Blog

  • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

    গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

    বি এম মনির হোসেন
    স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী, অনুষ্ঠীত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ড দলিয় কার্যালয়ের সামনে কেককাটা শেষে বর্ণাঢ্য র‌্যালী ও

    শোভাযাত্রা বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

    গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.হারিছুর রহমান।

    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহামেদ হারুনর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন,
    পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, ইউপি চেয়ারম্যান, আবদুর রব সরদার, আবদুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম,
    ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু, মো.মাসুম মল্লিক খোকন,
    আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.নান্টু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান,
    সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি,
    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু,
    সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদেও সাবেক ভিবি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, মো.মিলন খলিফা, মো. সাখাওয়াত হোসেন সূজন,
    সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.স্বপন হাওলাদার-প্রমূখ।
    অপরদিকে-গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদে দুপুরে কেক কাটা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত।

    আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত।

    বি এম মনির হোসেনঃ-

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী, আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে আজ বুধবার সকাল এগারোটায় উপজেলা বিভিন্ন স্হানে বর্নাঢ্য আনন্দ র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পূর্ব আলোচনা সভায় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বিশে^র দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী আসনে অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন।
    এসময় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা, সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ জাতিকে বহিঃবিশে নতুন রুপে পচিচিতি করা শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগড়কে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পরে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

  • প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ, খাবার বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ, খাবার বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দোয়া, আলোচনা সভা বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর উদ্যোগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা আশ্রয়ণ প্রকল্পে এ আয়োজন করা হয়।

    এসময় আশ্রয়ণ প্রকল্পের ৬ শতাধিক বাসিন্দার মাঝে খাবার ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

    যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল, যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ রাকিব ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

  • লালমনিরহাটের কালীগঞ্জে এবার ৯০ মন্ডপে দূর্গ পূজা অনুষ্ঠিত হচ্ছে

    লালমনিরহাটের কালীগঞ্জে এবার ৯০ মন্ডপে দূর্গ পূজা অনুষ্ঠিত হচ্ছে

    মো: হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় উজ্জাপিত হবে ৯০ টি পুুুজামন্ডপে এবং পূজামন্ডপ গুলোতে চলছে প্রতীমা তৈরির কাজ শেষ প্রান্তে।

    কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রাজবাড়ি পূজামন্ডপসহ ৯০টি পূজামন্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এখন প্রতিটি পূজামন্ডপে প্রতীমা শিল্পিরা ব্যাস্ত রয়েছে প্রতীমা তৈরির কাজে। পূজা অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতিও চলছে মন্ডপ গুলিতে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কালীগঞ্জ পূজামন্ডপ গুলিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর কালীগঞ্জ বিখ্যাত তুষভান্ডার রাজবাড়ির পূজামন্ডপসহ ৯০টি পুজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

