Blog

  • পটিয়ার রতনপুরে কাল্লোর পোয়া শাহী মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন

    পটিয়ার রতনপুরে কাল্লোর পোয়া শাহী মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর কাল্লোর পোয়া
    শাহী মসজিদে টাইলস ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
    চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্থায়নে গত ২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টায় এ
    উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাখাওয়াত
    হোসেন। এসময় উপস্থিত ছিলেন-করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত
    চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল মেম্বার, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিক
    সওদাগর, সাধারণ সম্পাদক জাবের হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ,
    মো.রিপতি, মোহাম্মদ রবি, আহমদ নুর, মো. মহিউদ্দিন, মো. পারভেজ, হাশিম,
    জামাল উদ্দিন, লিয়াজত আলী, মো. রাজা মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. জাবেদ
    প্রমুখ। চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃপক্ষ টাইলস ও মসজিদ সংস্কারের জন্য
    ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞ প্রকাশ করেন

  • পটিয়া আশিয়া শোহাদায়ে কারবালা মাহফিল

    পটিয়া আশিয়া শোহাদায়ে কারবালা মাহফিল

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
    পটিয়ার আশিয়ায় দশ দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার রাতে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর পরিচালনায় ওয়ায়েজিন হিসেবে তকরির পেশ করেন মুফতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুহাম্মদ ছানাউল্লাহ শিবলী নোমানী,মাওলানা মুহাম্মদ শাহজাহান আলকাদেরী।

    বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, আবদুর রশিদ সিকদার, সেলিম মোস্তফা, এরশাদ উল্লাহ রজায়ী।

  • ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- আবু বাকার আল কাদেরী

    ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষা- আবু বাকার আল কাদেরী

    মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ হুলাইন হযরত ইমাম হোছাইন (রাঃ) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাষ্ট পরিচালনায় গাউসিয়া বজল আহমদ ফকির এতিমখানায় ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের ৪র্থ দিনে বিশিষ্ট একটি সালাহউদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বাকার আল কাদেরী।
    মাওলানা শাহজাহান আল কাদেরী,আবদু রহিম আল কাদেরী,সরোয়ার উদ্দীন সহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন,রাসুল পরিবারের এই আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয়।
    তাঁদের এই ত্যাগ ইসলামকে করেছে আরো সমুন্নত, আরো উজ্জ্বল। ন্যায়-নীতি, ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার শিক্ষাা

  • ময়মনসিংহ নগরীতে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে ৪মামলায় জরিমানা ২১হাজার।

    ময়মনসিংহ নগরীতে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে ৪মামলায় জরিমানা ২১হাজার।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।

    বুধবার (৩রা আগষ্ট)সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে মহানগরীর বড় মসজিদ, বাসাবাড়ি মার্কেট, ট্রাংক পট্টি, তাজমহল মোড়, গাঙ্গিনারপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে দোকান বসানো,মালামাল রাখা, নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৪টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসদু রানা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গত কয়েক মাসিক মিটিংয়ে শহরের ফুটপাত দখলের বিষয়টি ধারাবাহিক আলোচিত হয়ে আসছে। দখলের কারণে নগরীতে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গত ঈদের আগেই অভিযান চালানোর কথা ছিল। ঈদের আগে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায় প্রভাব পড়ার কথা চিন্ত করে অভিযান সীমীত করা হয়েছিল।

    পরে দখলমুক্ত করার সরেজমিনে ঘোষণা দিয়ে, মাইকিং করে মুক্ত করা যায়নি। তাই অভিযান চালাতে হচ্ছে। প্রয়োজনে এ অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। দ্রুতই দখল মুক্ত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করা হলে অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে- ফুটপাত ও রাস্তা বেদখলমুক্ত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এব্যাপারে তিনি ময়মনসিংহ নগরীর সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

  • ময়মনসিংহে শোকের মাসে জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।।

    ময়মনসিংহে শোকের মাসে জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।।

    আরিফ রববানী ময়মনসিংহ।
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

    বুধবার (৩রা আগস্ট) সকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মইনুল হোসেন খান নিখিল এর আহবানে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

    জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শাহরিয়ার মো: রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, এইচ এম ফারুক সহ জেলা ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসুচিতে বৃক্ষরোপন শেষে নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচিগুলো প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। এজন্য আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক যোগে কাজ করার বিকল্প নেই। জাতীয় শোক দিবসে বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে সকল নেতা-কর্মীর এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা।এসময় নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে শোকের মাসে বৃক্ষরোপন এবং আশপাশের অস্বচ্ছলদের ফলজ,ঔষধি ও বনজ গাছ উপহার দেবার অনুরোধ জানান।

  • আশুলিয়ায় চাঁদা না দেয়ায় ৪জনকে কুপিয়ে জখম @ খুন, ধর্ষণসহ বাড়ছে অপরাধমূলক কর্মকান্ড

    আশুলিয়ায় চাঁদা না দেয়ায় ৪জনকে কুপিয়ে জখম @ খুন, ধর্ষণসহ বাড়ছে অপরাধমূলক কর্মকান্ড

