Blog

  • পুঠিয়ার বানেশ্বরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে সভাপতি আহত

    পুঠিয়ার বানেশ্বরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে সভাপতি আহত

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

    পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছে। আহত মাহাবুবুর রহমান বাবু উপজেলার বানেশ্বর এলাকার সমসের আলীর ছেলে। রবিবার (২ অক্টোবর) সকাল সড়ে ৮টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষর রুহুল আমিনের ভাড়া ববাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষর মধ্যে বিরোধ চলছিলো। প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বাবু বলেন, আমি অধ্যক্ষকে দূর্নীতির দায়ে বরখাস্ত করি। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা চালায়। আজ সকালে আমি বানেশ^র হাটের অধ্যক্ষর বাড়ির সংলগ্ন একটি সরকার ওয়েল এন্ড ডাউল মিলে তেল নিতে যাই। এসময় অধ্যক্ষ রুহুল আমিন তার স্ত্রী ও তার ভাই আমাকে দেখতে পয়ে আমার উপর হামলা চালায়। এসময় অধ্যক্ষ রুহুল আমিনের ভাই তার হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এছাড়াও অধ্যক্ষ রুহুল আমিন জানান, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার ও গালমন্দ শুরু করে। এসময় আমি তার গালমন্দ শুনে নিচে নেমে আসি। এসময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করেলে আমরা স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় দুই জনের ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়। তবে সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়টি তিনি মিথ্যা বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুই পক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।

  • পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষে বস্ত্র বিতরন

    পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষে বস্ত্র বিতরন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়ার নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপপক্ষে চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্ডপে-মন্ডপে গিয়ে পূজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও বস্ত্র করেন।

    এসময় উপস্থিত ছিলেন দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক কাজী মোঃ মোরশেদ, দোভাষ ফাউন্ডেশনের মুখপাত্র ইউছুফ খাঁন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের ও ফান্ডেশনের অর্থ সচিব মোহাম্মদ নজরুল, মোঃ মারুফ, জামাল মাহমুদ সহ আরো অনেকেই।

  • পটিয়ার কেলিশহরে বিধবা মহিলার জায়গা দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা!

    পটিয়ার কেলিশহরে বিধবা মহিলার জায়গা দখলে নিতে মরিয়া প্রতিপক্ষরা!

    মহিউদ্দীন চৌধুরী।

    নিজস্ব প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়নে মৃত মধুসুধন দের স্ত্রী
    বিধবা ঝর্ণা দে এর দীর্ঘদিনের ভেগদখলীয় ৩৪ শতক জমি প্রতিপক্ষ সুদীপ দাশ দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ঝর্না দে বাদী হয়ে সুদীপ দাশের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এছাড়াও ঝর্ণা দে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি পটিয়া বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। প্রতিপক্ষ সুদীপ দাশ থানায় জমি পাওয়ার কোন কাগজ দেখাতে পারেনি বলে ঝর্ণা দে জানান। ভুমিহীন হিসেবে সরকার কতৃক আবেদনের পরিপ্রেক্ষিতে দলিল নং ৫৯৭৯
    বন্দোবস্ত মামলা নং ১৯৫/২০১১ মুলে প্রাপ্ত জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠে বলে ঝর্ণা দে এর অভিযোগ।
    এসংক্রান্ত বিষয়ে পটিয়ার সার্ভেয়ার সরেজমিনে যাওয়ার একাধিকবার নোটিশ দিলেও তারা যায়নি বলে ঝর্ণা দে এর অভিযোগ। ঝর্ণা দে জানান, কেলিশহরের রতনপুর মৌজার বিএস খতিয়ান নং ০১,বিএস দাগ নং ৬৮৭ এর আন্দরে ৩৪ শতক জমি সুদীপ দাশ একটি সন্রাসী বাহিনী নিয়ে দখল নিতে মরিয়া হয়ে উঠে। এমনকি নিরীহ বিধবা
    মহিলা ঝর্ণা কে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। বিধবা
    ঝর্ণা দে আরোও অভিযোগ করেন সার্ভেয়ার মশিউর রহমান দীর্ঘদিন আমার জমি পরিদর্শন গিয়ে টিক করে দেওয়ার কথা থাকলেও তিনি তা করেনি। সর্বশেষ ৩ অক্টোবর ২২ ইং সকাল ১১ টা ও বিকেল ৩টায় দু’দফায় পটিয়া ভুমি অফিসের কানুনগো উক্ত জমি পরিদর্শনে যাওয়ার নোটিশ দিলেও কানুনগো যায়নি। ফলে নিরীহ বিধবা মহিলা ঝর্ণা দে নানানভাবে হয়রানি শিকার হচ্ছে। ঝর্ণা দে এর আশংকা প্রতিপক্ষ সুদীপ দাশের কাছ থেকে টাকা নিয়ে তাকে হয়রানি করছে। তিনি বিষয়টি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হুইপ এর উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী, কেলি শহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন নান্টু, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, কেলিশহর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুমেন চক্রবর্তী সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

  • খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

    খাগড়াছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ি জেলা প্রশাসন ও শিশু একাডেমি’র আয়োজনে ৯দিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনের পরপরে শিশু সমাবেশ, আলোচনা সভা,সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বি
    এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ”।সোমবার(০৩অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সাঈদ।

    অনুষ্ঠানে জেলা এনসিটিএফ’র সদস্য শাহনাজ হাসান সেতু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভশিশুদের মেধাবিকাশের পরিবেশ সৃষ্টির দায়িত্ব অভিভাবক, সমাজ এবং শিক্ষকদের। আমরা যেন মেধাবিকাশের পরিবেশ বাঁধা সৃষ্টি না করি। অভিভাবকেরা হচ্ছে শিশুদের পথপ্রদর্শক। তাদেরকে অভিভাবকরা যেভাবে পথ দেখাবে,তারা সেখানে গড়ে উঠবে।

    আলোচনা সভায় শিশুদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এনসিটিএফ’র সভাপতি শচীন দাশ,শিশু গবেষক উম্মে হামিমা সোহাসহ আরো অনেকে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন,জেলা শিশু একাডেমির কর্মকর্তা উষানু চৌধুরী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা।
    এছাড়াও শিশুদের মধ্যে এনসিটিএফ’র সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, শিশু গবেষক ফয়সাল আহমেদ,সাধারণ সদস্য জাহেদুল ও ফারিয়া উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে জাগো হিন্দু পরিষদের  এর পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে

    পানছড়িতে জাগো হিন্দু পরিষদের এর পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সামাজিক সংগঠন জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে দরিদ্র ৪০ জন সনাতনী ধর্মালম্বী পরিবারের মাঝে প্রীতি উপহার বস্ত্র বিতরন করা হয়েছে।

    রবিবার (২ অক্টোবর) ২০২২ বিকাল ৫টার সময় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে প্রত্যেকের হাতে এই উপহার দেওয়া হয়।

    জাগো সংগঠন এর সদস্য অমল চন্দ্র রায় এর সঞ্চালনায় ও সভাপতি রুবেল কান্তি মহাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার জেলা পুলিশ সুপার নাইমুল হক পিপিএম।

    এই সময় স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি দেবালয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম ,সনাতন সমাজ কল্যাণ পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বন কুমার দেব, সাধারণ সম্পাদক উত্তম বনিক,পানছড়ি কেন্দ্রীয় দেবালয় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু উত্তম কুমার দেব,দেবালয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিমান দেব,জাগো হিন্দু পরিষদের এর সাধারণ সম্পাদক রাহুল বৈদ্য,জেলা কমিটির অর্থ সম্পাদক নয়ন দেবনাথ সহ বিভিন্ন সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির যাচাই বাছাই এ বাদ প‌রে‌ছে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী

    রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির যাচাই বাছাই এ বাদ প‌রে‌ছে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
    আসন্ন রিকা‌বী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচনে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী যাচাই বাছাই থে‌কে বাদ প‌রে‌ছে।

    এবারের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টি নির্বাচনে ১৬ টি আবেদন জমা পরে। তার মধ্যে ১৫টি আবেদন বৈধ বিবেচিত হলেও অভিভাবক সদস্য পদে আশরাফ আলী আবেদন ফরম ক্রমিক নং এ ১০ ও ১১ প্রস্তাবক ও সমর্থ‌কের স্বাক্ষর বা টিপ সই না থাকার কার‌নে যাচাই বাছাই থে‌কে বাদ প‌রে‌ছে বলে জানিয়েছেন ক‌রে‌ছেন সদর উপ‌জেলার শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহান।