    এরমধ্যে ভোটমারি ইউনিয়নের মধ্যে ৫, মদাতি ১৪,তুষভান্ডার ১২,দলগ্রাম ০৮,চন্দ্রপুর ১৩. গোড়ল ১৪, চলবলা ১৬, কাকিনা ০৭। কালীগঞ্জ উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল,এর উদ্যোগে পুজারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অতুল কৃষ্ণ অধিকারী, বলেন প্রতি বছরের ন্যায় এবারও কালীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গপূজা হবার প্রত্যাশা করছি। পূজা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান তিনি। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল বলেন, উপজেলায় মোট ৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উপজেলায় সুষ্ঠুভাবে পূজা উদযাপন হবে এমনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    কালীগঞ্জ উপজেলার পুজা মন্ডব গুলো হচ্ছে ব্রাহ্মণ পাড়া দীন নাথ,কবিরাজের বাড়ি দুর্গাপূজা মন্দির,ব্রাহ্মণ পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,পূর্ব শ্রুতিধর দোলাপাড়া দুর্গামন্দির,ব্যাঙ্গের হাট সার্ব্বজনীন দুর্গা মন্দির,ভুল্লারহাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,কৈবত পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চামটাহাট সাৰ্ব্বজনীন দুর্গামন্দির, কৈটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির (দামোদার বাড়ি),কৈটারী সাৰ্ব্বজনীন দুর্গামন্দির,দক্ষিণ মুসরত মদাতী মালীর বাড়ি সাৰ্ব্বজনীন দুর্গামন্দির, সরকার পাড়া কালী বাড়ি দুর্গামন্দির,মৌজা শাখাতী (সতীর পাড়) সাৰ্ব্বজনীন দুর্গামন্দির,তালুক শাখাতী মধাব পাড়া দুর্গামন্দির,বাবুর বাড়ি দুর্গা মন্দির,দক্ষিণ মুসরত মদাতী কালিকাপুর দুর্গা মন্দির বটতলা,উত্তর মুসরত মদাতী যোগী পাড়া সন্তোষ চন্দ্ৰ দুর্গামন্দির,দক্ষিণ মুসরত মদাতী বানীয়া বাড়ি সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,কিসামত মদাতী পুটিমারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ সরকার বাড়ি সাৰ্ব্বজনীন,রাজবাাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দদির,বটতলা সাজিনীন দুর্গা মন্দির,কালীগঞ্জ বাজার দুর্গা মন্দির,কাশিরাম সঠিপাড়া দুর্গা মন্দির,বৈরাতী (জগদীসের বাড়ি) দক্ষিণ ঘণেশ্যাম সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বৈরাতী (খগিনের বাড়ি) সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর ঘশ্যোম কামার পাড়া সার্ব্বজনীন দুর্গা মন্দির,সুদ্ৰাহবী রায় পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,সরকার বাড়ির পারিবারিক উত্তর ঘণেশ্যাম,দক্ষিণ ঘণেশ্যাম মঠের পাড়১১/সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির কাঞ্চনশ্বর গোয়ালটারী দুর্গা মন্দির,কাঞ্চনশ্বর বানিয়াটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর দলগ্রাম সাৰ্ব্বজনীন দুর্গা, শ্রীখাতা সোনাযারী পাটবাড়ী সার্ব্বজনীন দুর্গা মন্দির,দলগ্রাম জীবের হাট বাজার কেন্দ্রীয় সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বুড়িমারী কিশামত দলগ্রাম রাম প্রসাদ সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, গণেশপুর (নাপিত পাড়া)সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,খানাটারী উত্তর দলগ্রাম দুর্গা সুনিল মন্দির,গেগড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,তালুত মদাতী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,উত্তর দলগ্রামসত্যেন পাড়া সার্বজনীন দূর্গা মন্দির কারিনা বালাটারী সার্বজনীন দূর্গা মন্দির,কাকিনা বাজার সার্বজনীন দূর্গা মন্দির পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,চওড়াটারী সার্বজনীন দূর্গা মন্দির,কাজীরহাট বানীনগর সার্বজনীন দূর্গা মন্দির,গোপালরায়
    সার্বজনীন দূর্গা মন্দির,পশ্চিম কাজীরহাট বানীনগর সার্বজনীন দূর্গা মন্দির, চলবলা সোনারহাট সাজনীন দুর্গা মন্দির,খামারটারী সাৰ্ব্বজনী মন্দির,চলবলা সুকার কাটা সাৰ্ব্বজনী দুর্গা মন্দির,গোদারাম সার্ব্বজনীন দুর্গা মন্দির,বারাজান সার্ব্বজনীন দুর্গা মন্দির,দুহুলী সাৰ্ব্বজনীন দূর্গা মন্দির,তেঁতুলী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ বান্দেরকুড়া আরতী বালা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চলবলা মদনপুর সার্ব্বজনীন দুর্গা মন্দির,শিয়াল খোওয়া কৃষ্ণাভাবাপন্ন সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,শিয়াল খোওয়ার হাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,নিগম বারাজান সাৰ্ব্বজনীন দূর্গা মন্দির,
    শিয়াল খোওয়া চেয়ারম্যান বাড়ি সাবর্বজনীন দূর্গা মন্দির,সুকান দিঘী সার্বজনীন দূর্গা মন্দির, শিয়াল খাওয়া মাঝি পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ তেঁতুলিয়া কয়ার দোলা দুর্গা মন্দির,পাইকানটারী দুর্গা মন্দির, গোড়ল পশ্চিম টেপাটারী সার্বজনীন দূর্গা মন্দির, বলাইরহাট সাৰ্ব্বজনীনদূর্গা মন্দদির, বলাইহাট কালীস্থান সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, লোহাকুচি বাজার সার্ব্বজনীন দুর্গা মন্দির,দুলালী রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,গোড়ল পাইকানটারী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির, বেলতলী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,দক্ষিণ গোড়ল গান্ডরায় পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বলাইরহাট মালগাড়া দুর্গা মন্দির,বুড়ির হাট সাৰ্ব্বজনীন রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির,গোড়ল চাকলারহাট লক্ষ্মী পাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,মালগাড়া বামনটারী সার্ব্বজনীন দুর্গা মন্দির, ঘোঙ্গাগাছ শিমূলতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বোতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চন্দ্রপুর সার্ব্বজনীন উত্তর দুর্গা মন্দির, চাপারহাট সার্বজনীন দুর্গা মন্দির, বেতগাড়ি উত্তর বালাপাড়া সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,বুড়িরহাট সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির (সতীর পাড়),সতীর পাড় সাৰ্ব্বজনীন দুর্গ মন্দির( ডাঙ্গাপাড়া),হররাম কিশামত গোড়ল সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,চন্দ্রপুর সার্ব্বজনীন দুর্গা মন্দির বাজার সংলগ্ন,উত্তর বত্রিশ হাজারী সার্ব্বজনীন দুর্গা মন্দির,নওদাবাস ইন্দিরা মোড় সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,নওদাবাস সাৰ্ব্বজনীন ও পুলের পাড় বাবা গোবিন্দ দুর্গা মন্দির,সতীর পাড় বুড়িরহাট বটতলা সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির,গোল্ডারায় পাড়া শ্রী শ্রী সাৰ্ব্বজনীন দুর্গা মন্দির।

