Blog

  • ঝিনাইদহে  দিনে দুপুরে কৃষকের ১শ কলা গাছ কর্তন

    ঝিনাইদহে দিনে দুপুরে কৃষকের ১শ কলা গাছ কর্তন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক কৃষকের বাগানের ১০০টি কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার দুপুরে সদর উপজেলার পবাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ নওশের আলী জানান, মকবুল হোসেন দাখীলিয়া মাদ্রাসার কাছ থেকে ১৯ শতক জমি লিজ নিয়ে একযুগ ধরে চাষাবাদ করছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে গ্রামের বাকু নামে এক ব্যক্তি দাবী করছেন জমিটি তার। অথচ তিনি মাদ্রাসার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন। মঙ্গলবার দুপুরে বাকু দলবল নিয়ে জমির প্রায় ১শটি কলা গাছ কেটে সাবাড় করে দেয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জমির পার্শ্ববর্তী বাড়ির রাবেয়া খাতুন জানান, মঙ্গলবার দুপুরে বাকু দুইজন লোক নিয়ে কলা গাছগুলো নির্দয় ভাবে কাটতে থাকে। মাদ্রসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আব্দুল মান্নান জানান, প্রায় ৩৫ বছর আগে ইদ্রিস বিশ্বাস নামে এক ব্যক্তি আমাদের মাদ্রাসার নামে ১৯ শতক জমি দান করে দলিল করে দেন। তার পর থেকে জমিটি কৃষকদের কাছে বছর চুক্তি লিজ দিয়ে আসছি। এই জমি বাকুর হতে পারে না। এ বিষয়ে থানায় মামলা করার জন্য মাদ্রাসা কর্তিপক্ষ সিন্ধান্ত নিয়েছে। বিষয়টি জানতে বাকুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সোহেল রানা জানান এ বিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম এর মৃত্যুতে শোক।

    বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম এর মৃত্যুতে শোক।

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ রশিদুল ইসলাম (৭০) অসুস্থ জনিত কারণে ১৮ জুলাই সোমবার রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

    ১৯ জুলাই মঙ্গলবার বাদ জোহর গোলাপগঞ্জ রোডের নিজ পুরাতন বাড়ি সংলগ্ন কবরস্থানে নামাজের জানাজার পূর্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যন এ্যাড. মোঃ জুলফিকার হোসেন, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যন আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধানর সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন বিদেহী আত্মার ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানায়।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি ।

  • সুজানগর পৌরসভায়  বুস্টার(তৃতীয়) ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

    সুজানগর পৌরসভায় বুস্টার(তৃতীয়) ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে ৭৫ লাখ মানুষকে কোভিড ভ্যাকসিন-১৯ প্রদান কর্মসূচির অংশ হিসেবে সুজানগর পৌরসভায়ও করোনা টিকার বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) পৌর কার্যালয়ে এ কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা । এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিল জাকির হোসেন, মুশফিকুর রহমান, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর কর্মকর্তা মাসুদ রানা,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টও আমিরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা, দেলোয়ার হোসেন বাবু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

    সুজানগরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় ২১ জুলাই ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষ্যে পাবনার সুজানগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন।মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রওশন আলী লিখিত বক্তব্যে বলেন, “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এ স্লোগানে সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে সুজানগরে ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২১ জুলাই সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের পাবনার সুজানগর উপজেলায় মোট ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সুজানগর উপজেলায় ২০ টি ,২য় পর্যায়ে ১২ টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শণের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

    রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

    এস আর মানিক.রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
    কেনা হলো পৌরসভার নামে জমি নির্মাণের জন্য করা হচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন। পৌর নির্বাচনের দেড় বছরে নাগরিক সেবা পেয়ে খুশিতে আত্বহারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর বাসি।
    পৌর এলাকার ময়লা আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। আবর্জনা রিসারপ্লিং করে ডাম্পিং স্টেশনে ক্রমন্বয়ে তৈরি হবে তেল ও গ্যাস। পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে পৌর কাউন্সিলর , কর্মকর্তা , কর্মচারীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র মোস্তাফিজুর রহমান। যেখানে কর্মকর্তা-কর্মচারীদের ৩ বছরের বেতন বকেয়া ছিল, তা ১বছরের বকেয়া বেতন দিয়ে প্রতিমাসের বেতন প্রতিমাসে পরিশোধ করা হচ্ছে। এখন প্রতিদিন করা হচ্ছে শহর পরিস্কার, রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা, চলছে ৯টি উন্নয়ন মূলক প্রকল্পের কাজ। সরকারের ভিজিএফ, টিসিবি, বয়স্কভাতা,বিধবা ভাতাও প্রতিবন্ধিভাতা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না পৌরবাসিকে।
    এ প্রসঙ্গে কথা হয় পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সাথে তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে বৃষ্ঠির পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যাবস্থা বাড়াতে হবে। যে সমস্ত এলাকায় লাইটিংয়ের ব্যবস্থা নেই সেখানে সোলার প্যানেল স্থাপন করতে হবে। সবচেয়ে পৌরবাসির চাহিদা অনুযায়ী প্রতিটি বাড়িতে পানি সাপ্লাই ব্যবস্থা করলে যেমনি বাড়বে নাগরিক সুবিধা তেমনি ভাবে রাজস্ব বাড়বে পৌরসভার।
    এব্যপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা বাড়াতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি সামজিক, সাংস্কৃতি কাজে বেশি সময় পার করছি। তিনি আরো বলেন, নির্বাচনের দেড় বছরেও সরকারি ভাবে কোন মেগা প্রকল্প পাওয়া যায়নি এ পর্যন্ত রাজস্ব আদায় করেই পৌরসভা পরিচালিত করে আসছি। পৌরসভার উন্নয়নে আমার প্লান রয়েছে প্রথমত পৌরভবন, ফুতপাতে রাস্তা ড্রেনেজ ব্যবস্থা, ঝড়েপড়া শিশুদের স্কুল মুখি করা সহ নানা পরিকল্পনা।

