August 10, 2025, 12:13 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
যশোরের শার্শার সীমান্তঞ্চলে ব-ন্যা পরিস্থিতি-এখনো ধেয়ে আসছে ইছা-মতী নদীর পানি সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যাহ মিয়ার দা-ফন স-ম্পন্ন অ-সুস্থ বিএনপি নেতার শ-য্যপাশে মতিন সুজানগরে সংবাদ স-ম্মেলনে বিএনপি নেতা মজিবর খাঁসহ ৭ নেতাকর্মীর বহি-ষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বি শীর্ষ সন্ত্রা-সী জলি-ল আদালত থেকে জা-মিনে এসে আবারও করছে বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড গাজীপুরে চাঁ-দাবাজি ব-ন্ধ ও সাংবাদিক হ-ত্যাকারীদের গ্রে-ফতার করতে হবে নতুন ভবনগুলো-বাসা বাড়িতে তিতাস গ্যাসের অবৈ-ধ সংযো-গে কো-টি টাকা রা-জস্ব হা-রাচ্ছে স-রকার গোদাগাড়ীর রাজবাড়িহাটে দু-গ্ধ ও গ-বাদি উন্ন-য়ন খা-মারে আওয়ামী সি-ন্ডিকেট এখনও ব-হালতবিয়াতে গোদাগাড়ীতে বরবটি চাষে কষকদের বাজিমাত। দুই ফসলী জমি তিন ফসলী জমিতে পরিনত নেছারাবাদে গাছ কা-টতে গিয়ে বিদ্যুৎতা-য়ীত হয়ে আব্দুর রহিম নামে এক ব্যাক্তির মৃ-ত্যু আহ-ত ১জন
রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির যাচাই বাছাই এ বাদ প‌রে‌ছে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী

রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির যাচাই বাছাই এ বাদ প‌রে‌ছে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
আসন্ন রিকা‌বী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচনে অ‌ভিভাবক সদস‌্য আশরাফ আলী যাচাই বাছাই থে‌কে বাদ প‌রে‌ছে।

এবারের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টি নির্বাচনে ১৬ টি আবেদন জমা পরে। তার মধ্যে ১৫টি আবেদন বৈধ বিবেচিত হলেও অভিভাবক সদস্য পদে আশরাফ আলী আবেদন ফরম ক্রমিক নং এ ১০ ও ১১ প্রস্তাবক ও সমর্থ‌কের স্বাক্ষর বা টিপ সই না থাকার কার‌নে যাচাই বাছাই থে‌কে বাদ প‌রে‌ছে বলে জানিয়েছেন ক‌রে‌ছেন সদর উপ‌জেলার শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহান।

এদিকে সাংবা‌দিক‌রা রিকাবী ব‌াজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচ‌নের নিউজ কভারের জন‌্য বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হৃদয় মন্ডলের কা‌ছে তথ‌্য চাই‌লে তথ‌্য দি‌বেনা জানিয়ে তথ‌্য বই‌ কি‌নে নেয়ার পরামর্শ দিয়ে কোন তথ‌্য না দেয়ার ঘোষনা দেন।

তবে মনোনয়ন পত্রের বৈধতা চেয়ে আপিল করবেন বলে জানিয়েছেন মনোনয়পত্র বাতিল হওয়া আশরাফ আলী।

শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহান জানান, আ‌পিল করার কোন আইন আ‌ছে কিনা আমার জানা নেই ত‌বে সং‌শোধন বই দে‌খে বলা যা‌বে, তখনই বিদ‌্যায়‌য়ের প্রধান শিক্ষক অ‌ফিস কক্ষ থে‌কে এক‌টি বই নি‌য়ে আ‌সে, এবং বই দে‌খে তি‌নি ব‌লেন আ‌পিল করার সুযোগ আ‌ছে বলে জানান।

শিক্ষা অফিসার বইটি পর্যলোচনা করা শেষে এক সাংবা‌দিক বই টির ছ‌বি তোলার জন‌্য প্রধান শিক্ষ‌কের কা‌ছে অনুম‌তি চাই‌লে, প্রধান শিক্ষক হৃদয় কৃ‌ঞ্চ মন্ডল সাংবা‌দিক‌কে বইয়ে ছ‌বি তোলা যা‌বেনা জানিয়ে বই কি‌নে নি‌য়ে কথা বলেন।
এর কিছুক্ষন পরেই সেই একই বইয়ের ছবি তোলার জন্য ব‌হিরাগত এক লোক অনুমতি দেন প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল। এ‌তে বিষয় পরিস্কার হয় যে বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিরর্পেক্ষ ভা‌বে নির্বাচ‌নের দ্বা‌য়িত্ব পালন কর‌ছে না। একপক্ষের হ‌য়ে কাজ কর‌ছেন।

এছাড়াও সংবাদ সংগ্রহের জন‌্য কতব‌্যরত সাংবা‌দিকদের বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল সদর উপ‌জেলার শিক্ষা অ‌ফিসার নিলুফার জাহানের উপস্থিতে বিদ‌্যাল‌য় বাচাই বাছাই তথ‌্য দি‌তে অ‌নিহা প্রকাশ ক‌রেন। বিদ‌্যালয়‌ের নিবার্চনের ধারা জান‌তে চাই‌লে তি‌নি সাংবা‌দিকদের ব‌লেন নিবা‌র্চিত বই‌টি বাজার থে‌কে কি‌নে নি‌ন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD