Blog

  • মহালছড়িতে জ্ঞানোদয় বনবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

    মহালছড়িতে জ্ঞানোদয় বনবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অবস্থিত দূরপর্য্যানাল জ্ঞানোদয় বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশনার মধ্যে দিয়ে নানা আনুষ্ঠানিকতায় বৃহৎ ২০তম দানোত্তম কঠিন চীবর দান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৩অক্টোবর জ্ঞানোদয় বনবিহারে এলাকায় বসবাসরত ও দূর দূরান্ত হতে আগত দায়ক দায়িকাদের আয়োজনে সকাল থেকে শুরু হয়েছে ২দিন দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

    কঠিন চীবর দান উপলক্ষে বনবিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন। এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন।

    দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের তা দান করে। সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশ প্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে।

    এ মহতী অনুষ্ঠানে সুমন চাকমা,বিদুর্শী চাকমা, সূচনা চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ২০তম কঠিন চীবর দানীয় অনুষ্ঠান পরিচালনা পর্ষদ-২০২২ এর সভাপতি ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

    প্রধান অতিথি হিসেবে কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি, ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী, ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্যে যে, ভারতীয় জনপদে ‘কঠিন চীবর দান’ শব্দটি গৌতম বুদ্ধের সময় থেকে প্রচলিত হয়ে আসছে। ত্রি-চীবর হলো চার খণ্ডের পরিধেয় বস্ত্র, যাতে রয়েছে দোয়াজিক, অন্তর্বাস, চীবর ও কটিবন্ধনী। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা কেটে, সুতা বানিয়ে, রং করে, নানা রকম আচার ও নিয়ম মেনে একেকটি চীবর তৈরি করার কাজটি খুব বেশি কঠিন বলেই অনুষ্ঠানের এই নাম। পূণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন।

    এসময়ে পরমপূজনীয় শ্রদ্ধেয় বনভান্তের অনুসারী রাঙ্গামাটি রাজবন বিহারের ভান্তে অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্ঞানোদয় বনবিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবির এবং মুবাছড়ি বনবিহার সহ বিভিন্ন বিহার হতে আগত ভিক্ষুগণ উপস্থিত সকল পূর্ণ্যার্থীদের থেকে ধর্মদেশনা দিয়েছেন।

    মহালছড়িতে আজ ১৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার সেনাজোন জোন কমান্ডার লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি দূরপুয্যানাল জ্ঞানোদয় বন বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করেন।

    উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন,প্রত্যেক জাতির ধর্মের অনুশাসনই পারে অসাম্প্রদায়িক দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।তাই বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের লক্ষ্য একটাই তা হলো শান্তি, সম্প্রীতি, সৌজন্যবোধ, সহমর্মিতা,একনিষ্ট আনুগত্য এবং উন্নয়নের মাধ্যমে অসাম্প্রদায়িক মহালছড়ি গড়ে তোলা । জোন কমান্ডার সকলকে জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ মহালছড়ি গড়ে তোলার জন্য আহবান জানান।

    জ্ঞানোদয় বন বিহার এর পরিচালনা কমিটি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জোন কমান্ডারকে প্রধান অতিথি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত হন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উক্ত এ দানোত্তম কঠিন উপলক্ষে দূর দূরান্ত থেকে পুণ্য সঞ্চয়ী করার জন্য হাজার হাজার পুণ্যার্থীরা বিহারের মাঠপ্রাঙ্গনে সমবেত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন।

  • ক্ষেতলালে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ক্ষতিগ্রস্ত মাছ চাষি

    ক্ষেতলালে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ক্ষতিগ্রস্ত মাছ চাষি

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আধারে
    বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে দূর্র্বৃত্তরা। বুধবার
    দিবাগত রাতে ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের আজিম
    মোল্লার ছেলে আতিয়র ইসলামের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে
    মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
    জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের মাছ চাষী
    আতিয়র রহমান দির্ঘদিন যাবত বাৎসরিব ভিত্তিতে অন্যের পুকুর লীজ
    নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। তিনি এবছর ওই
    এলাকার মালিপাড়া গ্রামের শাজাহান মন্ডলের সরীকানা ৬ বিঘা
    পরিমান দুটি পুকুর লীজ নিয়ে আট থেকে নয় মাস পূর্ব থেকে
    প্রায় দুই লক্ষ টাকার রুই,কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির
    মাছের পোনা ছেড়ে বড় করতে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে বুধরাব
    দিবাগত রাতে কে বা কাহারা রাতের আঁধারে তার লীজ নেওয়া ওই
    দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকরা প্রায় ৪৫ মন
    মাছ মরে ভেসে উঠে। তার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
    ভুক্তভোগী মাছ চাষী আতিয়র ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে
    কে বা কাহারা আমার লীজ নেওয়া দুটি পুকুরে বিষ প্রয়োগ করে সব
    মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ
    বিষয়ে আমি ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডাইরী করেছি।