    এদিকে সাংবা‌দিক‌রা রিকাবী ব‌াজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচ‌নের নিউজ কভারের জন‌্য বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হৃদয় মন্ডলের কা‌ছে তথ‌্য চাই‌লে তথ‌্য দি‌বেনা জানিয়ে তথ‌্য বই‌ কি‌নে নেয়ার পরামর্শ দিয়ে কোন তথ‌্য না দেয়ার ঘোষনা দেন।

    তবে মনোনয়ন পত্রের বৈধতা চেয়ে আপিল করবেন বলে জানিয়েছেন মনোনয়পত্র বাতিল হওয়া আশরাফ আলী।

    শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহান জানান, আ‌পিল করার কোন আইন আ‌ছে কিনা আমার জানা নেই ত‌বে সং‌শোধন বই দে‌খে বলা যা‌বে, তখনই বিদ‌্যায়‌য়ের প্রধান শিক্ষক অ‌ফিস কক্ষ থে‌কে এক‌টি বই নি‌য়ে আ‌সে, এবং বই দে‌খে তি‌নি ব‌লেন আ‌পিল করার সুযোগ আ‌ছে বলে জানান।

    শিক্ষা অফিসার বইটি পর্যলোচনা করা শেষে এক সাংবা‌দিক বই টির ছ‌বি তোলার জন‌্য প্রধান শিক্ষ‌কের কা‌ছে অনুম‌তি চাই‌লে, প্রধান শিক্ষক হৃদয় কৃ‌ঞ্চ মন্ডল সাংবা‌দিক‌কে বইয়ে ছ‌বি তোলা যা‌বেনা জানিয়ে বই কি‌নে নি‌য়ে কথা বলেন।
    এর কিছুক্ষন পরেই সেই একই বইয়ের ছবি তোলার জন্য ব‌হিরাগত এক লোক অনুমতি দেন প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল। এ‌তে বিষয় পরিস্কার হয় যে বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিরর্পেক্ষ ভা‌বে নির্বাচ‌নের দ্বা‌য়িত্ব পালন কর‌ছে না। একপক্ষের হ‌য়ে কাজ কর‌ছেন।

    এছাড়াও সংবাদ সংগ্রহের জন‌্য কতব‌্যরত সাংবা‌দিকদের বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল সদর উপ‌জেলার শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহানের উপস্থিতে বিদ‌্যাল‌য় বাচাই বাছাই তথ‌্য দি‌তে অ‌নিহা প্রকাশ ক‌রেন। বিদ‌্যালয়‌ের নিবার্চনের ধারা জান‌তে চাই‌লে তি‌নি সাংবা‌দিকদের ব‌লেন নিবা‌র্চিত বই‌টি বাজার থে‌কে কি‌নে নি‌ন।

  • সাতক্ষীরায় মহাষ্টমী উপলক্ষে ”শারদোৎসবে বাংলাদেশ ”শীর্ষক আলোচনা সভা

    সাতক্ষীরায় মহাষ্টমী উপলক্ষে ”শারদোৎসবে বাংলাদেশ ”শীর্ষক আলোচনা সভা

    মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
    সাতক্ষীরায় মহাষ্টমী উপলক্ষে ”শারদোৎসবে বাংলাদেশ ”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সোমবার সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে সদরের মায়ের মন্দিরে এ্যাডঃ সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আই জি খুলনা রেজ্ঞ ড. খঃ মহিদ উদ্দীন বি পি এম (বার)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। কিছু মানুষ চায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। আমি তাদের বলতে চাই বাংলাদেশ পুলিশ অত্যান্ত তৎপর আছে। তাদের শক্ত হাতে দমন করা হবে।
    এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা, জেলা মন্দির সমিতির উপদেষ্টা শ্রী ধীরু ব্যানার্জী, জেলা মন্দির সমিতির উপদেষ্টা শ্রী বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ভূবন চন্দ্র সরকার,
    জেলা মন্দির সমিতির সহ সভাপতি শ্রী স্বপন কুমার শীল, পূজা উৎযাপন কমিটির সদস্য সচিব করুনাময় ঘোষ কারু সহ আরও অনেকে। এছাড়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন।

  • লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দিনভর বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দিনভর বৃষ্টি

    মোংলা প্রতিনিধি
    উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে মোংলায় সোমবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। শনিবার লঘুচাপ সৃষ্টি হওয়ার পর রবিবার ভোর থেকে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ, হালকা-মাঝারি ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দুইদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুন্দরবনে পর্যটকদের আগমনও কমেছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, পূজার কারণে দর্শনার্থীদের আগমন বৃদ্ধির আশা থাকলেও মুলত বৈরী আবহাওয়ায় পর্যটক খুবই কম আসছে। তবে এসবের মধ্যেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ। এদিকে মোংলা সমুদ্র বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত এমন বৈরী আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, বৃহস্পতিবারের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

