Blog

  • ক্ষেতলালে সেচ্ছাসেবী সংগঠনের তালবীজ রোপন কর্মসূচী

    ক্ষেতলালে সেচ্ছাসেবী সংগঠনের তালবীজ রোপন কর্মসূচী

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    “গাছ লাগাই-পরিবেশ বাঁচাই, আসুন জীবনে কমপক্ষে ৩ টি গাছ লাগাই এবং অপর ১ জনকে কমপক্ষে ৩ টি গাছ লাগাতে উৎসাহীত করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় তালবীজ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

    ২৮ (সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সহযোগীতায় উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর আয়োজনে শ্যামপুর- রঘুনাথপুর রাস্তায় প্রায় ২ হাজার তালবীজ রোপন করা হয়। এতে অংশগ্রহণ করেন আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
    এসময় উপস্থিত ছিলেন, আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি একরামুল ইসলাম উজ্জল, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, রিপোর্টাস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস এম মিলন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য হিমেল মোল্লা, নাফিজ হোসেন, হাবিজার রহমান, অন্তর চন্দ্র।

  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”, এ প্রতিপাদ্যেকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়,বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
    বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি,
    বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

    উক্ত সভায় ইউপি চেয়ারম্যান আকু্ল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

    “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ,উপজেলা প্রশাসন এবং নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।

    গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলা, র‍্যালি, রোড-শো, আলোচনা সভা, বিতর্ক, নাটক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী,সাবিনা ইয়াসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা এ.কে .এম ফরহাদ নোমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী ,সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল -ইবাদত হোসেন পাইলট , মানব কল্যাণ পরিষদের ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার তামান্না জাবিন , এফ ,এফ দুলাল হোসেন,এস এফ , মাহফুজার রহমান, নাসিমা নার্গিস, মোহাব্বত আলী, শাহরিয়ার হাসান ,রাজিয়া সুলতানা সহ তারাগঞ্জ উপজেলার সিএসও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
    তারাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ,উপজেলা প্রশাসন এবং নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।

    গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলা, র‍্যালি, রোড-শো, আলোচনা সভা, বিতর্ক, নাটক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী,সাবিনা ইয়াসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা এ.কে .এম ফরহাদ নোমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী ,সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল -ইবাদত হোসেন পাইলট , মানব কল্যাণ পরিষদের ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার তামান্না জাবিন , এফ ,এফ দুলাল হোসেন,এস এফ , মাহফুজার রহমান, নাসিমা নার্গিস, মোহাব্বত আলী, শাহরিয়ার হাসান ,রাজিয়া সুলতানা সহ তারাগঞ্জ উপজেলার সিএসও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তারাগঞ্জে  শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    তারাগঞ্জে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বেলা ১১টার দিকে যমুনেশ্বরী নদীর ব্রিজের ওপর যাত্রীবাহী শ্যামলী পরিবহন পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সুরাইয়া আক্তার (১৩) এবং ঘণ্টা দুয়েক পর স্মৃতি আক্তার (২০) ও অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৪) মারা যান।

    প্রত্যক্ষদর্শীরা ও সংশ্লিষ্টরা জানায়, তারাগঞ্জ উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা ৬-৭ যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে তারা সটকে পড়েন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • গোদাগাড়ীর  বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের   শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের  চেষ্টার অভিযোগ। উত্তাল স্কুল প্রাঙ্গণ

    গোদাগাড়ীর বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ। উত্তাল স্কুল প্রাঙ্গণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষকরফিকুল ইসলাম মোল্লা
    কতৃক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষার্থী, অভিভাবক ব্যপক আন্দোলন শুরু করেছেন।

    সহকারি শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা (৩৮) স্কুলের পাশে ভাড়া রুমে ইংরেজি বিষয়ে প্রাইভেট দীর্ঘদিন থেকে পড়াতেন। এই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসা একাধিক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেন ওই শিক্ষক বলে অভিযোগ উঠেছে। ধর্ষনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকরা আইনি পদক্ষেপ নিতে চাইলে অভিযুক্ত শিক্ষক ও তার পক্ষের কয়েকজন ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিলে অভিভাবক ও ছাত্রীরা আতংকিত হয়ে পড়েন।

    এক পর্যায়ে ধর্ষিত এক ছাত্রীর অভিভাবক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা ও ছাত্রীদের অভিভাবকদের নিয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ে বসে। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা ছাত্রীদের ধর্ষনের বিষয়টি স্বীকার করে অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে ভবিষতে এই ধরনের ঘটনা ঘটবেনা এ নিয়ে লিখিত মুছলেকা দিয়েছে বলে প্রধান শিক্ষক মুজিবুর রহমান নিশ্চিত করেন।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এরফান আলী বলেন, শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা ছাত্রীদের সঙ্গে নেক্কারজনক ঘটনা ঘটিয়ে অপরাধ করেছে। মুছলেকা দিলেও অভিভাবকরা আইনি পদক্ষেপ নিতে পারেন । তবে রফিকুল ইসলাম মোল্লার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ম্যানেজিং কমিটি নিবে বলেও জানানো হয় । এদিকে বুধবার (২৮ সেপ্টম্বর) অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে এবং বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে যে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম মোল্লাকে স্কুল থেকে বহিস্কার করতে হবে।