    হেলাল শেখ।।
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকায় গত (৩০ জুলাই ২০২২ইং) কিশোর গ্যাং লিডার মোঃ অন্তর মীর ও তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি ও মাদক সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। একটি প্রেমের ঘটনায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় সেই দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী কায়দায় ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় আশুলিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
    এদিকে আশুলিয়ায় চুরি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে-এর কারণে আশুলিয়ায় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ নিরাপত্তাহীনতায় নানারকম অভিমত প্রকাশ করেছেন। চোরে চোরে খালাতো ভাই। কিছু পুলিশ অফিসার কর্তৃক প্রতারক ও অপরাধীদের পক্ষে কাজ করে ফায়দা নেয়ার অভিযোগও রয়েছে। প্রতারক চক্রের লিডার আদালত থেকে জামিনে আসা ব্যক্তির পক্ষে কাজ করতে গিয়ে বিবাদীদেরকে হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে।
    আশুলিয়া থানার অভিযোগ সুত্রে জানা গেছে, আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকার মোঃ সাত্তার মীরের বাড়ির ভাড়াটিয়া সাবরিনা জাহান কেয়া ও একই বাড়ির ভাড়াটিয়া সৈয়দ ফয়সাল মিয়া দ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা লাঠি, সোটা, লোহার রড, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনি ভাবে দলবদ্ধ হয়ে জামগড়া মীর বাড়ি সাকিনস্থ সাত্তার মীরের বাড়িতে প্রবেশ করিয়া ভাড়াটিয়া ফয়সাল মিয়াকে ওই বাড়ি থেকে জোরপূর্বকভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল বাড়ির ম্যানেজার শহিদুল ইসলাম বাঁধা দেয়ায় কিশোর গ্যাং সন্ত্রাসীরা ম্যানেজারসহ ৪জনকে বেদম মারপিট করে, এতে তারা গুরতর আহত হোন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীরা ফয়সাল মিয়াকে তুলে নিয়ে গিয়ে ওই এলাকার মান্নান হুজুরের মার্কেটের দোকানের সামনে তাকে রসি দিয়ে বেঁধে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে ভুক্তভোগীরা জানান। চাঁদাবাজ সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে সন্ত্রাসীরা। এ বিষয়ে ভুক্তভোগীরা মামলা করার জন্য আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
    আশুলিয়া থানার অভিযোগে অভিযুক্তরা হলো: কিশোর গ্যাং লিডার মোঃ অন্তর মীর (২৩), ফরহাদ মীর (২০), শাহেদ মীর (২৫)সহ ৭-৮ জন। সর্ব সাং জামগড়া মীর বাড়ি। উল্লেখ্য মাদক সন্ত্রাসী কিশোর গ্যাং কর্তৃক চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়। আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব এবং ঢাকা জেলা (ডিএসবি) পুলিশের কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, উক্ত ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উক্ত অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এর আগে আশুলিয়ায় কিশোর গ্যাং কর্তৃক এক কলেজ শিক্ষক হত্যা করেছে। এলাকায় গণধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চলমান রয়েছে, উদ্ধারকৃত লাশের সংখ্যা বেড়েই চলেছে। অনুসন্ধ্যানী সংবাদের ধারাবাহিক পর্ব-১।

  • আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া’কে ঘোষণা: প্রতিমন্ত্রী

    আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া’কে ঘোষণা: প্রতিমন্ত্রী

    বিশেষ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাস্টারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সুমন আহমেদ ভুঁইয়াকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছেন।
    সোমবার (১আগস্ট ২০২২ইং) বিকেল ৫টায় আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ঢাকা-১৯ আসনের এমপি তাঁর বক্তব্যে বলেন, আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন আহমেদ ভুঁইয়া একজন ভালো ছেলে, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় প্রতিটি অনুষ্ঠানে তার উপস্থিতি ও সাংগঠনিক কর্মদক্ষতা আমার খুবই ভালো লাগছে, তাই ঢাকা জেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে ঘোষণা করা হলো। এ সময় ইয়ারপুর ইউনিয়নের পর পর ৩ বার বিপুল ভোটে নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের রোগমুক্তি কামনায় দোয়া করেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আঃ কাদের দেওয়ান, লিয়াকত হোসেন দেওয়ান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ কবির, আওয়ামীলীগ নেতা সুমন আহমেদ ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসা, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান (মেম্বার), জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আ লিক কমিটির যুগ্ন-আহ্বায়ক সানাউল্ল্যাহ ভুঁইয়া সানি, সেলিম মন্ডল, ইদ্রিস আলী, নাজমুল হক ইমু, শাহীন আলম, খলিলুর রহমানসহ জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীগণ।
    এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই ২০২২ইং) দুপুর ২টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অুনুষ্ঠিত হয়। এ সময় ইয়ারপুর ইউপি’র সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার, আওয়ামীলীগসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া করেন চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়ার রোগমুক্তি কামনায়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)। এ দোয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন।
    সোমবার উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা, মোস্তাক আহম্মেদ, মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল হোসেনসহ আরও অনেকে। এ অনুষ্ঠানের প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য আওয়ামী লীগের ত্যাগী নেতা সুমন আহমেদ ভুঁইয়া, তিনি বলেন, আমার বাবা ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৩বার জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া, তাহার অসুস্থতার কারণে ৪ মাসের ছুঁটি নিয়েছেন। এখন হাফিজুর রহমান মেম্বারকে ৪ মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে, আমার বাবার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন বাবাকে দ্রুত সুস্থতা দান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীর, অনুষ্ঠানটি স ালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ছাফর শেখ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের প্রায় ৮শতাদিক নেতাকর্মী ও এলাকাবাসী। সবশেষে উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়।

