Blog

  • দেশে অহরহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছেই :পাবনায় বিএমএসএফ নেতৃবৃন্দ

    দেশে অহরহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছেই :পাবনায় বিএমএসএফ নেতৃবৃন্দ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা ঘটছেই। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান।

    তিনি পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। বুধবার বেলা ১২টায় ড্রীম প্যালেস কনফারেন্স হলে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন।

    বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর।

    বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শিবলী সাদিক সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল।

    অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, এমএস ফুড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক।

    এছাড়াও বক্তব্য রাখেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক বিপ্লবী সময়ের নির্বাহী সম্পাদক এম.এ. সালাম, সাপ্তাহিক বাঁশপত্রের বার্তা সম্পাদক আলমগীর কবির হৃদয়, সাংগঠনিক সম্পাদক জে.কে. প্রিন্স প্রমূখ।

    এসময় অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, নারী উদ্যোক্তা বর্ণা বিশ্বাস, বাসস ও ভোরের কাগজের পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, আইএনএস এর সম্পাদক হাসান আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নু, এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি আর কে আকাশ, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল হীরা, দৈনিক পাবনার আলোর সহ-বার্তা সম্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার আইন উপদেষ্টা মীর ফজলুল করিম বাচ্চু, ইউএনএস পাবনার বার্তা সম্পাদক এস.এ. পারভেজ, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার শিপলু, রেহেনা পারভীন, শারাফা বিনতে শরীফ নাবা, জান্নাতুল ফেরদৌস অনি, সোহেল রানা, মুনিম শাহরিয়ার কাব্য, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলী, সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক বসুন্ধরার পাবনা শিশির ইসলাম, রাজিব জোয়াদ্দার, আরিফ হাসান জয়, ইমতিয়াজ ভুঁইয়া, আমান উল্লাহ আমানসহ পাবনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক এসএম আদনান উদ্দিন।

  • জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল দুই পৌরসভায় নৌকার জয়

    জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল দুই পৌরসভায় নৌকার জয়

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল দুই পৌরসভার শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই প্রথম ইভিএম ভোটিং মেশিনে সকাল ৮ থেকে বৈকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

    পাঁচবিবি পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি (নৌকা মার্কা ) প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৭৯৫৪ পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্রী সাদেকুর নাহার শিখা ৫ হাজার ৪ শত ৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।

    মোট মেয়র পদে ৬ জন প্রতিদন্দ্রীতা করেছেন। ৪৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচবিবি পৌরসভায় প্রতিদন্দ্রীতা করেছেন।

    অন্যদিকে ক্ষেতলাল পৌরসভায়ও শান্তিপুর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । এই পৌরসভায় ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (নৌকা মার্কা) সিরাজুল ইসলাম সরদার মেয়র পদে ও ২ জন কাউন্সিলর প্রার্থীর কোন প্রতিদন্দ্রী প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার ২৭ জুলাই শুধু ১০ জন কাউন্সিললের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

    বুধবার রাতে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার আমিনুর ইসলাম মিয়া সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

    নিরেন দাস,জয়পুুরহাট।।

  • গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের  ইন্তেকাল

    গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী কাঁকনহাট পৌরসভার দরগা মহল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ( ৭৫) গত মঙ্গবার বিকাল ৫ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল গেছেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন ) তার পিতার নাম রজুতুল্লা মন্ডল।

    মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। আজ সকাল ১০ টার সময় কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নামাজের জানাজা ও দরগা কবরস্থানে রাষ্টীয় মর্যদায় দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, কাঁকনহাট পৌনরসভার মেয়র একে আতাউর রহমান খান, সাবেক মেয়র আব্দুল মজিদ মাষ্টার, কাঁকন পুলিশ ফাঁড়ী ইনচার্জ কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগমুক্তি’র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

    ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগমুক্তি’র জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত পর পর ৩বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া (মাষ্টার) এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৬ জুলাই ২০২২ইং) দুপুর ২টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় ইয়ারপুর ইউপি’র সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই দোয়া করেন চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়ার রোগমুক্তি কামনায়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উপদেষ্টা ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান, আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ মঞ্জু, আব্দুল কাদের দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু দেওয়ান, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রার্থী সানাউল্লাহ সানি ভুঁইয়া ও ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীর, সাধারণ সম্পাদক ছাফর শেখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া তার বাবা জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেবের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, শ্রীপুরের আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী, সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দেশের বার্তা ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকা’র বার্তা সম্পাদক পলাশ সরকার, কে এম রিজভী, দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, পলাশ হওলাদার, ইমন হোসেন, মোকাম্মেল মোল্লা সাগরসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (মেম্বার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা, মোস্তাক আহম্মেদ, মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন), আবুল হোসেন, মোঃ ফারুক মিয়া, মহিলা মেম্বার লুৎফা বেগম, ইউপি সচিব আফজাল হোসেন, সজীব হোসাইনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
    উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া বলেন, আমার বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৩বার নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া, তিনি অসুস্থতার কারণে ৪ মাসের ছুঁটি নিয়েছেন। হাফিজুর রহমান মেম্বারকে ৪ মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে, আমি আমার বাবার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে দ্রুত সুস্থতা দান করেন।
    অনুষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সৈয়দ আহমেদ ভুঁইয়া চেয়ারম্যান আমার বাবার মতো, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন। সবশেষে প্রধান অতিথি’র বক্তব্যে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, সৈয়দ আহমেদ ভুঁইয়া চেয়ারম্যান সাহেবের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো, আগামী শুক্রবার এলাকার সকল মসজিদে মসজিদে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় দোয়া করা হবে। তিনি আরও বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান সাহেবের রোগমুক্তি কামনায় যে, দোয়ার আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফারুক হাসান তুহিন। উক্ত অনুষ্ঠানে দোয়া করেন স্থানীয় বাইতুল ফালাহ জামে মসজিদের খতীব মুফতী জুনাইদ আহমেদ। এরপর প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।

  • সুজানগরের গাজনার বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।

    সুজানগরের গাজনার বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।

    এম এ আলিম রিপনঃ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে উপজেলার গাজনার বিলে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে গাজনার বিল থেকে নিষিদ্ধ ২০টি চায়না দুয়ারী জাল(৪২৭ মিটার) জব্দ করে পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী স্যারের কঠোর নির্দেশনায় ও থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি আরো বলেন, শুধু মৎস্য সপ্তাহ উপলক্ষেই নয় আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান

    পুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃপুঠিয়ায় মেডিকেলে চান্স পাওয়া রুহানাকে শিক্ষা সহায়ক উপকরণ দিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।

    মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা চেয়াম্যানের কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে রুহানার পড়াশোনার সহায়ক এসব উপকারণ ছাড়াও তার হাতে নগদ অর্থে চেক তুলে দেওয়া হয়।

    এসময় উপজেলা চেয়রম্যান জিএম হিরা বাচ্চু ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, রুহানার মামা আশরাফুল আলম তোতা ও আশরাফুল ইসলাম।

    গত ৪ এপ্রিল এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফলে রুহানা আক্তার রিংকি যশোহর মেডিকেল কলেজে চান্স পায়।

    অদম্য মেধাবী রুহানা আক্তার রিংকি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।

    ছোট বেলা থেকেই মেধাবী রুহানা আক্তার রিংকির স্বপ্ন ডাক্তার হওয়ার। ডাক্তার হয়ে সে গরিব-দুঃখী মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য।

    এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, অদম্য মেধাবী রুহানা আক্তার রিকিং আমাদের উপজেলার গর্ব। আমি বিভিন্ন মাধ্যমে তার মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি জানতে পেরে তাকে কিছু শিক্ষা সহায়ক উপকারণ ও নগদ অর্থ দিয়েছি।

    আগামীতেও রুহানার মত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে। টাকা পয়সার অভাবে কোন মেধাবীর জীবন যেন ঝরে না পরে সেজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান এ চেয়ারম্যন।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • বানারীপাড়ীয় উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ীয় উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক।। সোমবার সন্ধ্যায় রুপালী লাইফ ইনন্সিওরেন্সের বানারীপাড়া সার্ভিস সেলের মিলনায়তনে উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমডি উন্নয়ন ও প্রশাসন মোঃ মোজাম্মেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় অফিসের জিএম শাহীন মোহাম্মদ মাসুম। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি বানারীপাড়া সার্ভিস সেলের ডিজিএম (উন্নয়ন) এস মিজানুল ইসলাম, এজিএম সৈয়দ নুরুজ্জামান পলাশ, মাহিনুর বেগম, হিসাব রক্ষক আ: মন্নান প্রমূখ।#

  • দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১০আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১০আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী এবং বেলা ৩ টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত শুরু হয়।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল আলম প্রমুখ।
    বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সার্বিক তত্বাবধানে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর।
    সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, আলাউদ্দিনসহ এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তার বক্তব্যে বলেন, নাম ত্রি-বার্ষিক, কিন্তু দীর্ঘ প্রায় ১২ বছর পর হচ্ছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের মাধ্যমে যেই নেতৃত্বে আসুক না কেন, তার কারণে যেন দল প্রশ্নবিদ্য না হয়। বর্তমানে চালাক কর্মী দিয়ে দল ভরে গেছে। যে যার মত চালাকি করছে। তিনি বলেন, যে দলটির কারণে দেশ স্বাধীন হয়েছে। সমাজের এমন কেউ নাই যাদের নিয়ে ভাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকটি পর্যায়ে ভাতা দিয়ে মানুষের জীবন মানের উন্নয়ন করছেন তিনি। বাংলাদেশকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন তিনি। আওয়ামী লীগ এত কিছু করার পরেও মির্জা ফখরুলরা বলেন, তত্বাবধায়ক সরকারে ভোট দেন। তারা বলেন, দেশ শ্রীলঙ্কার মত হবে। অমার মনে হয়, দেশ শ্রীলঙ্কার মত হলে বিএনপি খুশি হবে। কিন্তু তারা যানে না শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেশ কখনও শ্রীলঙ্কার মত হবে না। কারণ শেখ হাসিনার হৃদয় দেশ প্রেমে ভরা।
    সম্মেলনের প্রধান বক্তা মনোরঞ্জন শীল গোপাল এমপি তার বক্তব্যে বলেন, অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ। যার উদাহারণ আমার নির্বাচনী এলাকা। আগের তুলনায় বীরগঞ্জ-কাহারোল উপজেলা অনেক এগিয়ে গেছে। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি বলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে এমন শক্তিশালী হতে হবে যাতে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

    দিনাজপুরে তুলা বীজ খামারের সীমানা প্রাচীর
    নির্মান নিয়ে সংবাদ সম্মেলন
    দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়ক রক্ষার দাবীতে ২৬ জুলাই মঙ্গল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলার সদরপুর গ্রামের অসহায় মানুষের সংবাদ সম্মেলন। আয়োজিত সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সেলিম আখতার।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দিনাজপুর সদর উপজেলাধীন ২নং সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামের অধিবাসী। সদরপুর গ্রামে বসবাসরত প্রায় দুই শত পরিবারের পক্ষে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা সদরপুরের যে জায়গায় বসবাস করছি তা সদরপুরের তুলা বীজ বর্ধন খামারের উত্তর দিকে অবস্থিত। ১৯৮৪ সালে ভূমি হুকুম দখলের মাধ্যমে এই খামারের কার্যক্রম শুরু করা হয়। ভূমি হুকুম দখলের সময় ৭০-৮০ বছরের বেশি সময় হতে ব্যবহৃত প্রায় ২০০ মিটার লম্বা রাস্তাটিও হুকুম দখল করা হয় এবং স্থানীয় অনেক বাসিন্দার বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত পরিবারগুলো ক্ষতিপুরণ না পেয়ে বর্তমানে অতি মানবেতর জীবন যাপন করছে।
    যে ২০০ মিটার রাস্তার কথা বলছি তা বাংলাদেশ স্বাধীন হওয়ার ২৫-৩০ বছর আগের থেকে রাস্তা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। সদরপুর গ্রামের বসবাসকারি দেড় হাজার লোকসহ আশেপাশের প্রায় তিন হাজার মানুষ দশমাইল হতে সৈয়দপুরগামী মূল সড়কে আসা-যাওয়ার জন্য ঐ রাস্তা ব্যবহার করে থাকেন। মাত্র ২০০ মিটার রাস্তার কোথাও কোন বাঁক নাই। সর্বশেষ ভূমি জরিপকালেও রাস্তাটিকে রাস্তা হিসেবেই উল্লেখ করা হয়েছে।
    বর্তমানে তুলাফার্ম কর্তৃপক্ষ তাদের হুকুম দখলকৃত এরিয়ায় প্রাচীর নির্মানের জন্য প্রস্তুতি গ্রহন করেছেন। ইট, বালুসহ নির্মান সামগ্রী জমা করেছেন। আমরা জেনেছি যে, তারা রাস্তাটিও প্রাচীর দ্বারা ঘিরে নিবেন এবং একটি বিকল্প রাস্তা ছাড়বেন। কিন্তু তারা যেভাবে বিকল্প রাস্তা দিতে চান, সেটা মোটেও গ্রহনযোগ্য নয়। আমরা এখন যেখানে মাত্র ২০০ মিটার পাড়ি দিয়ে মূল সড়কে আসা-যাওয়া করতে পারছি, সেখানে বিকল্প রাস্তায় এক থেকে দেড় কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। মাত্র ২০০ মিটারের পরিবর্তে এক- দেড় কিলোমিটার ঘুরিয়ে দেয়া যুক্তিহীন। তদুপরি বিকল্প রাস্তা খুব বেশি প্রশ্স্ত হবে না এবং রাস্তাটিতে ৮-১০টি বাঁক থাকবে। এই সমস্ত অসুবিধা নিয়ে সদরপুরের মানুষ অবরুদ্ধ হয়ে স্বাভাবিক জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়বে। তাই আমাদের দাবী তুলা ফার্ম কর্তৃপক্ষ মাত্র ২০০ মিটারের রাস্তাটি ছেড়ে দিয়েই যেন প্রাচীর নির্মান করেন। পাশাপাশি হাজিপাড়া গ্রামের উত্তর-পূর্বে ও পূর্ব-পশ্চিমে প্রাচীর তোলার সময় প্রাচীর বরাবর ১০ ফুট রাস্তা ছেড়ে তা উক্ত ২০০ মিটারের রাস্তা সাথে সংযুক্ত করার জন্যও আমরা আবেদন জানাচ্ছি।
    আমরা এই দাবী জানিয়ে একাধিকবার দিনাজপুরে ও ঢাকায় তুলা বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। লিখিত পত্রেও আহ্বান জানিয়েছি যে, বাপ-দাদার আমল হতে ব্যবহার হওয়া রাস্তা বাদ দিয়েই যেন প্রাচীর নির্মান করা হয়। আমরা বলেছি, পাকিস্তান সৃষ্টির সময় হতে এই রাস্তা ব্যবহার হয়ে আসছে এবং রাস্তা বন্ধ করা অমানবিক ও নিষ্ঠুর আচরনের সমতুল্য হবে। আইনের দিক থেকেও কখনো কোন রাস্তা বন্ধ করা যায় না। এমন যুক্তি দেয়ার পরেও কর্তৃপক্ষ আমাদের কথায় সাড়া দেয় নাই এবং আমাদের লিখিত স্মারক পত্র রিসিভ করে নাই। ২০২১ সালের ১৫ মার্চ তারিখে আমরা তুলা ফার্মকে লিখিত পত্র দিয়েছিলাম, যে পত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যানের সুপারিশ ছিল। তারা সেটি নিলেও কোন রিসিপ্ট সাক্ষর দেয় নাই। মূলত তারা গ্রামবাসীর কোন কথাই শুনছেন না। এই কারনে আমরা সদর ইউএনও বরাবর গত ৯ জুন ২০২২ ও ১৮ জুলাই ২০২২ তারিখে লিখিত স্মারকলিপি দিয়েছি। রাস্তাটি খোলা রাখার দাবী জানিয়ে মাননীয় জেলা প্রশাসক বরাবরেও গত ২০ জুলাই ২০২২ তারিখে স্মারকলিপি দিয়েছি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, তুলা বর্ধন খামার ভাল ভাবে চলুক, বড় প্রতিষ্ঠান হয়ে উঠুক এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দাবী হলো একটাই, বাপ-দাদার সময়কাল হতে তথা পাকিস্তান আমল হতে যে ২০০ মিটার রাস্তা সদরপুর গ্রামবাসী ব্যবহার করছেন তা যেন প্রাচীরের বাইরে রাখা হয়। রাস্তা বাদ দিয়ে খামারের বাকি জায়গা প্রাচীর দ্বারা ঘিরে নিলে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা এ বিষয়ে মাননীয় হুইপ মহোদয়েরও মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় রাস্তাটি সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবী জানাচ্ছি। এসময় গ্রামবাসীর পক্ষে আরো উপস্থিত ছিলেন,মো: হোসেন আলী, মো: মজিবর রহমান ও মো: বাবু সরকার প্রমুখ।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি।

  • সিংড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

    সিংড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় মো. মামুন সরকার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মামুন সরকার উপজেলার বৃকয়া গ্রামের মৃত মছির সরকারের ছেলে।

    স্থানীয়রা জানান, কয়েকবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন মো. মামুন সরকার। বেশিরভাগ সময় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকতেন তিনি। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ নাতির দোলনার দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মো. মামুন সরকার বৃকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৃকয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

    সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন সরকার মানসিক ভারসাম্যহীন হওয়ায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

  • ৯৯৯ এ কল, চোরাই মেশিনসহ আটক-৪

    ৯৯৯ এ কল, চোরাই মেশিনসহ আটক-৪

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় ৯৯৯ এ কল পেয়ে চোরাই শ্যালো মেশিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ৯৯৯ এর মাধ্যমে সিংড়া থানা পুলিশ জানতে পারে চলনবিলের প্রত্যন্ত এলাকা বিয়াশ চারমাথায় চোরাই শ্যালো মেশিন ভুটভুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৩টি শ্যালো মেশিন ও একটি ভুটভুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. কামাল হোসেন (৩০), মো. আকবর মোল্লা’র ছেলে আঃ হামিদ ওরফে জাম্বু (৩৮), একই গ্রামের মুন্টু মোল্লা’র ছেলে মো. শুভ মোল্লা (২৫) ও পাশ্ববর্তী তাড়াশ উপজেলার নামোসিলেট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মোজাহার আলী (৩০)। মঙ্গলবার দুপুরে পুলিশ আটক ৪ জনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।

    সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চোরাই মেশিনসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা কোনো চক্রের সদস্য কিনা তা তদন্ত চলছে।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।।