  • দুর্গাপূজার নিরাপত্তায় দিনরাত  কাজ করছেন ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী

    দুর্গাপূজার নিরাপত্তায় দিনরাত কাজ করছেন ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের মাঝে বইছে খুশির আমেজ। এবার ময়মনসিংহ সিটি করপোরেশন ও কোতোয়ালি মডেল থানার আওতাধীন সদর উপজেলায় ১২২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব ১অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ৫অক্টোবর শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

    ৫ দিনব্যাপী এ বৃহৎ ধর্মীয় উৎসবে ময়মনসিংহ সিটি করপোরেশন ও কোতোয়ালি মডেল থানার এলাকার বিভিন্ন ইউনিয়নসহ ১২২ টি পূজা মন্ডপে চলছে আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব।এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় মহানগরে ৮৩টি, সদর উপজেলায় ৩৯টি মন্ডপেএবার দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর দেবী দুর্গার ঘোটকে আগমন এবং দোলায় গমন। এবার পুজাঁয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষে মন্ডপ গুলোকে থানার অফিসারদের মাঝে ভাগ করে দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ১০- ১৫ টা করে মন্দিরকে কয়েকটি ভাগে ভাগ করে থানার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। থানার ওসি তদন্ত,ইন্সপেক্টর অপারেশন, সেকেন্ড অফিসার সহ চৌকস ও মেধাবী অফিসারদের এসব দায়িত্বে রাখা হয়েছে।এছাড়াও কোতোয়ালি মডেল থানার আওতাধীন পুলিশ ফাঁড়ি ইনচার্জদেরকে নিজ-নিজ ফাঁড়ি এলাকার মন্ডপগুলোতে সর্বাত্মক নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনা মোতাবেক কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে মন্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন দায়িত্ব প্রাপ্ত অফিসাররা। তাদেরই একজন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী। তিনি তার দায়িত্ব পালনে দিনরাত বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করে ঘুরে বেড়াচ্ছেন। শারদীয় শুভেচ্ছা বিনিময় করছেন পুজারীদের সাথে। সেই সাথে পুজার নিরাপত্তা জোরদারেও ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনা মোতাবেক কাজ করছেন।

    সরেজমিনে পূজা মন্ডপে ঘুরে দেখা যায়, বিভিন্ন মন্ডপে ভক্তবৃন্দ পুজায় ব্যস্ত সময় পার করছে।অনেক পাড়া মহল্লায় কিংবা বাসাবাড়ির পারিবারিক মন্দিরগুলোতেও খুব জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন সাজে সাজিয়ে রেখেছে দুর্গা প্রতিমা।

    মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট জানান,গতবারের চেয়েও এ বছর আরও জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।অতীতের মতো সকল ধর্মের লোকজন এবারও উৎসবে অংশগ্রহণ করে সম্প্রীতি বজায় রেখেছে।বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থায় সর্বাত্মক সহযোগিতা করছেন।

    ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওসি শাহ কামাল আকন্দ স্যারের দিক-নির্দেশনা মোতাবেক প্রতিটি পূজা মন্ডপে প্রশাসনিকভাবে কঠোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া প্রতিটি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করার জন্য মোবাইলটিম টহলরত রয়েছে।এছাড়া সাদা পোশাকেও পুলিশের সদ্যসরা নিয়োজিত রয়েছে। কোনভাবে যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য আমরা টিমসহ সর্বক্ষণ টহলে আছি।

  • তারাকান্দায় এডিএম-ইউএনও’র পুজাঁ মন্ডপ পরিদর্শন।

    তারাকান্দায় এডিএম-ইউএনও’র পুজাঁ মন্ডপ পরিদর্শন।

    ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

    রবিবার (২অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে যান তারা। তারাকান্দা মধ্যবাজার কালিমন্দির পূজামন্ডপ ও শান্তিনগর পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী মন্ডপগুলোতে গিয়ে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে কোন সমস্যা আছে কি না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।

    এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

    বিভিন্ন মন্ডপে বক্তৃতাদানকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী বলেন, ‘শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। সরকারি নির্দেশনা মেনে চলবেন এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো,যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পাশে আছে।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।