  • কালাইয়ে ইউডিসি উদ্যোক্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

    কালাইয়ে ইউডিসি উদ্যোক্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কার্যালয়ের ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তা মামুনুর রশীদ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে এক নারী ।

    বুধবার (১১ অক্টোবর) কালাই উপজেলা ইউডিসি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে ।
    গত ১১ অক্টোবর বেলা ১২টার দিকে কালাই উপজেলা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র গিয়ে ঐ নারী ঘুমের ট্যবলেট খেয়ে ঘটনার স্থলেই অসুস্থ হয়ে পরলে পরবর্তীতে স্থানিয় ও ইউএনও অফিসের কর্মচারীদের সহায়তায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে পরিবারের কাছে পুরো ঘটনার কথা জানান ওই নারী৷

    এন আইডি কার্ড সংশোধনের আশ্বাশ দিয়ে তাকে ধর্ষণ করেছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার৷

    অভিযুক্ত উদ্যোক্তা মামুনুর রশিদ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ ছায়ের আলীর ছেলে৷

    জানা যায়, অভিযুক্ত ইউডিসি উদ্যোক্তা মামুনুর রশীদ গত ৬ মাস ধরে ওই নারীকে বিভিন্ন সময় এন আইডি কার্ড সংশোধনের কথা বলে নানান তাল বাহানা করে এবং তার সাথে সখ্যতা গড়ার চেষ্টা করে আসছিল ।

    ভুক্তভোগী নারী জানায়, প্রায় ৬ মাস পূর্বে তথ্য সেবা কেন্দ্রে এন আইডি কার্ড সংশোধন করেত গেলে উদ্যোক্তা মামুন আমকে সংশোধন করে দিবে বলে আশ্বস দেয়। সে আমাকে কয়েক মাস ঘুরিয়ে তাল বাহনা করে অফিসে বসে রাখে। যখন অফিসে কেও থাকে না তখন সে আমাকে বাজে প্রস্তাব দেয়। এভাবে তার অফিসে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার সাথে মামুনুর রশীদ শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর পর সে আমাকে এন আইডি কার্ড দেয় এবং সেটি নিয়ে আমি সিম কেনার জন্য দোকানে গেলে ওই দোকানী বলেন আপনার আইডি কার্ড ভুয়া। তখন আমি ওই সেবা কেন্দ্রে গিয়ে ঘুমের বড়ি খাই ওখানেই অসুস্থ হলে লোক জন আমাকে হাসপাতালে নিয়ে আসে। মামুন আমার ক্ষতি করেছে। এই রকম সেবা পেতে আসা আরও অনেকই আছে। আমি সুস্থ হয়ে আইনের আশ্রই নিতে চাই ৷ সে একজন প্রতারক, সুদ ব্যবসায়ী, নারী লোভী আমি তার বিচারের দাবি করছি।

    এ বিষয়ে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, আমি ওই আইডি কার্ড তাকে দেয়নি, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। কেনো যে মেয়েটি আমাকে জরিয়ে এব অপপ্রচার চালাচ্ছে৷

    এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা জানাতুল ফেরদাউস বলেন, উপজেলা কার্যালয়ে সামনে একটি মেয়ে অসুস্থ হয়ে পরলে আমরা তাকে প্রাথমিক ভাবে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভির্তি করে দেয়। সে এখন ভালো ও সুস্থ আছে।

    কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুইন উদ্দীন বলেন ভুক্তভোগির পিতা বাদী হয়ে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। মামলা করতে দেরি হওয়ায় আজকে তাকে আদালতে প্রেরন করা সম্ভব হয়নি।৷

  • চিরনিদ্রায় শায়িত শেখ এ্যানী রহমান – আওয়ামী লীগে শোক

    চিরনিদ্রায় শায়িত শেখ এ্যানী রহমান – আওয়ামী লীগে শোক

    শেখ এ্যানী রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রাণবন্ত সংসদ সদস্য ছিলেন শেখ এ্যানী রহমান। দেশ,জনগণ ও নিজ সংসদীয় এলাকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নারী সংসদ সদস্য ছিলেন তিনি। শেখ এ্যানী রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ গভীর শোকাহত।