    এস আর মানিক
    রাণীশংকৈল ঠাকুরগাঁও

  • নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:

    নড়াইলের মৎস্য প্রজনন কেন্দ্রটিতে রেনু পোনা উৎপাদন বন্ধ রয়েছে দুই যুগেরও বেশী সময় ধরে। জনবল সংকট, পুকুরের পানি শুকিয়ে যাওয়াসহ নানা কারণে প্রতিষ্ঠানটি উৎপাদনে যেতে পারছে না। হ্যাচারির ব্যবহৃত জিনিসপত্র অযত্ন ও অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে। স্থাপনাটি পরিণত হয়েছে বখাটেদের আড্ডা আর গবাদি পশুর চারণ ভুমিতে।
    আশির দশকে নড়াইল-যশোর মহাসড়কের পাশে ৯ একর ৭৫ শতক জায়গার ওপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। ১৯৯৬ সালে কেন্দ্রটিতে মা মাছ থেকে পোনা উৎপাদিত হয়। এরপরে আর পোনা উৎপাদনে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে এই কেন্দ্রের ৮টি পুকুর। বছরের অর্ধেক সময়ই পুকুরে পানি থাকে না।
    ৫ টি পদের বিপরীতে কেন্দ্রটিতে বর্তমানে মাত্র দু’জন কর্মরত আছেন। রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে প্রজনন কেন্দ্রটির পাম্প, মটর, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হয়। বহিরাগতদের অবাধ প্রবেশের ফলে নিরাপত্তার অভাব রয়েছে।
    মৎস্য চাষিরা জানান, এই খামার স্থানীয় মৎস্যজীবীদের কোনো কাজে আসছে না ।
    জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। উৎপাদন হয় ২২ হাজার মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। জেলায় চিংড়িসহ মাছের খামার আছে ১৩ হাজার। এসব খামারে প্রতি বছর প্রায় ৪ কোটি মাছের পোনার চাহিদা রয়েছে।

  • নড়াইলে সাহা পাড়ায় মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

    নড়াইলে সাহা পাড়ায় মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

    উজ্জ্বল রায়: নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে।নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মাকফুর রহমানের গ্রেফতারকৃত ৫জনের বিরুদ্ধে আদালতে ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে লোহাগড়া আমলি আদালতের বিচারক মোরশেদুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ রিমান্ড আজ থেকে কার্যকর হচ্ছে। যেসব আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮) ও লুটিয়া নরসিংগাপুর গ্রামের কবির গাজী (৪০), তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাইদ শেখ (২৫), বাটিকাবাড়ি গ্রামের বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০) এবং বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্যার ছেলে মাসুম বিল্লাহ (৩২)। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, প্রথম দুজনকে ১৭ জুলাই এবং পরের তিনজনকে সোমবার (১৮ জুলাই) গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে রোববার (১৭জুলাই) বিকেলে বাড়ি ও মন্দির ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ইতোপূর্বে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ১৫ জুলাই রাতে দীঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে লোহাগড়া থানায় দিঘলিয়া সাহা পাড়ার বাসিন্দা কলেজ ছাত্র আকাশ সাহার নামে একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে খুলনা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার আদালত আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তির ঘটনায় শুক্রবার (১৫ জুলাই) উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের ৬টি দোকান ভাংচুর করে । একটি মন্দিরে আগুন দেওয়াসহ তিনটি মন্দির ভাংচুর করে । এছাড়া সাহাপাড়ার ৫টি বসতবাড়ী, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় স্থানীয় ইউপি মেম্বর, এক শিক্ষকসহ ৩জন আহত হয়।

  • নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক

    নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক।
    নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এম এ হাকিম (১৬) নিহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে নিহত হাকিম ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে। এ দুর্ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ’র ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদসহ দু’জন গুরুতর আহত হয়েছে।
    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র একদিন আগে রবিবার হাকিমকে তার বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে যোগে হাকিম সোমবার বিকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।
    এ বিষয়ে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

  • আওয়ামী লীগে রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য

    আওয়ামী লীগে রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দীর্ঘ নয় বছর পর মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে নতুন কমিটি ঘোষণায় দীর্ঘদিন পর আওয়ামী লীগের রাজনীতিতে রাতারাতি নাটকীয় পরিবর্তন ও ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নতুন কমিটিকে সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব,সেটাও প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। এদিকে নতুন সম্পাদকের দায়িত্ব নেয়ার পর থেকে প্রদিপ সরকার নিয়মিত সকাল-সন্ধ্যা দলীয় কার্য়ালয়ে বসে বিভিন্ন এলাকার নেতা এবং কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
    স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,নেতৃত্বে কারা এসেছে সেটা বিবেচ্য নয়, দীর্ঘদিন পর আওয়ামী কলঙ্কমুক্ত হয়েছে সেটা বড় পাওয়া। তারা বলেন, আমরা নতুন নেতৃত্ব নিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে পথ চলতে চাই, যেখানে থাকবে না কোনো বেঈমান- বিশ্বাসঘাতক ও নব্য মোস্তাক। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব সেটা প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। তারা এটাকে বড় অর্জন ও ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এবিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেন, তারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, তারা নবীন-প্রবীণ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চান।তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য একটাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাত শক্তিশালী করা। এদিকে ১৯ জুলাই মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচঁন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকারপ্রমুখ

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে সাহাপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, নড়াইল দুই আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম‌, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।