  • রসায়ন বিদ পিসি রায়েরমত এ মাটিতে আর কেউ জন্ম হবে না – প্রতিমন্ত্রী কে এম খালিদ

    রসায়ন বিদ পিসি রায়েরমত এ মাটিতে আর কেউ জন্ম হবে না – প্রতিমন্ত্রী কে এম খালিদ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর জন্ম বার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন , পাইকগাছার মাটিতে এমন একজন গুনি ব্যাক্তি জন্ম গ্রহণ করেছিলেন যে পৃথিবী জুড়ে যার খ্যাতি বয়ে বেড়াচ্ছে। বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নে প্রথম এই রাড়ুলীতে তার মায়ের নামে ভূবনী মোহিনী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করেন। মঙ্গলবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বিজ্ঞানী রসায়ন বিদ পিসি রায় এর ১৬১ তম জন্মবার্ষিকী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা -কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মাহবুব হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু ওসি জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার , আঃ সালাম কেরু, আঃ মান্নান গাজী , শাহজাদা ইলিয়াস,কাজল কান্তি বিশ্বাস,কে এম আরিফুজ্জামান তুহিন প্রমূখ।

  • সুজানগরে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উধাও

    সুজানগরে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উধাও

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ডিবি পুলিশ পরিচয়ে বিল্লাল হোসেন নামে এক কসাইয়ের কাছ থেকে ২৫ কেজি খাসির মাংস লুটে নিয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে পৌরসভার চর সুজানগর গ্রামে। প্রতারিত কসাই বিল্লাল হোসেন ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। প্রতারণার শিকার কসাই বিল্লাল হোসেন জানান, এদিন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি আমার বাড়িতে এসে প্রথমে সে নিজেকে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়। এবং সঙ্গে থাকা তার ছবি সহ ডিবি পুলিশের পরিচয়পত্র দেখান। এরপর একটি অনুষ্ঠানের জন্য পাবনার পুলিশ সুপার স্যার খাসির মাংস নিতে পাঠিয়েছে বলে জানান। এ সময় ৯০০ টাকা প্রতি কেজি দরদাম ঠিক করে একটি খাসি জবাই করে ২৫ কেজি মাংস প্রস্তুত করে তাকে দেই। কিন্তু সে টাকা না দিয়ে এসপি স্যার পাবনা তার অফিস থেকে টাকা দিবেন বলে ২৫ কেজি মাংস এবং আমার কর্মচারী আব্দুল জলিলকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে পাবনার উদ্দেশে রওনা দেন। এক পর্যায়ে মোটরসাইকেল পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে প্রতারক ভুয়া ডিবি পুলিশ কৌশলে জলিলকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসপি স্যারের কাছ থেকে টাকা এনে দিচ্ছি বলে মাংস নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সুজানগর থানার (ওসি) আব্দুল হাননান জানান, প্রতারককে ওই ভুয়া ডিবি পুলিশকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য এর আগেও সম্প্রতি বিভিন্ন সময়ে পাবনা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের এক বাড়ি থেকে দুইটি খাসি, বাকছিডাঙ্গি এলাকার সাইদুলের চাউলের মেল থেকে ১২ বস্তা চাউল ও মসজিদপাড়া এলাকার কামাল হোসেন নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকার মাছ নিয়ে কৌশলে উধাও হন প্রতারকচক্র।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • বানারীপাড়া থানার নবাগত ওসির সঙ্গে স্পোর্টিং ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া থানার নবাগত ওসির সঙ্গে স্পোর্টিং ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মাসুদ আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন ঐতিহ্যবাহী বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তারা নবাগত ওসির সঙ্গে বানারীপাড়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেন। নবাগত ওসিও এ বিষয়ে স্পোর্টিং ক্লাবের সহযোগিতা কামনা করেন। সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় ওসির অফিস কক্ষে স্পোর্টিং ক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক রুহুল আমিন শুভর সভাপতিত্বে এ মতবিনিময়সভায় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক শিক্ষকনেতা জাহিদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লাইস্ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও হাসান আহম্মেদ সোহাগ (ট্যুরিস্ট), ক্রীড়া সম্পাদক আবু জাফর, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মশিউর রহমান বাদল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাসানাত হোসেন, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।