Blog

  • রাঙ্গাবালীতে দুই মুখওয়ালা মহিষের বাচ্চা জন্ম

    রাঙ্গাবালীতে দুই মুখওয়ালা মহিষের বাচ্চা জন্ম

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    মাথা একটি। কিন্তু মুখ দুটি! দুই মুখ ওয়ালা এমন একটি মহিষের বাচ্চা জন্ম নিয়েছে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে।
    রোববার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টন গ্রামের কৃষক কাঞ্চন সিকদারের একটি মহিষ দুই মুখওয়ালা একটি বাচ্চা প্রসব করে।
    দুই মুখ ওয়ালা বিরল এই মহিষের বাচ্চাটিকে দেখতে কৃষক কাঞ্চনের বাড়িতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।
    তবে বাচানো গেলোনা মহিষের বাচ্চাটি। রাত ১২টার দিকে শাবকটির মৃত্যু হয়।

    কৃষক কাঞ্চন সিকদার জানান, তার গোয়ালে বর্তমানে ৭টি মহিষ রয়েছে। এর মধ্যে একটি মহিষ গর্ভধারণ করে। রোববার বিকেলে মহিষটি বাচ্চা প্রসব করে। এভাবে দুথমুখো মহিষের বাচ্চা আমার বাড়িতে জন্ম নেবে এটা কখনো ভাবিনি। বাচ্চাটির পা, কান, চোখ এবং শরীর স্বাভাবিকই ছিলো। শুধু মুখ ছিলো দুটি এবং নাখ ছিলো চারটি। তবে মহিষের বাচ্চাটিকে বাচানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হলাম।

    চর বেষ্টনি গ্রামের বাসিন্দা কবির হাওলাদার বলেন, মহিষের দুমুখো বাচ্চা হয়েছে শুনে আমরা কাঞ্চন সিকদারের বাড়িতে যাই। মহিষের বাচ্চাটি উঠে দাঁড়াতে পারছিলো না। তবে ভালোভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছিলো। দুই মুখওয়ালা মহিষের বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা এই প্রথম দেখলাম। এর আগে এমন ঘটনা কখনো শুনিনি।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১০/১০/২০২২ ইং তারিখ রাত ০০:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল গোলচত্তরের সামনে রাস্তার উত্তর পার্শ্বে হাজী ইমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৮(আটানব্বই) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নাজমুল(১৯), পিতা-মোঃ আছেদ আলী, সাং-চরসাত করিয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিতঃ

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬

  • বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাধারণ জ্ঞান  চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাধারণ জ্ঞান চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

    পিরোজপুরে নেছারাবাদে “স্বরূপকাঠি গ্রন্থাগার” এর উদ্যোগে আগষ্ট মাসের বিষয় ভিত্তিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ” বিষয়ে সাধারণ জ্ঞান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিতরণ করা হয়েছে।
    রবিবার সকাল ১১টায় গ্রন্থাগারের হল রুমে প্রধান অতিথি নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন।
    এ সময় গোলাম হাফিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক, সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মা: বি: ও আজীবন সদস্য,
    স্বরূপকাঠী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম রনি, আব্দুল কাদের জিলানি,রাজিব,
    লিটন,মাসুম,নাসির, মৃত্যুঞ্জয় ঘোষ এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।
    পুরস্কার বিতরণ শেষে স্বরূপকাঠী গ্রন্থাগারের এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা।

  • গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ আওয়ামীলীগ নেতার স্ত্রী মাদক কুখ্যাত মাদক সম্রাজ্ঞী  মুক্তি আটক

    গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ আওয়ামীলীগ নেতার স্ত্রী মাদক কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মুক্তি আটক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ালীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান কাজলের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে
    র‌্যাব-৫ এর চৌকুসদল। বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। মাদক সম্রাজ্ঞীর গ্রেফতারের বিষয়টি ব্যপকভাবে আলোচিত হচ্ছে।

    র‌্যাব-৫ একটি সূত্র জানায়, গোদাগাড়ী মডেল থানার মহিষালবাড়ী বাজার এলাকায় অবস্থানকালে ০৯/১০/২০২২ তারিখ রাত্রী-১২.২০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারে যে, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামের মোছাঃ আমেনা বেগম মুক্তি (৩৭) স্বামী মোঃ নুরুজ্জামান কাজল, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাদারপুর, গোদাগাড়ীর রাজশাহীর এর বসতবাড়িতে মাদকদ্রব্য হেরোইন রহিয়াছে।

    অফিসার সংঙ্গীয় ফোর্সের সন্ধান ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ১। মোঃ জহিরুল ইসলাম মেম্বার (৩৯) সাং চরআলাতলী থানা+জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ গ্রামঃ মাদারপুর, থানাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশাহী ২। নয়মুদ্দিন (৫০) পিতা- মৃত সৈয়দ আলী, সাং মাদারপুর থানাঃ গোদাগাড়ী রাজশাহীসহ আরো অনেকের উপস্থিতিতে আটককৃত মহিলাকে বসতবাড়ীর ২য়. তলার ছাদে । আটককৃত মহিলার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে মহিলাটি উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত মক্কিলা প্রকাশ্য বলে ও স্বীকার করে যে, ০১ টি কাঠের তৈরী বাক্সের বক্ষিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে এবং উক্ত অবৈধ মাদকদ্রব্য হেরোইন যাহার স্বামী মোঃ নুরুজ্জামান কাজল (৩৭) অজ্ঞাতনামা স্থান থেকে নিয়া আসিয়াছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী র‍্যাব সদস্য সহায়তায় শালিনতার প্রতি দৃষ্টি রাখিয়া ধৃত মহিলা আসামীর দেহ তল্লাশী করেন। তাহার স্বীকারোক্তি মোতাবেক হাতে বাহির করিয়া দেন।
    আটককৃত আসামী ১। মোছাঃ আমেনা বেগম মুক্তি (৩৭), স্বামী মোঃ নুরুজ্জান কাজল, সাং মাদারপুর, থানাঃ গোদাগাড়ী জেলার রাজশাহী এবং পলাতক আসামী ২। মোঃ নূরুজ্জামান কাজল (৪০), পিতা- মৃত স্থাসাং-মহিশালবাড়ী ফকিরাপাড়া বর্তমান সাং-মাদারপুর, খান গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী সহ এবং ১নং আসামীর ২য় তলা বিশিষ্ট বসতঘরের ছাদের উত্তর পূর্ব কোন উদ্ধারকৃত জন্ম তালিকায় বর্ণিত আলামত (ক) ০১ টি কাঠের তৈরী বাক্সের ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্র হেরোইন ০২ প্যাকেট, যাহার প্রত্যেক প্যাকেটের ওজন ১০০ গ্রাম, মোট (১০০+১০০)= ২০০ আম ( আমাদের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র যারা এখানকৃত)। যাহার মূল্য আনুমানিক (২০০x১০০০ সর্বমোট ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা ও ১ নং আসামীর বসতঘরের ২য় তলার দক্ষিণ পার্শ্বের শোন রুমে উত্তরমুখী স্টীলের ঘাটের তোষকের নিচে রক্ষিত উদ্ধারকৃত জন্ম তালিকায় বর্ণিত আলামত (খ) অ মাদকদ্রব্য হেরোইন ০২ প্যাকেট। যাহার ০১ টির ওজন ৯০ গ্রাম মূল্য অনুষ্ঠান – ৯,০০,০০০/- ( লক্ষ) টাকা এবং অপরটির ওজন ১০ গ্রাম (যাহা আমাদের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র যারা ওজনকৃত যাহার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং খাটের নিচে থাকা (গ) ০১ টি KINGSTA SEALER PFS-200 CE প্যাকেটিং মেশিন, উক্ত ঘরের ভিতরে পশ্চিম পার্শ্বে কাঠের টেবিলের উপর হ পাওয়া (ঘ) মাদক কারবারী কাজে ব্যবহৃত ০৩ টি ফোন। ০১ টি পুরাতন iPhone, যাহার সহিত ০১ সিম সংযুক্ত; ০১ টি পুরাতন Redmi Note ৪স্মার্ট ফোন, যাহার সহিত ০২ টি সিন সংযুক্ত এবং ০১ পুরাতন VEGA V7 বাটন ফোন যাহার সহিত ০১ টি সিম সংযুক্ত। (3) মাদক কারবারী কাজে ব্যবহৃত টি প্লাস্টিকের কৌটার ভিতর রক্ষিত ১৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ডসহ থানায় হাজির হইয়া আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করা হয়।

