডি.ও)মহকুমা প্রশাসকের
মেয়ে কুমকুমকে। কুমকুমের ভাল নাম জুলেখা বানু। বিবাহের পর একটি বছর শাহবাগ হোটেলেই কেটে যায়।
১৯৫৯ সালে তিনি প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। তার প্রথম সিনেমা ‘ এ দেশ তোমার আমার ’ (১৯৫৯) ঢাকার চিত্র জগতের যাত্রালগ্নেই এই বরেণ্য চিত্র নায়ক রহমান দর্শকের হৃদয় জয় করে নেন। তার পুরো নাম আব্দুর রহমান।পরবর্তীকালে নবাগত এই রহমান নায়ক হয়ে উঠেন ঢাকার উত্তম কুমার।‘ এ দেশ তোমার আমার’ ছবিতে তিনি ছিলেন জমিদার পুত্রের চরিত্রে। অদ্যাবধি এদেশে যতগুলি সিনেমা জুটি সৃষ্টি হয়েছে
তারমধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় জুটি রহমান-শবনম জুটি। নায়ক রহমানের ‘ রাজধানীর বুকে ’ ছবিটি খুবই হিট
করে এবং গোটা পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করে। তার ছবিগুলোর মধ্যে অন্যতম হলো ‘ চান্দা ’, ‘ তালাশ ’, ‘ দর্শন ’, ‘ হারানো দিন ’, ‘ জোয়ার ভাটা ’, ‘ চলো মান গায়ে ’। তালাশ এবং চান্দা ছায়াছবি তৱকালীন সমগ্র পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রহমান অভিনীত তৃতীয় ছবি মুস্তাফিজ পরিচালিত ‘ হারানো দিন ’ মুক্তি পায় ১৯৬১ সালে যাহা দেশ-বিদেশে প্রচুর সুনাম অর্জন করে। ঐসময় শবনম- রহমান
জুটি কলকাতার উত্তম- সুচিত্রার মতো জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু হায়! ১৯৬৩ সালে ‘ প্রীত না জানে রীত ’ছবি
সুটিং এর সময় সিলেটে এক দুর্ঘটনায় তার একটি পা হারিয়ে ফেলেন। তিনি পাকিস্তানী নায়িকা দীবার
বিপরীতে ‘ মিলন ’ ছবিতে অভিনয় করেন। মিলন মুক্তি পায় ১৯৬৩ সালে, বাহানা ১৯৬৫ , ইন্দন ১৯৬৬, দর্শন ১৯৬৭ কংকন ১৯৬৯, রাজধানীর বুকে ১৯৬০ সালে। নায়ক রহমান নি:সন্দেহে প্রতিভাবান চিত্র শিল্পী এবং পরিচালক ছিলেন। রহমানের কোন পুত্র সন্তান ছিল না। তার পাঁচ মেয়ে। বড় মেয়ে লুবনা, তারপর তোনামি, চামপুল, ললি ও লোপা । পাঁচ মেয়ের মধ্যে ললি শ্রীলংকায় থাকে। বাকী চার মেয়েই আমেরিকার নাগরিকত্বপ্রাপ্ত। সাত- আট বছর ধরে এই মহা নায়ক উচ্চ রক্তচাপ জনিত কারনে চলাফেরা করতে পারেননি। অতিব দু:খের বিষয় সরকারিভাবে তার কোন খোজ-খবর নেয়া হয়নি। অবশেষে এই প্রথিতযশা মহা নায়ক শত শত ভক্তকে কাঁদিয়ে ২০০৫ সালের ১৮ জুলাই না ফেরার দেশে চলে যান। তিনি বেচে না থাকলেও শত কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন অনাদি, অনন্তকাল। মৃত্যুকালে তার ছোট মেয়ে লোপা সাথে ছিল। বর্তমানে তাঁর পারিবারিক কবরস্থান রসেয়া শায়িত আছেন। এই কদর বুঝবে না সে দেশে গুণী মানুষ কখনো জন্মায় না। নায়ক রহমানের মেয়ের হাতে প্রতিষ্ঠিত বর্তমান বাংলাদেশ এপোলো হাসপাতাল রয়েল পার্ক। -
কুড়িগ্রামে স্বাধীনতা বিরোধীর সড়ষন্ত্রে শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী (চওড়াবাড়ী) এলাকায় স্বাধীনতা বিরোধী (নিষিদ্ধ জামায়াত)’র সড়ষন্ত্রে “শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান। উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা বলছেন পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনার নির্মাণের কথা। কিন্তু তারপরেও শহীদ মিনার নির্মাণে বাধাঁ দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫৬সালে ২একর ৩২শতক জমিতে স্থাপিত হয়ে সু-নামের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ জমি অত্র প্রতিষ্ঠানে। অপরদিকে স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণে সরকারী নির্দেশক্রমে প্রতিটি বিদ্যালয়ের ন্যায় শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগম প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করা মাত্র শিমুলবাড়ী (চওড়াবাড়ী) এলাকায় স্বাধীনতা বিরোধী মৌলবাদীর সাবেক আমির সামছুল হক তার পুত্র কায়ুম মিয়া ও মাদক মামলার আসামী সফিকুল ইসলাম সড়ষন্ত্র করে স্থানীয় যুব-তরুণদের উস্কিয়ে দিয়ে “শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান করে আসছে।
শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে ২৯জুন উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় জন-প্রতিনিধিদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ মেপে খেলার মাঠ ঠিক রেখে পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনার নির্মাণের জন্য প্রধান শিক্ষক কে নির্দেশ প্রদান করেন। তারপরেও উক্ত স্বাধীনতা বিরোধীরা সরকারী নির্দেশনা কে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে আবারও শহীদ মিনার নির্মাণ কাজে বাধাঁ প্রদান করছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নষ্টসহ শিক্ষকদের হেনস্তা করার পায়তারা চালাচ্ছে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, আশেপাশের বিদ্যালয়গুলোতে শহীদ মিনার থাকলেও আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নাই। তার কারণে জাতীয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি না।