    হাসমত উল্লাহ।

  • পাইকগাছায় শেষ মৃহুর্তে জমে উঠেছে পূজোর কেনাকাটা

    পাইকগাছায় শেষ মৃহুর্তে জমে উঠেছে পূজোর কেনাকাটা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় শেষ সময়ে পূজোর বাজার জমে উঠেছে। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার আগে মা দুর্গাকে সাজাতে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাজার থেকে শাখা, শঙ্খ, প্রতিমা কাপড়, কিত্তনের মালা, কদম মালা, ঘণ্টা, ঘট, প্রদীপ, আগরদানি, ঠাকুরের মালা, জবের মালা, মুকুট, ধুতি, পাঞ্জাবিসহ পূজার নানা উপকরন ও জিনিসপত্র কেনাকাটা করছেন তারা।
    পূজার নতুন শাড়ি-কাপড়, কসমেটিকস সহ পুজোর সকল উপকরণ বিক্রির ধুম পড়েছে। উপজেলার পৈৗর বাজার ও কপিলমুনিসহ বিভিন্ন হাট-বাজারে শেষ সময়ে নতুন শাড়ি, তৈরি পোশাক ও কসমেটিকসের দোকানে কেনাকাটার জন্য ভিড় করছেন।বিক্রেতারা জানান, এবারের পূজার বাজারে মেয়েদের থ্রী-পিস, কামিজ- সেলোয়ার, স্কার্ট-টপস, লেহেঙ্গা, বারবিকিউ শাড়ি, কাতান শাড়ি, সিল্ক শাড়ি। ছেলেদের ফতোয়া, পাঞ্জাবি-পায়জামা, ফুল-শার্ট, ফুল-প্যান্ট, টি-শার্ট ও জিন্স এবং বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোশাকের সমাহার রয়েছে বিভিন্ন শপিংমলগুলোতে।
    পূজোর কেনাকাটা করতে আসা ক্রেতা কাকালী বলেন,পৈৗর বাজার কাপড় পট্টির দেকান গুলোতে শাড়ি,থ্রিপিসসহ জামা-কাপড়ের দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ সেখান থেকেই চাহিদা অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য বেশি কেনাকাটা করছেন। তবে এ বছর শাড়ি,থ্রিপিসের সহ বিভিন্ন কাপড়ের দাম বেশি। তাই বাজার কাপড় পট্টির দোকানে দাম কম হওয়ায় তাঁরা সেখান থেকে জামা-কাপড় কিনছেন। পূজার আগে পোশাকের দাম স্বাভাবিক থাকলেও পূজার সময় ব্যবসায়ীরা বিভিন্ন পোশাকের দাম বাড়িয়ে দেন। ফলে বাধ্য হয়ে অনেক বেশি দামে পোশাক কিনতে হচ্ছে ক্রেতাদের। শেষ সময়ে কাপড়ের দোকানগুলোতে পছন্দের কাপড় হয়তো নাও থাকতে পারে। সেই জন্য অনেক ক্রেতা আগেভাগেই পোশাক কিনে নিয়েছেন।
    ব্যবসায়ীরা জানালেন, পূজা উপলক্ষে অভিজাত মার্কেট ও দোকানগুলোতে নতুন পোশাক, জুতা আর কসমেটিকসের ব্যাপক সমারহ থাকলেও, মানুষের আয় কম থাকায় ক্রেতাদের ভিড় একটু কম বলে ধারণা করা হচ্ছে। তবে এবার দেশি পোশাকের পাশাপাশি মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় থ্রিপিস। ভারতীয় শাড়ির পাশাপাশি ঢাকাই জামদানি শাড়ির বেশ কদর রয়েছে।কালেকশনে রয়েছে শাড়ি, কুর্তি, লংগাউন, আনারকলি।ডিজাইনের মূল মোটিফ দুর্গা, স্বস্তিকা ও ত্রিশূল। কাজের মাধ্যম ব্লক, হ্যান্ড পেইন্ট, অ্যামব্রয়ডারি, কাটওয়ার্ক ইত্যাদি। বাচ্চাদের পছন্দের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বাহারী ডিজাইনের জামা-কাপড়। পুরুষের তুলনায় বিপণিবিতানগুলোতে নারী ক্রেতার ভিড় বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
    উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুই-এক দিনের মধ্যে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিক্রি চলবে পূজা পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বিশেষ করে লক্ষ্মী পূজা পর্যন্ত। তবে ক্রেতাদের অভিযোগ অন্যবারের তুলনায় এবার দাম একটু বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় ১৫৪ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাৎসব;নজর পড়ছে জাকজমক পূর্ণ প্যান্ডেলের দিকে

    পাইকগাছায় ১৫৪ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাৎসব;নজর পড়ছে জাকজমক পূর্ণ প্যান্ডেলের দিকে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমার রং তুলির কাজ,প্রতিমা সাজানো, পূজা মন্দির সাজ সজ্জা করাসহ দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য তৈরী করা হয়েছে ইন্ডিয়ার আদলে আকর্শনীয় প্যান্ডেল,সু-সুজ্জিত পূজা মন্ডপের গেটসহ পূজা মন্ডপের আশ-পাশের সব জায়গায় করা হয়েছে বিভিন্ন কালারের লাইটিং এর ব্যাবস্থা।
    সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সে জন্য উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। অধিকাংশ পূজা মন্দির গুলোতে স্থাপন করা হয়েছে সি সি ক্যামোরা।প্রতিটি পূজা মন্দিরে সার্বক্ষণিক থাকবেন থানা পুলিশ ও আনসার বাহীনীর সদস্যরা।ইতিমধ্যো থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে সমপন্ন করতে বিট পুলিশিং এর আইন শৃঙ্খলা বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
    উল্লেখ্য এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমার রংতুলির কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • ঝিনাইদহে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

    ঝিনাইদহে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (৩৬) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের এক পাশে মাথা ও অন্যপাশে দেহ পড়ে ছিল। তবে স্থানীয়রা অজ্ঞাত ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন।বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বারবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রীজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাঁটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

    ঝিনাইদহে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা সদরের বিষয়খালী এলাকার রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছেন।রায়ের কপি থেকে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে রাতভর ধর্ষণ করেন কয়েকজন। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়।এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী পরদিন ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।মামলার বাদী ও নিহতের স্বামী আরব আলী বলেন, ২০১১ সালে আমার স্ত্রীকে ওরা ধর্ষণের পর হত্যা করেছে। আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দীর্ঘদিন পর স্ত্রী হত্যার বিচার পেয়ে খুশি।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। একইসঙ্গে বিচারক পলাতক আসামিদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তারা গ্রেফতার হলে ওই দিন থেকে সাজা কার্যকর হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঈদগাঁওতে মাদক প্রয়োজনে যোগাযোগ রুমানার সাথে

    ঈদগাঁওতে মাদক প্রয়োজনে যোগাযোগ রুমানার সাথে

    মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁও ঃ
    কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে রুমানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

    রবিবার রাত ২৫ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় পুলিশ অভিযানে তাকে আটক করা হয়।

    আটককৃত রুমানা (প্রকাশ রুমা) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়া দুদু মিয়ারঘোনা নামক এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ এর স্ত্রী।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম স্যারের নেতৃত্ত্বে এসআই মোঃ গিয়াস উদ্দিন,এএসআই মোঃ ইব্রাহিম মিয়া, সঙ্গীয় ফোর্স ঈদগাঁও থানা এলাকার ঈদগাঁও বাসষ্টশনের ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।এ সময় একটি কালো ব্যাগের ভিতর নীল পলিথিনে রক্ষিত ০১(এক) কেজি গাঁজাসহ আটক করা হয়।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদকসহ গ্রেফতারকৃত রুমানার বিরুদ্ধে বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর সারনি ১৯(ক) রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

  • নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

    নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে। নড়াইল সদর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।
    পৈতৃক জমি একাই ভোগ দখলের প্রতিবাদ করায় আজিজুল শেখ নামে বৃদ্ধার ওই ছেলে এ কাণ্ড ঘটান বলে অভিযোগ ভুক্তভোগীর। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, হামলার শিকার ৭০ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগমকে মুমূর্ষু অবস্থায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
    বৃদ্ধা মমতাজ বেগম জানান, তার চার সন্তানের সবাই তাদের বসতভিটার অংশীদার হলেও তৃতীয় সন্তান আজিজুল শেখ গায়ের জোরে একাই সব সম্পত্তি ভোগদখল করে আসছে। সোমবার সকালে মমতাজ বেগম এ নিয়ে কথা বলতে গেলে তার ছেলে আজিজুল ও তার স্ত্রী, সন্তান লাঠি নিয়ে বৃদ্ধার ওপর চড়াও হয়ে তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
    এ সময় বৃদ্ধার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা ও তার অন্য সন্তানরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দ্বায়িত্বে) মো. মাহমুদুর রহমান বলেন, অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন ওই বৃদ্ধার ছেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।