    গোদাগাড়ী মডেল থানার মামলা নং-৩০ ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ৮(গ) (৪১) ধারায় আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৫ এর সদস্যগণ জানান, মোছাঃ আমেনা বেগম মুক্তি ও নূরুজ্জামান কাজল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে শূন্য থেকে আঙ্গুলফুলে কলাগাছ তারপর বটবৃক্ষ হয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নুরুজ্জামান কাজল ২ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারন সম্পাদক হওয়ার পর থেকে মাদকের ব্যবসা বেপরোয়া গতিতে শুরু করেন, প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মাদকের দালালীও শুরু করেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে হতদরিদ্রদের চাল বিতরন বন্ধ করে দিলো পিআইও

    তানোরে হতদরিদ্রদের চাল বিতরন বন্ধ করে দিলো পিআইও

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে (ইউপির) জিআর প্রকল্পের ১০ কেজি করে হতদরিদ্রদের চাল বিতরন বন্ধ করে দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলে অভিযোগ উঠেছে।

    অন্য সব ইউনিয়নে এক দেড় মাস আগে বিতরন হলেও কলমা ইউপি চেয়ারম্যান কে বিতরন করতে দেন নি। ফলে গরীবের চাল নিয়ে পিআইওর চালবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউপিবাসী। এতে করে উপকার ভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

    ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, প্রথম থেকেই চাল বিতরন নিয়ে নানা খেলা শুরু করেন কর্তৃপক্ষ। এর পর আমি তালিকা জমা দিলে চাল উত্তোলনের ডিও আমাকে না দিয়ে কামারগাঁ খাদ্যগুদামে পাঠিয়ে দেওয়া হয়। সে মোতাবেক গুদাম থেকে চাল উত্তোলন করে গত বৃহস্পতিবারে বিতরন করব। ঠিক তার আগ মুহুর্তে পিআই তারিকুল ইসলাম চাল বিতরন করতে নিষেধ করেন। তার কাছে কারন জানতে চাইলে তিনি বলেন তালিকা সঠিক হয় নি। তালিকা সঠিক না হলে তিনি ডিও কিভাবে দিলেন, আর তিনি কিভাবে বুঝলেন তালিকা সঠিক না। তিনি কি তালিকা ধরে বাড়িবাড়ি তদন্ত করেছেন। আসলে কিছুই না আমি স্বতন্ত্র চেয়ারম্যান এজন্য এত প্রতিহিংসা।

    তিনি আরো জানান, প্রতিটি ইউপিতে এক দেড় মাস আগে বিতরন হয়ে গেছে। যাদের তালিকায় নাম আছে তারা প্রায় দিন ইউনিয়ন পরিষদে আসছেন কবে কখন চাল দেওয়া হবে? সরকার গরীর অসহায় ব্যক্তিদের কথা চিন্তা করে এসব করছেন আর মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেই মহৎ কাজ প্রশ্ন বিদ্ধ করতে মরিয়া।

    পিআইও তারিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, তালিকার সমস্যা এজন্য বিতরন বন্ধ করা হয়েছে। কতদিন আগের বরাদ্দ আর তালিকা সঠিক না হলে ডিও কিভাবে পেল প্রশ্ন করা হলে তিনি দাযসারা গোছের উত্তর দিয়ে পরে কথা বলা হচ্ছে বলে এড়িয়ে যান এই কর্মকর্তা।
    জানা গেছে, তানোর উপজেলাটি কৃষির উপর নির্ভর। বছরে এসময়টা তেমন কাজ থাকে না। সেই সাথে লাগামহীন বাজার চড়া, অর্থনৈতিক মন্দা এসব বিবেচনায় প্রান্তিক জনসাধাররনের কথা ভেবে সরকার বিনা মুল্যে জিআর প্রকল্প থেকে মাথাপিছু ১০ কেজি করে চাল দেওয়ার প্রকল্প হাতে নেয়। কিন্তু সরকারের এসমস্ত মহৎ কাজ প্রশ্নবিদ্ধ করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কিছু রাজনৈতিক নেতারা। যার কারনে এতকিছু করার পরেও এসব ব্যক্তিদের জন্য সরকারের ভাবমুর্তি চরম ভাবে নষ্ট হয়ে পড়েছে।
    চেয়ারম্যান আরো জানান, ১১০০ ব্যক্তির বিপরীতে ১১ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে।

    হায়দার আলী।
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • আজমিরীগঞ্জে গুচ্ছগ্রাম  স্থানান্তরের দাবিতে স্মারকলিপি

    আজমিরীগঞ্জে গুচ্ছগ্রাম স্থানান্তরের দাবিতে স্মারকলিপি

    আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
    আজমিরীগঞ্জে গুচ্ছগ্রাম স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে কৃষকরা

    ১০ সেপ্টেম্বর দুপুরে আজমিরীগন্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারুল হোসেনের নেতৃত্বে পরিষদের মেম্বার কৃষক সহ শতাধিক গ্রামবাসি জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে।

    জানা যায়, জনপ্রসশান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গুচ্ছ গ্রাম সিভিআরপি প্রকল্পটি বর্তমান সরকারের অগ্রাধিকার পাওয়া একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় ঘর তৈরি করে ভূমিহীনদের দেওয়া হয়েছে। গৃহহীনদের জন্য গ্রোথ সেন্টার, নলকূপ, পুকুর খননসহ সবধরনের ব্যবস্হা দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্মকর্তা মোহাম্মদ আলী বিগত ৬-৯-২২ তারিখে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট ভাটিপাড়া গ্রামের অদূরে খাস জমি পরিদর্শন করে প্রকল্প এলাকা চুড়ান্ত করা হয়। উল্লেখ্য ৪থ পর্যায়ে ১৩০ টি ঘর তৈরি করা হবে বলে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া গৃহীত হয়। কিন্তু গুচ্ছ গ্রাম স্থাপনের জায়গায়টির আশপাশের গ্রামের ৫ শতাধিক কৃষক পরিবারের একটি গোচরনভূমি ও গুরুত্বপূর্ণ মাঠ। ঐ মাঠে ধান মারাই, শুকনো খর শুকানোসহ কৃষকদের বেচে থাকার অবলম্বন। এছাড়া তরুণ প্রজন্মের ও যুবকের একমাএ খেলার মাঠ বিকল্প কোন খেলার মাঠ নেই। জেলা প্রশাসক মহোদয় এর নিকট আকুল আবেদন গুচ্ছ গ্রাম প্রকল্পটি অন্য জায়গায় স্থানান্তর করতে। নতুবা ৫ হাজার কৃষক পরিবার নানান অসুবিধার সমূখিন হবে। বিরাট ভাটিপাড়া গ্রামের কৃষক পরিবারের তরুণ প্রজন্ম ও যুবকের মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন।

  • আজমিরীগঞ্জে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে  ঢেউটিন বিতরণ  ১২ লাখ টাকার  চেক বিতরণ

    আজমিরীগঞ্জে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ ১২ লাখ টাকার চেক বিতরণ

    আজমিরীগঞ্জ প্রতিনিধি াা আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে উপজেলার ৪’শ পরিবারকে ৪’শ বান্ডিল ঢেউটিন বিতরণ ও ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
    ২ অক্টোবর শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এ ধরণের উপজেলার ৪’শ পরিবারকে ঢেউটিন ও জনপ্রতি ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়য়ের অধীনে এ ত্রান বিতরণ করা হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা, সুমি। প্রধান অতিথি ছিলেন, বানিয়াচং -আজমিরীগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহম্মেদখেলু শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান নলি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

    সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

    সিংড়া(নাটোর)প্রতিনিধি।।
    নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন (৫০) ও রুহুল আমিন(৪৫) নিহত হয়েছে।
    রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই ঘটনা ঘটে।এ ঘটনায় দুই গ্রুপের ২ জন নিহত হয়েছে।

    নিহতরা হলেন গ্রুপ প্রধান আফতাব উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরজন ফরিদুল গ্রুুপের সমর্থক রুহুল আমিন(৪৫) বামিহাল দশোপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর পুত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পরাজিত ইউপি সদস্য আফতাব এবং বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরাজিত ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দশোপাড়ার বাড়িতে হামলা চালায়।

    এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় তারা আফতাবকে ধারাল অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কোপাতে থাকে। আফতাবকে বাঁচাতে অনুসারীরাও সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে তিনজন গুরতর জখম হয়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফতাব এর মৃত্যু হয়।

    আহত আফতাব এর অনুসারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ফরিদুল এর পক্ষের রুহুল আমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে রুহুল আমিন এর মৃত্যু হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই আফতাব এর মৃত্যু হয় এবং উপড় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়।

    সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া(নাটোর)প্রতিনিধি।

  • কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার’র শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মোহাম্মদ (সা.) – শেখ আঃ রহমান

    কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার’র শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মোহাম্মদ (সা.) – শেখ আঃ রহমান

    বায়জিদ হোসেন, মোংলা:
    কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন
    হযরত মোহাম্মদ (সা.) । হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণ সমগ্র মানবজাতির জন্য চিরকালীন দিশারী হয়ে থাকবে। মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে মোংলা পোর্ট পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এ কথা বলেন। রবিবার (৯ অক্টোবর) বাদ আছর পৌরসভার কনফারেন্স রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইসলামের তাৎপর্য তুলে ধরে মেয়র বলেন, ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম। পৃথীবীতে আল্লাহ ও নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই পরকালে জান্নাতে প্রবেশ করা যাবে না। পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন‍্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন‍্য ফরজ আর এটাই হলো ঈমান। দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এর একান্ত সহকারী মোঃ ফাহিম হাসান অন্তর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ হোসেন রনি ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।

  • পটিয়ায় প্রবারনা উৎসবে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ- সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

    পটিয়ায় প্রবারনা উৎসবে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ- সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রীতি রয়েছে। যা যুগযুগ ধরে ঠিকে আছে। মাঝেমধ্যে কিছু উগ্রপন্থী লোক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অরাজগতা সৃষ্টি করার পায়তারা করে। তাদের থেকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন।
    রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে পটিয়া নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়ার ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ এ কথা বলেন৷

    এর আগে এক আলোচনা সভা লঙ্কারামের অধ্যক্ষ বৌধিমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের মুখপাত্র ইউছুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রনেতা আবদুল কাদের, জয়নাল আবেদীন ফরহাদ, মোঃ জামাল। আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শাড়ী বিতরন করেন। পরে ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ ফানুশ উড়িয়ে প্রবারনা দিবসটি সুচনা করেন। তাছাড়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি বিতরন করেন।