    পরে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান স্থানীয় লোকজনের কাছে বলেন, আজ বুধবার রাতের মধ্যে অভিযুক্ত শিক্ষক রফিকুর ইসলাম মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

    অভিযুক্ত শিক্ষক রফিকুল মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,ধর্ষনের অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ খোজখবর নিচ্ছে। এজাহার পাওয়া গেলে মামলা হলে আইনি প্রক্রিয়ায় অবিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
    এব্যপারে বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলে বিদ্যালয়ের অফিসে ওই ব্যপারে মিটিং চলছে পরে কথা বলবেন বলে জানান তিনি।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • গোদাগাড়ীতে  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৬ তম জম্মদিন পালিত

    গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৬ তম জম্মদিন পালিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের বাংলাদেশ আ’লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
    তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

    বুধবার বিকেলে সাড়ে ৪ টার সময পৌর আওয়ামীলীগ যুবলীগ পৌর শাখা উদ্যোগ যুবলীগের সভাপতি আকবর আলী নেতৃত্বে সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়, আনন্দ রেলি ও দোয়া মাহফিলের আয়োজন হয় ।
    এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব মোঃ অয়জুদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
    ৩ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা থেকে শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়াম শেষ হয়। শেষে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    বক্তাগন বলেন, বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। সাফল্য গাঁথা এই কর্মময় জীবন কুসমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাপূর্ণ। মুক্তিযুদ্ধের ৯ মাস থেকেছেন গৃহবন্দি। সামরিক শাসনামলেও বেশ কয়েকবার কারানির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। বারবার জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ২০ বার তাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে জন্মদিনে দেশের বাইরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। তিনি পৃথিবীর অন্য দেশের নেতাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় পরিবর্তন করতে হবে। আর নিপীড়িত মানুষের পাশে থাকতে তিনি বিশ্বনেতাদের আহবান করেন এবং নিজে থাকার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। তাঁর জন্মদিনে আমরা দেশবাসী দোয়া করি যাতে তিনি দীর্ঘায়ু জীবন পান এবং বাংলাদেশের জনগণকে বিশ্বের দরবারে মাথা উচু করে চলার পথ সুগম করেন। তাঁর দিকে তাকিয়ে আছে দেশের ১৭ কোটি বাঙালি। তিনি সব সময় যেমন সাধারণ জনগণ নিয়ে ভাবেন, তেমনি সাধারণ জনগণও তাঁর জন্য অসংখ্য দোয়া করে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • জয়পুরহাটে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

    জয়পুরহাটে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদুর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। স্হানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এডভোকেট সামছুল আলম দুদু এমপি। বক্তব্য রাখেন মোহাম্মদবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব মীর মোয়াজ্জেম হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জনাব জালাল সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব এস,এম সোলায়মান আলী, প্রবীন আওয়ামীলীগ নেতা ও শেখ হাসিনা মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাজা শামছুল আলম প্রমুখ।

    আলোচনা শেষে দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ূ কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ২৮ পাউন্ড কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।

  • আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালিত

    আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত,দোয়া মাহফিল,র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের প্রবীণ আওয়ামী নেতা ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খাঁজা সামসুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক মাহ্ফুজা সুলতানা মলি,জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজার রহমান,আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব,আক্কেলপুর পৌরসভার মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু,সাবেক আওয়ামী নেতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ- আতিকুজ্জামান মুন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ উপজেলা,পৌর ও পাঁচটি ইউনিয়নের সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

    আলোচনা সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পেছনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নামে ক্রয়কৃত জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।

  • কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

    কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে নানারকম কর্মসূচি পালন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ।

    বুধবার দুপুরে পৌরশহরে এক আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঞার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটনসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতারা।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

    মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলা মহালছড়িতে আজ ২৮সেপ্টেম্বর সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা ছাত্রলীগ কর্তৃক ৭৬তম জন্মদিন পালন করা হয়।

    এ সময়ে সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিৎ দাশসহ সদর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক অনিক বিশ্বাস এবং মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ নাজমুল হোসেন ও বিদ্যালয়ের কচিকাঁচা কোমলমতি ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিল।

    উক্ত কর্মসূচী ১নং যৌথখামার থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন কেক কেটে পালন করা হয়।