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে বনানী কবরস্থানে সদ্যপ্রয়াত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের দাফন সম্পন্ন হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

    এর পুর্বে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের নামাজে জানাজা বৃহস্পতিবার বনানী কবরস্থান মসজিদে বাদ আসর সম্পন্ন হয়।

    জানাজা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

    শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়ররা। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

    সদ্য প্রয়াত শেখ এ্যানী রহমান পিরোজপুর থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গত মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি।

  • জেলা পরিষদ নির্বাচনে বরিশাল -০২ আসনের এমপি’র  নির্বাচন বিধি লংঘনের অভিযোগ

    জেলা পরিষদ নির্বাচনে বরিশাল -০২ আসনের এমপি’র নির্বাচন বিধি লংঘনের অভিযোগ

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। আসন্ন ১৭ অক্টোবর বরিশাল জেলা ফরিষদ নির্বাচনে বরিশাল -০২(বানারীপাড়া-বরিশাল) আসনের এমপি মোঃ শাহে আলমের বিরুদ্ধে তার চাচাত ভাই ৫ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের প্রার্থী মামুনুর রহমান স্বপনের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ করেছেন। বুধবার ১২ অক্টোবর তালা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জিয়উল হক বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছন। অভিযোগে তিনি উল্লেখ করেন এমপি মোঃ শাহে আলম বানারীপাড়ার তার নিজ বাস ভবনে ভোটারদের ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার চাচাতো ভাই স্বপনের পক্ষে ভোট চাইছেন । যা নির্বাচন বিধির লংঘন। এ ব্যপারে নির্বাচন বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ জানিয়েছেন।

    এ ব্যপারে বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম জানান, প্রার্থী যে অভিযোগ করেছে তা সঠিক নয়। ঠাহা মিথ্যা। আমার মা অসুস্থ তাই আমি বাসা আছি। ভোট চাওয়ার কোন বিষয় নেই।#

    এস মিজানুল ইসলাম।।

  • জনগণের সেবিকা হয়ে পাশে থাকতে  জেলা পরিষদ সদস্য হতে চান আরজুনা কবির

    জনগণের সেবিকা হয়ে পাশে থাকতে জেলা পরিষদ সদস্য হতে চান আরজুনা কবির

    আরিফ রববানী ময়মনসিংহ।। আগামী ১৭ই অক্টোবর ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ-২ সদর,তারাকান্দা ও গৌরীপুর সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে দ্বিতীয় মেয়াদে আবারও প্রার্থী হয়েছেন ময়মনসিংহের সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, মেধাবী ও জনবান্ধব নারী নেত্রী আরজুনা কবির। তিনি ইতিপূর্বেও বিগত ৫বছর জেলা পরিষদ সদস্য পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

    আবারও তিনি ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য হিসাবে বিজয়ী হয়ে জনগণের সেবিকা হয়ে থাকার পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে আরও ত্বরান্বিত করতে ভোটারদের কাছে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ভোটের আশায় ঘুরছেন । আগামী ১৭ই অক্টোবর ভোট যুদ্ধে তার বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

    বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার ও তৃর্ণমুল জনসাধারণের সাথে মতবিনিময় করে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।

    তিনি বলেন, আমি এলাকার উন্নয়ন করতে চাই,জনগণের সেবিকা হয়ে পাশে থাকতে চাই, সেজন্য প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে আছি। আশা করছি ভোটারদের ভোট, দোয়া ও ভালোবাসা পেলে আমি নির্বাচিত হয়ে জনগণের প্রকৃত সেবিকা হিসাবে কাজ করবো, বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়নের অংশীদার হবো, ইনশাল্লাহ।
    এসময় তিনি বলেন- আমার দৃঢ় বিশ্বাস ভোটাররা আমাকে আবারও সদস্য পদে নির্বাচিত করবেন।

  • তেঁতুলিয়ায় কষ্টিপাথরসহ গ্রেফতার-১

    তেঁতুলিয়ায় কষ্টিপাথরসহ গ্রেফতার-১

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (প গড়) প্রতিনিধিঃ প গড়ের তেঁতুলিয়ায় ৭’শ ৬৫ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরসহ হাসিবুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ ুএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
    তেঁতুলিয়া মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভজনপুর ইউনিয়নে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হাসিবুল ইসলাম নামের এক ব্যক্তি মূল্যবান কষ্টি পাথর ভারতে পাচারের উদ্দেশে নিজ হেফাজতে রাখেন। এই সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এস.আই) দীনবন্ধু রায়ের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তালহা ও কনস্টেবল শহীদুল্লাহ কায়সার, উপেন দেবনাথসহ আরও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে কিছুক্ষণ অপেক্ষা করেন। কিছুক্ষনের মধ্যে একটি লাল রংয়ের বাজারের ব্যাগে পাথরটি ভরে নিয়ে যাওয়ার সময় হাসিবুলকে থামিয়ে জিজ্ঞেসাবাদ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় তার ব্যাগ তল্লাসী করলে কালো রঙের একটি কষ্টিপাথর পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে পাথরটিকে তেঁতুলিয়া বাজারের সাথী জুয়েলার্সের কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেলে সাথী জুয়েলার্স কষ্টি পাথর বলে নিশ্চিত করে ৭’শ ৬৫ গ্রাম ওজনের কথা জানায়। যার বাজার মূল্য রয়েছে ২ লক্ষ টাকা। মূল্যবান পাথরটি জব্দ তালিকা করে রাতে তার বিরুদ্ধে মূল্যবান কষ্টি পাথর ভারতে পাচারের উদ্দেশে নিজ দখলে রাখার দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১ (এ) ধারায় অপরাধে মামলা হয়েছে। বুধবার তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের মাধ্যমে ভজনপুরের গিতালগছ এলাকা থেকে ৭’শ ৬৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। ২ লাখ দামের এ কষ্টিপাথরসহ গ্রেফতারকৃত হাসিবুলকে বুধবার (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • আমিনপুরে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের ৩ সদস্য আটক

    আমিনপুরে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের ৩ সদস্য আটক

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকা ইউনুস সরদার(২৮),মাসুদ রানা(২২)ও জিলাল সরদার নামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান ও একটি ১২(বার) বোরের শর্টগানের গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা। আমিনপুর থানার ওসি মো.রওশন আলী জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢালারচর ইউনিয়নের মিরপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী(সর্বহারা) দলের সক্রিয় ৩ সদস্যকে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কেশবপুর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ অধিদপ্তারের অতিরিক্তি সচিব

    কেশবপুর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ অধিদপ্তারের অতিরিক্তি সচিব

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর হাসপাতালে ১২অক্টোবর দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্তি সচির মো.নাজমুল হক খান। এসময় সাথে ছিলেন যশোর জেলার সিভিল সার্জেন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি কনসালটেন্ট ডা.আয়েশা আক্তার ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. শরিফ ইকবালসহ হাসপাতালের সকল মেডিকেল অফিসার।
    কেশবপুর হাসপাতালের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন।
    পরিদর্শন কালে অতিরিক্ত সচিব মহোদয় হাসপাতালের ইমার্জেন্সি, অন্তঃবিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি, ওটি কমপ্লেক্স সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন স্টাফদের সাথে কথা বলেন। এবং হাসপাতালের পরিস্কার – পরিচ্ছন্নতা ও রোগীদের সেবাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এই রকম পরিবেশ সর্বদা বজায় থাকবে এমন প্রত্যাশা করেন। এমন চমৎকার রোগীবান্ধব পরিবেশ এর জন্য তিনি হাসপাতালের চিকিৎসক সহ, সকল ককর্মকর্তা – কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর।

  • কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ মিষ্টির দোকানে ২১ হাজার টাকা জরিমানা

    কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ মিষ্টির দোকানে ২১ হাজার টাকা জরিমানা

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ মিষ্টির দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১অক্টোবর কেশবপুর শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। অভিযান পরিচালনার সময় নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পাঁচ মিষ্টির দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেন। কেশবপুর পৌর শহরের গাজীর মোড়, ত্রিমোহিনী ও পাঁজিয়া সড়কে অবস্থিত তৃপ্তি মহলের মালিককে ২ হাজার, সুজন-নয়ন হোটেলের মালিককে ৩ হাজার, মায়ের আশির্বাদ হোটেলের মালিককে ২ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৬ হাজার, চিংড়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৮ হাজার জরিমানা করেন।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, আগামীতে চলমান এ অভিযান কঠো