অভিভাবকরা জানান, স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা বারবার শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণে বাধাঁ প্রদান করছে। অতি দ্রুতই শহীদ মিনার নির্মাণের দাবি তাদের।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হলেও স্থানীয় কিছু মৌলবাদী ছেলেরা বারবার শহীদ মিনার নির্মাণে বাধাঁ প্রদান করে আসছে। শহীদ মিনার মানেই স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণ করা।
শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য নজির হোসেন জানান, এলাকার জামায়াত শিবিরের ছেলেরা শহীদ মিনার নির্মাণে বারবার বাধাঁ প্রদান করছেন।
শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগম জানান, সরকারী নির্দেশনা মতে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করলে এলাকার কতিপয় কিছু ছেলে নির্মাণ কাজে বাধাঁ দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা কে অবহিত করায় তারা জন-প্রতিনিধিদের নিয়ে শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ করেন। তারপরেও নির্মাণ কাজ বন্ধ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান (ভারপ্রাপ্ত) বলেন, শহীদ মিনার বারবার নির্মাণে বাধাঁর বিষয়টি জেনে উপজেলা প্রশাসন সহ বিদ্যালয়ে যাই এবং মাঠ মেপে পতাকা স্ট্যান্ডের পাশে শহীদ মিনারের জায়গা নির্ধারণ করি। পরবর্তীতে প্রধান শিক্ষক কাজ শুরু করলেও আবারও শহীদ মিনার নির্মাণে বাধাঁ আসে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি জেনেছি। শহীদ মিনার নির্মাণের বিধাঁ প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-
হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে বাস, মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মুরাদ মিয়া (২২), একই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী দিনারী বেগম (৪০), ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (২৫)। অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত ১০জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
-
ঢাকা -সিলেট মহাসড়কে বাস ও নোহা সংঘর্ষে নিহত ৩ আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি।।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগরে যাত্রীবাহী বাস ও নোহার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এর মাঝে আশংকাজনক অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
১৮ জুলাই দুপুর ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ ও আহত সূত্রে জানা যায়, ঢাকাগামী আল মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী যাত্রীবাহী নোহার সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
এসময় মহাসড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর মাঝে তিনজন নিহত হয়। যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহত চারজনকে সিলেট প্রেরণ করা হয়েছে।সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
-
মধুপুরের বিভিন্ন এলাকার মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এতে করে ফার্মেসী গুলোতে বেড়েছে নাপা বা প্যারাসিটামল ওষুধের ব্যাপক চাহিদা। আগের তুলনায় ঠান্ডা জ্বর জনিত সিরাপের দাম বেশি নেওয়ার অভিযোগও করেছেন অনেকে। চিকিৎসা সংশ্লিষ্টদের দাবি,বন্যা ও প্রচণ্ড গরমের কারণে ঘরে ঘরে মানুষ জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ছোট শিশু থেকে শুরু করে যুবক ও প্রবীণরাও এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। সিজেনারী বা ভাইরাস জনিত জ্বর সাধারণত ৩/৫ দিন স্থায়ী হয়। এই জ্বরে পরিবারের একজন আক্রান্ত হলে অন্যজনেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কিছুক্ষণ পরপর তোয়ালে বা গামছা পানিতে ভিজিয়ে শরীর মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগন। নিদিষ্ট সময়ের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক ও শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিকে বিগত দিনের তুলনায় গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কয়েকগুন বেড়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।এ জ্বরে আক্রান্ত হলে ভয়ের কোন কারণ নেই বলে জানিয়েছেন তারা।
-
লালমনিরহাটে ফেন্সিডিল উদ্ধার আসামী পলাতক
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই মৃগেন্দ্রনাথ, এসআই আনছারুজ্জামান, সঙ্গীয় এএসআই সেলিম আহমেদ, এএসআই তাজুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের লতাবর মৌজাস্থ মোঃ নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আসামীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে সকলে পালিয়ে যায়।
পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নাম্বার ১৬ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (গ) রুজু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫৮বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।
-
ক্ষেতলালে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন- হুইপ স্বপন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে
৮ কিঃ মিঃ গ্রামীন রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর ও ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ১টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পূর্ব ঘোষিত সিডিউল মোতাবেক গতকাল সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর থেকে দূর্গাপুর, কাজীপাড়া থেকে জিয়াপুর, আমিরা গ্রামীন রাস্তা, বড়াইল ইউনিয়নের মাটিহাঁস- শিবপুর গোপীনাথপুর রাস্তা, বড়তারা ইউনিয়নের টাউসাড়া মোড় থেকে ছোটতারা রাস্তা, নিমতলী মোড় থেকে শিশি নাজিরপাড়া গ্রামীন রাস্তা পাকাকরণ ও ভোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন। তুলশীগঙ্গা ইউনিয়নের তালশন ঈদগাঁ মাঠ হতে ইকরগাড়া রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, কেন্দ্রীয়
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনে সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জয়পুরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার শাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা আ’লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার
নাদিম, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও
সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এ্যাড:এসএম মোরর্শেদ রহমান, আহসান মোরশেদ পাভেল, পৌর আ’লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সহসভাপতি আবু মুসা কিং। এ ছাড়াও মামুদপর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লাসহ সকল ইউপি ও ওয়ার্ড আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বায়হাল যুব সংঘ আয়োজিত
দিবা-রান্নি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী করা হয় ।
আজ ১৮ জুলাই, ২০২২ খ্রিঃ, রোজঃ সোমবার
বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সন্ধ্যায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে ।
ফাইনাল খেলায় সাদ্দাম একাদশ বনাম রিয়াদ একাদশ দুটি দল মোকাবেলা করে। রিয়াদ একাদশ ৩-১ গোলে সাদ্দাম একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াদ একাদশ ।সেরা গোলদাতা নির্বাচিত হয় সাদ্দাম একাদশের মোঃ জিহানউক্ত খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সন্পাদক হাজী মিরাজ হোসেন মৃধা
।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আক্তার হোসেন ,মোঃজাহিদুর রহমান ,মোঃঅপু ।
আরো উপস্হিত ছিলেন ,মোঃমজিবুর হাওলাদার ,হাজি রফিক, আওলাদ হোসেন মৃধা ,মোবারক হোসেন মৃধা ,মেম্বার আমির হাওলাদার ,জয়নাল শেখ ।খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত।
তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। প্রায় এক থেকে দেড় হাজার দর্শকের সমাগম ঘটে প্রতিদিন এ দিবারাত্রি খেলা উপভোগ করার জন্য গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে দর্শকরা ধন্যবাদ জানান।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন করা হয় প্রতি বছর।
দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন সাইফুল, জিহান, রাজিব, ইমরান।খেলাটি মিডিয়া পাটনার হিসাবে দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ জেলার সব খবর ও ধলেশ্বরি টিভি।
খেলাটি রেফটির দায়িত্ব পালন করেন মোঃসুহেল। -
পটুয়াখালীর দুমকিতে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ০১
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতু টোল প্লাজা সংলগ্নে পুলিশের চেকপোস্ট করাকালীন ৩ কেজি গাঁজা সহ মুছা হাওলাদার (৪৫), নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় তাকে আটক করেছে পুলিশ।আটককৃত মুছা রাঙ্গাবালী উপজেলার বড়-বাইশদা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাজী কান্দা গ্রামের বাসিন্দা মৃত হানিফ হাওলাদারের ছেলে।
পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শহিদুল্লাহ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী,,ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল এর নির্দেশনায় এবং দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর তদারকিতে দুমকি থানার এস,আই রাজিব, এ,এস,আই রমিজ, এ,এস,আই হালিম সংগীয় ফোর্স সহ লেবুখালী টোল প্লাজা সংলগ্নে চেকপোস্ট করা কালিন অদ্য (১৮/০৭/২০২২ ইং) তারিখ আনুমানিক রাত ১২.৩০ মিনিটের সময় আসামি মুছা হাওলাদার(৪৫), কে আটক করেন। এসময় আটককৃত মুছার নিকট হইতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।